পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৫০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩২৬
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

অশ্ব চলে কতগুলা গগনে উঠয়ে ধূলা
লক্ষে লক্ষে চলে গজগণ॥
ইরাণী টাঙ্গন তাজী শুরঙ্গ কমেদা বাজী
সিন্ধুদেশী তুরগ বিশাল।
কুঁদিতে কুঁদিতে[১] যায় আকাশ ছুঁইতে চায়
ধরিয়া রাখয়ে বাজি-পাল॥

সাজ করিয়া রাজা সভার দিকে চায়।
রাজার প্রতাপে কাঁপে সেনা সমুদায়॥
রণগাজী সাজিলেক নিয়া করবাল।
প্রতি কোপে কাটে তারা লোহার যে ঢাল॥
রসিক ফদ্দল সাজে রাজার অপার।
এক হাতে তলওয়ার আর হাতে তার॥
কালুয়া কামানী সাজে করি বীরপণা।
অস্ত্র শুল্‌ফী[২] হাতে ধরে লাল বাণা॥
তিন লক্ষ সেনা লইয়া সাজে নয়নশুক।
হেলায়ে টানয়ে তারা প্রবীণ ধনুক।
দেবাই দুবাই সাজে দুই সহোদর।
তার সঙ্গে ফৌজদার চলিল বিস্তর॥
শিরেতে টোপর শোভে কটিতে কিঙ্কিণী।
সেনা সবে রব করে মার কাট ধ্বনি॥
তাড় বালা শোভয়ে নূপূর শোভে পায়।
ঘর্ম্মের কারণে পাইকে রেণু মাখে গায়॥
ডানে করি ফৌজে রাজায় করে নমস্কার।
অন্তঃপুরে জয়ধ্বনি হইল অপার॥
একত্র হইয়া তবে যায় নৃপদল।
জলপানে শুকাইল দীর্ঘিকা সকল॥
চৌকিতে পাইকে দেখি বলে নিশিপতি।
কালকেতুর নিকট দ্যৌত্য।দেবাই দুবাই শুন আমার যুকতি॥
মহাবীরের[৩] স্থানে এক পাঠাও রায়বার[৪]
বুঝিবারে বীরের কেমন ব্যবহার॥

  1. হুঙ্কার করিতে করিতে।
  2. শূল।
  3. কালকেতুর।
  4. দূতের সংবাদ।