পাতা:স্বপ্নলব্ধ ভারতবর্ষের ইতিহাস.djvu/১

এই পাতাটিকে বৈধকরণ করা হয়েছে। পাতাটিতে কোনো প্রকার ভুল পেলে তা ঠিক করুন বা জানান।

স্বপ্নলব্ধ ভারতবর্ষের
ইতিহাস।

Away, away, thou tellest of things,
That have not been, that can not be.

৺ভূদেব মুখোপাধ্যায় কর্ত্তৃক
প্রণীত।

হুগলি

বুধোদয় যন্ত্রে
শ্রীকাশীনাথ ভট্টাচার্য্য দ্বারা
মুদ্রিত ও প্রকাশিত।

সন ১৩০২ সাল।

মূল্য ৷৷৹ আনা মাত্র।