পাতা:স্ত্রী-রোগ.djvu/৩৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Ψ Σ Ο স্ত্রী-রোগ । সম্ভাবন। জরায়ুর এই অর্বুদ এবং অণ্ডাধারের কঠিন অর্বুদ অতি বিরল। মসৃণ নিরেট অর্বুদ সচরাচর জরায়ুতে হইয় থাকে। গোত্রিক অৰ্ব্বদের প্রধান লক্ষণ—শোণিত স্রাব কিন্তু অণ্ডাধারের অৰ্ব্বদে তাঙ্গ হয় না, অণ্ডাধারের অঞ্চদ উভয় আৰ্ত্তৰ শ্রাবের মধ্যবর্তী সময় অধিক, অাৰ্তব শোণিতের পরিমাণ অল্প এবং অল্প সময় স্থায়ী হওয়াই সাধারণ নিয়ম। বৃহৎ অণ্ডাধারের অৰ্ব্বদে জরায়ুগ্ৰীৰ নিম্নে অাই সায় সহজে অঙ্গুলী দ্বারা স্পর্শ করা যায়, কিন্তু জরায়ুর বৃহৎ সৌত্ৰিক অৰ্ব্বদে গ্রীব। উখিত হওয়ায় সহজে অঙ্গুলী দ্বারা স্পর্শ করা যায় না, ইহাই সাধারণ নিয়ম কদাচিং ইহার বিপরীতাবস্থায় উপস্থিত হয়। সৌত্রিক অঙ্গদে জরায়ু গ্রীব কখন কখন এত ক্ষুদ্র হয় যে, ঘোনির ছাদের সহিত প্রায় মিলিত হইয়া যায় । অণ্ড!ধারের অর্বুদ হইণে জরায়ুগহ্বরে সাউণ্ড সাধারণতঃ স্বাভাবিক পরিমাণে প্রবিষ্ট হওয়াই নিয়ম কিন্তু সৌত্রিক অর্কুদে স্বাভাবিক অপেক্ষ অধিক পরিমাণ সাউও প্রবিষ্ট হয় । কদাচিৎ ই হার বিপরীত দেখা যায় । গর্ভাবস্থা ও সৌত্রিক অৰ্ব্ব দ—পার্থক্য নির্ণয়। অৰ্ব্বদ নির্ণয় সময়ে, গর্ভাবস্থা ও অৰ্ব্বদ একই সময়ে বর্তমান থাকিতে পারে ; তাহা স্মরণ রাখা কৰ্ত্তব্য। অৰ্ব্বদ দ্রুত বৰ্দ্ধিত হইতে আরম্ভ হইলে তৎসহ অন্তঃসত্ত্বাবস্থা সম্মিলিত থাকার অধিকতর সম্ভাবনা। নিয়মিত আৰ্ত্তব স্রাব বর্তমান থাকিলেই যে গর্ভাবস্থা লহে, ಶ বলা যাইতে পারে না । কারণ অনেক সময়ে গর্ভাবস্থায় নিয়মিত আৰ্ত্তব স্রাব হইয় থাকে। রোগিণীর অৰ্ব্বদসহ গর্ভাবস্থ৷ সম্মিলিত আছে ; অথচ কেবল অৰ্ব্বদের অস্তিত্ব বিষয়েই তাহার জ্ঞান আছে, অথবা তদ্বিপরীত অর্থাৎ কেবল গর্ভাবস্থার বিষয়েই সে পরিজ্ঞাত', অৰ্ব্ব দের বিষয়ে সম্পূর্ণ অনভিজ্ঞ । এইরূপ উভয় ঘটনাই