পাতা:Dialogues, Intended to Facilitate the Acquiring of the Bengali Language.djvu/২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।

(14)

 সাহেব আমি মুনসি আমি এ দেশীয় ভাষা শিক্ষা করাই এ টাকা নজর এ দেশের দস্তুর এই।

 তুমি মুনসি  তুমি কি লোক।

 সাহেব আমি এ দেশীয় কায়স্থ।

 তুমি কোন২ ভাষা জান।

 সাহেব আমি তিন চারি প্রকার ভিন্ন২ ভাষা জানি।

 তবে তুমি অনেক জান কিন্তু কি২ জান বিশেষ করিয়া কহ।


 সাহেব আমি পারসি আরব্বি ও হিন্দূস্থানি ও বাঙলা ও ইংরাজি ও কতক২ এই সকল পৃথক২ ভাষা জানি।

 তুমি আমার চাকর থাকিয়া আমাকে শিক্ষা করাইবা।

 সাহেব মেহরবানী করিলে আমি এ সমস্ত শিক্ষা করাইতে পারি।

 তুমি কি কেবল এই২ জোবান জানহ কিম্বা তুমি এ দেশীয় রাজ কার্য্য ইত্যাদিও জানহ।

 না সাহেব এমত নয় আমি কেবল মুনসি নয়ি আমি দেশ বিদেশের রাজ কার্য্য ও সওদাগরি দিগর সমস্ত জানি।


তৎকথা।

 বটে তবে তুমি আমাকে প্রথম বাঙ্গালি কথা ও কার্য্য কর্ম্মের লেখা পড়া শিক্ষা করাও।

 তুমি আজি অবধি আমার মুনসিগিরিতে প্রবৃত্ত হইলা তোমার মাহিনা কি হবে।

 সাহেব আমারদের মাহিনার বরাওর্দ্দ একটা ঠিকানা নাই ত্রিশ টাকা চলন তবে মনিবে অনুগ্রহ করিয়া জেয়াদাও দেন।

 ভাল তোমার মাহিনা যাহা আমি পকৃত বুঝিব তাহা তোমাকে দিব।