পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

S Sb বঙ্গ-সাহিত্য-পরিচয়। ইহার দক্ষিণ রাঢ়ীয় কায়স্থ, কাশ্যপগোত্র ও দেব উপাধি-বিশিষ্ট। নিবাস রসপুর। শিবায়ন খুব বিরাট গ্রন্থ, ভারতচন্দ্রের বিদ্যাম্বন্দর হইতে বৃহৎ হইবে। এই কাব্যের প্রায় ২০০ বৎসরের হস্তলিখিত খণ্ডিত পথি শ্রীযুক্ত নগেন্দ্রনাথ বস্তু মহাশয়ের নিকট আছে। কবি সুপণ্ডিত ছিলেন, তিনি বিবিধ সংস্কৃত পুরাণ ও কাব্য অবলম্বনে শিবায়ন রচনা করিয়াছেন। রামকৃষ্ণের উপাধি ছিল “কবিচন্দ্র”। শিবনিন্দ | শুন মাতঃ সত্যবতি (১) পাগল তোমার পতি নিমন্ত্রণ না করিমু লাজে। কদাচার দিগম্বর অস্থিমালা অমঙ্গল দেবের সমাজে নাঞি সাজে॥ শ্মশানের ছাই মাখে ভূত প্রেত সঙ্গে থাকে চূড়ামণি কলঙ্কের কলা। ধুস্তর তাহার ভক্ষ্য সিদ্ধিতে ঘূর্ণিত চক্ষ গরল যোড়িল সব গলা॥ বাছাগে হর নহে যোগ্যক জামাত। ভ্রমে ভিক্ষুকের বেশে কেবল শিবের দোষে পাসরিল তোমার মমতা॥ মুখযোড়া দাড়িগোপে শরীর যোড়িল সাপে আচ্ছাদন শার্দ্দলের চর্ম্ম। বৃষে চড়ে ব্রহ্মবধী বিষাদী বিশাল-নদী নাহিক তাহার লোকধর্ম্ম॥ হেন লেথে ধর্ম্মশাস্ত্রে কেশের পরশ মাত্রে অপবিত্র হয় সেই জল। হেন কেশ তার ঝারি জটার ভিতরে বারি স্নান পান তাহাতে সকল॥ গুণ্ডে জল করি দান কুঞ্জর করয়ে স্নান জ্ঞানহীন না হয় পবিত্র। তেন শঙ্করের বৃদ্ধি নাহিক তাহার শুদ্ধি পশুপতি পশুর চরিত্র॥ মস্তকের জল পাঠ বদনে বাজায় বাদ্য আপনি আপনা গালে চড়। (১) সতীকে অনেক স্থলেই সত্যবতী বলিয়া উল্লেখ করা হইয়াছে।