পাতা:স্ত্রী-রোগ.djvu/৬৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

や> ○ স্ত্রী-রোগ। মস্তকে বেদন ও শূন্ত বোধ, শিরোঘুর্ণন ও মূর্ছ ; আলোকাত্যীসহ, দর্শন-শক্তির ব্যতিক্রম, চক্ষের সম্মুখে জ্যোতিকণা দর্শন , অধ্যয়ন শক্তির বিঘ্ন, কর্ণের চৈতন্থাপিক্য হওয়ায় সামগ্ৰি শস্ব প্রবল শব্দ বৎ জ্ঞান এবং হস্ত পদে নানারূপ স্পর্শবোধ উপষ্ঠিত হয়। অল্প পরিশ্রমেই ঘৰ্ম্ম নির্গত হয়। স্ত পদে কম্প হষ্টতে পারে । স্বায়বীয় বেদন—মস্তকে ও পৃষ্ঠদেশে টন্‌টনানী, বাম স্তনের । নিয়ে বেদন, কটিদেশে বেদন ও তলপেটেও বেদন বোধ করিতে পারে । . ধমনী স্পন্দনের দ্রুতত্ব, হৃদপিণ্ডের স্থানে বেদন এবং শ্বাসরোধভাৰ উপস্থিত হয় । উদরের বৃহৎ ধমনীর স্পন্দন এত প্রবল হয় যে, অৰ্ব্বদের সহিত ভ্ৰম জন্মে। হস্ত পদ শীতল থাকে। হৃদকম্প উপস্থিত হইতে পারে । খাদ্য দ্রব্য ভক্ষণ করার পরেই উদ:র ভার এবং তাঃ। স্বীত বোধ হওয়ায় যন্ত্রণ উপস্থিত হইতে পারে। অক্ষুধা এবং কোষ্ঠবদ্ধ থাক। সাধারণ নিয়ম। কিন্তু অনেক স্থলে তরল ভেদ হইতে দেথা গিয়াছে। অজীর্ণ জন্ত শরীর জীর্ণ হইতে থাকে ; বিবমিষ এবং বমন হয় । অজীর্ণ পীড়ার অন্তান্ত লক্ষণ বর্তমান থাকিতে পারে। এই শ্রেণীর অঞ্জীর্ণ পীড়া নারভাস ডিসপেপলিয়া নামে উক্ত হয়। মল্ল দ্বারের কওয়ন— যন্ত্রণ প্রভৃতি উপস্থিত হইতে দেখা গিয়াছে । কিন্তু স্থানিক পরীক্ষার কোন অস্বাভাবিক পরিবর্তন লক্ষিত হয় নাই । স্ত্রীলোক দীর্ঘকাল নিউরেস্থিনিয়া ভোগ করিলে কখন কথন শরীর জীর্ণণীর্ণ হয় । কিডনী দোদুল্যমান থাকিতে দেখা গিয়াছে। পুন: পুনঃ প্রস্রাব হইতে পারে। স্নায়বীয় পরিবর্তনে মূত্রে অক্সেলেট বা ফসফেটের দান সঞ্চিত হওয়ায় তাহার উত্তেজনায় এই উপসর্গ উপস্থিত হয়। অধিক ধৰ্ম্ম হওয়া সাধারণ লক্ষণ ।