পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/১২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

· স্বামী বিবেকানন্দ । WH তপস্বিনী স্বয়ং সংসারত্যাগিণী হইয়াও এই সুদূর বঙ্গদেশের বালিকাগণকে সুশিক্ষিত করিবার জন্য যে ভাবে আত্মজীবন নিয়োজিত করিয়াছেন।--তাহা সৰ্ব্বতোভাবে প্ৰশংসনীয়। তবে স্ত্রীশিক্ষা স্ত্রীলোকের তত্ত্বাবধানেই হওয়া বাঞ্ছনীয়। মহাকালী পাঠশালায় যে পুরুষ শিক্ষকের দ্বারা অধ্যাপনার ব্যবস্থা আছে এটুকু স্বামিজী অনুমোদন করিলেন না। এইভালে কিয়দিন গত হইলে ৬ই মে তারিখে চিকিৎসকগণের পরামর্শে স্বামিজীকে বায়ুপরিবাৰ্ত্তনাৰ্থ আলমোড়া যাত্রা করিতে হইল। ইতিমধ্যে মিস মুলার বিলাত হইতে আসিয়াছিলেন। তিনি ও গুডউইন সাহেব কযেক দিবস পুনেই সেখানে গমন করিয়াছিলেন। এক্ষণে স্বামিজীও আলমোড়াবাসিগণের সনিৰ্ব্বন্ধ অনুরোধ উপেক্ষা করিতে না পারিয়া কয়েকজন গুরুভ্ৰাতা ও শিষ্য সমভিব্যাহারে তথায় উপস্থিত হইলেন। ዓx°)&9