পাতা:হোমশিখা.djvu/১৭৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

শ্ৰীসত্যেন্দ্রনাথ দত্ত প্রণীত বেণু ও বীণা। নব প্রকাশিত কাব্যগ্রন্থ—সৰ্ব্বত্র প্রশংসিত। ছাপা কাগজ উৎকৃষ্ট। মূল্য ১২ এক টাকা। শ্ৰীযুক্ত রবীন্দ্রনাথ ঠাকুর বলেন—“তুমি যে কাব্য সাহিত্যে আপনার পথ কাটিয়া লইতে পারিবে তোমার এই প্রথম গ্রন্থেই তাহার পরিচয় পাওয়া যায় ।” ঐযুক্ত জ্যোতিরিন্দ্ৰ নাথ ঠাকুর বলেন—“আপনার বেণু ও বীণা’ পাঠ করিয়া অনেকদিনের পর একটু খাটি কবিত্ব রস উপভোগ করিলাম।” ঐযুক্ত সুরেশ চন্দ্র সমাজপতি বলেন—“তোমার বঙ্গজননী’ ‘ঝড় 's চারাগাছ প্রভৃতি কবিতা চমৎকার।” “বঙ্গবাসী” বলেন—“ভাবে, ভাষায়, অলঙ্কারে, ছনে,ঝঙ্কারে, কবির অস্তদৃষ্টির পরিচয় এ গ্রন্থে পদে পদে।” . “অমৃত বাজার পত্রিকা” বলেন—“কোন দেশেতে তরুলত সকল দেশের চাইতে শুামল’ শীর্ষক গানটি অতি চমৎকার,-অমরত লাভের যোগ্য * e “বসুমতী” বলেন—“এই নবীন কবি বঙ্গসাহিত্য ক্ষেত্রে উৎসাহ লাভের যোগ্য পাত্র ; তাহার কবিতার ভবিষ্যৎ গৌরবজনক, একথা আমরা অসঙ্কোচে বলিতে পারি।” - - “যুগান্তর” বলেন—“সত্যেন্দ্র বাবুর কবিতাগুলি সুন্দর, তাহার