পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৬৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

లి: " স্ত্রী-রোগ । আৰু বৰ্ধন –একই অবস্থায় দীর্ঘকাল থাকিতে কিম্ব ক্ৰমে ক্রমে বুদ্ধি পাইতে পারে। পৈশিক তত্ত্বর সংখ্যা অধিক হইলে শীঘ্ৰ বুদ্ধিত হওয়ার সম্ভাবনা। প্রদাহ বা শোণিত সঞ্চালনের পরিবর্তনের উপর বুদ্ধি নির্ভর কৰে। কখন কখন অল্প অল্প বৰ্দ্ধিত হইয়া সহসা অত্যন্ত বদ্ধিত হয়। আৰ্ত্তবস্তাব সময়ে অৰ্ব্বদের আয়তন হ্রাস श्ङ्ग 4ब९ পরে পুনরায় বুদ্ধি পায়। মূল দৃঢ় রূপে আবদ্ধ হইলে শোথ এবং তৎপরে অৰ্ব্বদ দ্রুত পদ্ধিত হয়। অর্বুদ উৎপত্তির পর তিন মাস অতীত না হইলে তাল প্রায়ই অবগত হওয়া যায় না। অর্বুদের বয়সের সহিত আয়তনের কোন সম্বন্ধ নাই । সাধারণতঃ শীঘ্রই বৰ্দ্ধিত হইতে থাকে। গর্ভ ও আর্তব স্রাব সহ অৰ্ব্বদ রদ্ধির সম্বন্ধ —-গর্ভাবস্থায় অর্কু শীঘ্রই বৃদ্ধি পায় ও মুণ্ডন অদ্ভুদ উৎপন্ন ইয়া দ্রুত বন্ধিত হইতে থাকে। প্রসবাস্তে পুনৰ্ব্বার ক্ষুদ্র হইতে আরম্ভ হইয়া কখন কখন একেবারে অন্তৰ্হিত হয়। সৌত্রিক অর্বুদ সমন্বিত জরায়ুতে অনেক সময়ে গর্ভসঞ্চার হয় না ; হইলেও তাঁহা স্রাব হওয়ার সম্ভাবনা ; পূর্ণ গৰ্ভ হইলে প্রসবে বিঘ্ন, প্রসবাস্তে শোণিত স্রাব, তৎপরে দ্বৈবারিক শোণিত স্রাব, দূলিত জর, এবং জরায়ুর অসম্পূর্ণ সঙ্কোচনের আশঙ্ক। বর্তমান থাকে। . . . . . শ্রেণী বিভাগ –জরায়ুর সৌত্রিক অৰ্ব্বদের (১) বৈধানিক প্রকৃতি এবং (২) অবস্থান অনুসারে ভিন্ন ভিন্ন শ্রেণীতে বিভক্ত হইয়। বর্ণিত হয় । & . . . প্রথম শ্রেণীর মধ্যে ফাইব্রোম, ফাইব্রোমাই ওম, মাইওসারকোম, ফাইব্রো-মাইক্সোমা, সারকোম, সিষ্টিক সারকোম, মাইক্সোসারকোম, মিষ্টিক্‌ ফাইব্রে-মাইওম এবং দ্বিতীয় শ্রেণীর মধ্যে সারভিক্স, বউ, সবপেরিটোনিয়াল, সবমিউকস্ এবং ইন্টামুরাল ফাইব্রইড টিউমার পরিগণিত । - * ,