পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৩৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মনসা-মঙ্গল—দ্বিজ বংশীবদন–১৬শ শতাব্দী। ২১৭ আকন্দ হাসন কাজি হৈল আগুয়ান। তালিপ মুৱসিদে তার ধরিছে যোগান ৷ ঘন ঘন সাড়া কাটি পড়িল নগরে। একজন মুসলমান না রৈল সহরে ৷ আসিয়া মিলিল সবে পদ্মা-পূজা-স্থান। ই দেখি হিন্দুয়ানের উড়িল পরাণ॥ কেহ পলাইয়া গেল কেহ দিল লড়। কেহকে মারিল বাড়ি করে ধড়ফড়॥ পূজা ভাঙ্গি ঘটবারি ভাঙ্গিয় ফেলায়। যতেক মঙ্গল-দ্রব্য পাড়ে দুই পায় ৷ ব্রাহ্মণের জাতিনাশ করিবার ছলে। কর্ণেত কলিমা পড়ে যবন সকলে॥ আসিছিল যত লোক দেখিবারে ব্রত। জলুম করিয়া সবে করিল মুন্নত॥ গোহত্যা করিল তথা করিয়া জবর (১)। তদস্তরে সবগুলা চলি গেল ঘর॥ ধন্বন্তরি ওবা। এই মতে ধন্বন্তরি জন্মিল সংসারে। লক্ষ্মী অধিষ্ঠান হৈল সে রাজার ঘরে॥ ধন্বন্থরির শিক্ষা। দিনে দিনে বাড়ে যেন চন্দ্রের সমান। কাশীরাজা মহোৎসবে কৈল নানা দান॥ শাস্ত্র অনুসারে সব কৈল সংস্কার। গুরুর নিকটে দিল শাস্ত্র জানিবার॥ আগম নিগম পঠে ভাগবত পুতা (২)। নানান পুরাণ পঠে ভগবদগীতা। সকল সংহিতা পঠে কাব্য-পরকাশ। জানিল সকল শাস্ত্র যত ইতিহাস॥ বেদান্ত পঠিয়া পঠে যোগান্ত বিচার। কালিকা সাধন কৈল অনেক প্রকার॥ তুষ্ট হৈয়া মহাদেব বর অধিষ্ঠাতা। অসামাদ্য-শক্তি-লাভ ৷ মহাজ্ঞান দিলা আর গরুড়ী সংহিতা॥ (১) বল। e পুত্র। ২৮