পাতা:স্বামী বিবেকানন্দ (চতুর্থ খণ্ড).djvu/৪১৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

স্বামী বিবেকানন্দ । সহিত একত্রে গাহিতে বলিতেন। আর যখন কথাবার্তা বুলিতেন বা গল্প করিতেন তখন গুরুভাইগণ হাসি তামাসার কথা ভিন্ন কিছুতেই অন্য কথা পাড়িতে দিতেন না।v/ এই সময়ে ভারতবর্ষের সকল প্রদেশ হইতে সৎসঙ্গ-পিপাসু। ব্যক্তিগণ র্তাহার দর্শন ও তন্মুখনিঃসৃত অমৃতায়মান বচন পরস্পরা শ্ৰবণ মানসে বেলুড় মঠে সমাগত হইতেন। তিনি র্তাহাদিগকে পুত্ৰবৎ মধুর স্নেহের চক্ষে দেখিতেন ও সর্বদাই নবীন অভ্যাগতগণের তত্ত্ব লাইতেন। মঠের ক্ষুদ্র বৃহৎ সকল কাৰ্য্যেই তাহার তীক্ষ দৃষ্টি ছিল। এমন কি ভৃত্যদিগেরও উপর নজর রাখিতেন। তাহারাও প্রত্যেকেই তাহার সেবার অধিকারলাভের জন্য উদগ্রীব থাকিত। নৌকায় করিয়া মঠ হইতে কলিকাতা যাতায়াত কালে নৌকায় দাড়িমাঝিরাও তাহাকে আপনাপন নৌকায় লইবার জন্য কোলাহল কবিত। কখন কখনও তিনি কেবলমাত্র কৌপীন পরিহিত হইয়া মঠের চতুর্দিকে লমণ করিতেন অথবা একটা সুদীর্ঘ আলখাল্লায় দেহ আবৃত করিয়া পল্লীর নিভৃতপথে একাকী বিচরণ করিতেন। অনেক সময়ে গঙ্গার ধারে বা মঠের অভ্যন্তরস্থ কোন বৃহৎ বৃক্ষের স্নিগ্ধ নিবিড় ছায়ায় বসিয়া থাকিতেন। আবার কখনও ঘা নিজের গৃহে বসিয়া পুস্তকের পাতা উলটাইতেন বা ছবি দেখিতেন। অনেক সময়ে রন্ধনশালায় গিয়া রন্ধনাদি পৰ্য্যবেক্ষণ স্বাক্ষয়িতেন কিংবা স্বয়ং সখা করিয়া ২/১টা উৎকৃষ্ট দ্রব্য প্ৰস্তুত করিতেন। পাছে তিনি ঐ রূপ পরিশ্রমের ফলে তৃষ্ণাৰ্ত্ত হয়েন এইজন্য গুরুভাই ও শিষ্যেরা নিষেধ করিতেন। কিন্তু Y o8br