পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/২০৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । প্লেগসংক্রান্ত নিয়মাবলী জনসাধারণের প্রাণে মহা আতঙ্কের সঞ্চার করিতেছে। অনেকেই নগবত্যাগ করিয়া পলাযনপর। ৩রা মে মােঠ প্ৰত্যাগমন করিয়া ঈ দিবসই স্বামিজী বাঙ্গালা ও হিন্দীতে দুটা ঘোষণাপত্রের পাণ্ডুলিপি প্ৰস্তুত করিলেনরামকৃষ্ণ-মিশনের লোকের দ্বারা পীড়িতের সেবা করা হইবে ইহাই তাহান স্থূলমৰ্ম্ম। একজন গুৰু ভ্ৰাত বলিলেন “টাকা আসিবে কোথা হইতে ? স্বামিজ ভ্ৰকুর্টি করিযী বলিলেন ‘কেন? দরকার হঠলে নূতন মঠের জমী জায়গা সব বিক্রয় করিব। আমরা ফকির, মুষ্টিভিক্ষা করিষা গাছতলায্য শুইয়া দিন কাটাইতে পারি। যদি জাযগা জমী দিক্ৰয করিলে হাজার হাজার লোকের প্রাণ বাচাইতে পারা যায। তবে কিসের জাযগা আর কিসের জমী ? সৌভাগ্যক্রমে এরূপ উপায অবলম্বনেব। প্রয়োজন হইল না। চতুদিক হইতে অর্থ সাহায্য আসিতে লাগিল। স্থির হটল একখণ্ড ভূমি খাজনা কবিয়া লইয়া sistics: fertigii segregation camp Safis রোগিাদিগের থাকিবার জন্য পৃথক পৃথকৃ আড়া করিয়া এমন ভাবে তাহদের পরিচর্য্যা করা হইবে যে তাহাতে হিন্দুসমাজের মোকের কোন আপত্তির কারণ হইতে পারে না। স্বামিজীর শিষ্যগণ ব্যতীত বাহিরের অনেক লোকও স্বেচ্ছায় এই সেবাকাৰ্য্যে সাহায্য করিতে চাহিলেন । স্বামিজী তাহাদিগকে সাধারণের মধ্যে স্বাস্থ্যরক্ষার নিয়মসমূহ প্রচার করিতে এবং স্বহস্তে সহরের গলি ঘুজি ও ঘরদের পরিষ্কার করিতে উপদেশ দিলেন। এইরূপে বহু রোগী সেবা শুশ্ৰষা প্ৰাপ্ত হইল এবং byእቅ