পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৬১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

Y৬০০ স্ত্রী-রোগ । পুরুষের নিম্নলিখিত দোষ জন্ত সস্তান হর না :অত্যধিক হস্তমৈথুন, অত্যধিক সঙ্গম, অত্যধিক পৈশিক দুৰ্ব্বলতা ইত্যাদি কারণে সঙ্গমশক্তি বিনষ্ট—ধ্বজভঙ্গ হইতে পারে। সামান্ত সঙ্গম ইচ্ছ। বর্তমান পাকিলে শিশ্ন অল্প উত্তেজিত হয়, ইচ্ছামাত্র শুক্র বহির্গত হয়,অথবা সঙ্গমকাৰ্য্য সম্পূর্ণ না হইতেই শিল্প কোমল হয়। আইওডাইড, ব্রোমাইড, কোনায়েম, কপূর, অষ্টিফেন, এন্টিমণি প্রভৃতি অধিক মাত্রায় দীর্ঘকাল সেবন করিলেও ধ্বজভঙ্গ হইতে পারে । মুঙ্কের অভাব বা উদর গহবরে অবস্থান, অসম্পূর্ণ পরিবর্দ্ধন, মুঙ্কের পীড়া, ঈপিডিডিমাসের ও ভাসভেক্ষারেন্সের অবরোধ এবং প্রমেহ ও উপদংশাদি পীড়া জষ্ঠ শুক্রে স্পারমেটোজোয়ার অভাব হয় । শুক্রনিঃসরণপথের অধবোধ, শুক্রনিঃসরিক নলের গুর্বলতা, শিশ্নের স্বায়ুর চৈতন্তশক্তির অভাব এবং অত্যধিক মানসিক চিস্তার ফলে অবসরত জন্ত সঙ্গম সময়ে শুক্র নির্গত হয় না । সুতরাং সস্তান হষ্টতে পারে না । শিশ্নের অভাব--অস্বাভাবিকত্ব, শিশ্নের শিরার স্থলত্ব, সংকীর্ণ প্রিপিউস, ক্ষুদ্র ফ্রিনাম, প্রষ্টেট গ্রন্থির পীড়া,ক্ষয়কাশ, মেরুদণ্ডের বক্রতা ও আঘাত, কণ্ডের অপকর্ষতা, এবং আরও নানাবিধ কারণে পুরুষের সস্তান উৎপাদিকা শক্তির অভাব হইতে পারে । • o উল্লিখিত কারণ সমূহের মধ্যে অনেক কারণ সুচিকিৎসায় দূরীভূত হইতে পারে। কোন কোন স্থলে চিকিৎসার কোনও'ফললাভ করা ষায় না । সুতরাং বন্ধ্যা স্ত্রী চিকিৎসার্থে সমাগত হইলে তাহার নিজের শরীরে বন্ধ্যত্বের কোন কারণ বর্তমান আছে কি না, তাহা বিশেষরূপে পরীক্ষা করিবে এবং তৎসঙ্গে সঙ্গে তাহার স্বামীর বিষয়ও অল্পসন্ধান করা কৰ্ত্তব্য। এমত দেখা গিয়াছে যে, কেবলমাত্র স্ত্রী কিম্ব পুরুষের চিকিৎসায় কোন সুফল হয় নাই, অথচ এক কালে উভয়ের চিকিৎসা