পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/১০২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—দ্বিজ পরশুরাম–১৭শ শতাব্দী। *。° গৌরাঙ্গ গৌড়পতি কালসৰ্প ছন্নমতি শিবা যেন দেখিয়া মাতঙ্গ॥ অভক্তে অরুচি বড় তাহে মত্ত গদাধর নাহি হেতু অন্ত প্রতিকার। শ্রীকৃষ্ণচৈতন্ত বিনে কেবা তারে হেন জনে পতিত-তারণ বল যার। দ্বিজ পরশুরামের ভাগবত। সুদামা-চরিত্র। বাং ১২৩১ ( ১৮২৩ খৃঃ) সালের পুথি হইতে উদ্ধৃত করা হইল। “ রাজা পরীক্ষিতে যদি ব্রহ্মশাপ হইল। গঙ্গার তীরেতে গিয়া মঞ্চার বাধিল ৷ মঞ্চের উপরে বৈসে রাজা পরীক্ষিত। চৌদিকে বসিলা তার যতেক পণ্ডিত॥ শুকদেব আদি করি বসিলা সর্ব্বজন। হেন কালে পরীক্ষিত করে নিবেদন॥ কহ কহ শুকদেব পরীক্ষিত বলে। যে যে কর্ম্ম গোবিন্দ করিলা কুতুহলে। সেই বাক্য যাহাতে কৃষ্ণের গুণ গাথা। সেই শ্রবণে যাহাতে শুনি কৃষ্ণ-কথা॥ কৃষ্ণ কথায় পরীক্ষিতের সেই হস্ত যাহাতে কৃষ্ণের কর্ম্ম করি। আনন্দ। মস্তকের সার্থক হয় প্রণাম নারায়ণে। চক্ষুর সার্থক বলি কৃষ্ণের দর্শনে॥ এতেক বলিল যদি রাজা পরীক্ষিত। কৃষ্ণ-কথায় শুক মুনি হৈলা আনন্দিত॥ শুন শুন পরীক্ষিত হয়্যা একমন। আছিল কৃষ্ণের সখী বিপ্র একজন॥ সুদাম তাহার নাম জগতে বিদিত। সর্ব্বশাস্ত্র জানে সে বিচারে পণ্ডিত॥ >> ○