পাতা:স্ত্রী-রোগ.djvu/১১১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

go স্ত্রী-রোগ । ইউটিরাইন সাউণ্ড (Uterine sound) –এক প্রকার ধাতব শলাকা । যে অস্ত জরায়ুমধ্যে প্রবেশ করাইতে হয় তাহ গোল। এই গোল অস্ত হইতে আড়াই ইঞ্চ ব্যবধানে একটা গাইট আছে ; উহাই জরায়ু গহবরের স্বাভাবিক দৈর্ঘ্য-পরিমাণ এই অংশ ঈষৎ ধন্থকাকারে বক্র, তৎপরে সরলভাবে যাইয়া মুষ্টিতে শেষ হইয়াছে । (১৯শ চিত্র)। অস্ত হইতে এক এক ইঞ্চ ব্যবধানে অঙ্ক দ্বারা চিহ্নিত । সাধারণ দৈর্ঘ্য ৮/৯ ইঞ্চ । ১৭শ চিত্র। নিউগেবারের স্পেকুলম । নানা রকম সাউণ্ড প্রচলিত আছে, তন্মধ্যে সিমসনের সাউণ্ড অধিক ব্যবহৃত হয়। ইহা দ্বারা সকল উদেষ্ঠ সফল হইতে পারে। মধ্যস্থলে বিভক্ত ও স্কু, দ্বারা সংলগ্ন, এবং মুষ্টির দিকে কিউরেটযুক্ত সাউও ব্যবহারের পক্ষে স্থবিধাজনক। কোন কোন সাউওঁ ক্যাথি । টারের স্তায় ছিদ্রবিশিষ্ট, তদ্বারা জরায়ু-শহরের রসাদি সহজে বহির্গত ठटेrरक १frत। ©