পাতা:হোমশিখা.djvu/৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

eo হোমশিখা ৷ No • ঈশ্বরের ঐশ্বর্য্যের মত ধান্ত ধনে চির পরিপুর হও তুমি অক্ষয় অক্ষত ; দেহ জীবে স্তন্ত স্বপ্রচুর ; দেহ কাস্তি, দেহ শক্তি ক্লাস্তি কর দুর। মানবের কামধেনু তুমি, বলময়ী ফলময়ী ভূমি ! যুগ্ম সন্ধ্যা হানিছে তোমারি লঘু মেঘ অঞ্চলে কুঙ্কুম, সগন্ধ মৃন্ময় রেণু ধরি’ রচে রবি কিরণ-কুমুম! হে ধরণী—বরণীয়া—মৰ্ত্তে কল্পক্রম। ধূলি-পটে ফুটাও আলোক, বরণের অনন্ত পুলক। ধূলি বিনা রশ্মি সে নিষ্ফল, বিনা দেহে আত্মা সে অক্ষম, স্থল বিনা স্বল্প হীনবল, শৌৰ্য্য বিনা উত্তম অধম, শক্তি বিনা প্রেমে জ্ঞানে অশাস্তি পরম ; ত্ৰিশক্তি সে ত্রিমূৰ্ত্তি দেবতা, জ্ঞানে, প্রেমে, শক্তিতে একতা।