পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীকাব্য—কবিকঙ্কণ—১৫৭৭-১৫৮৯ খৃষ্টাব্দ। S)86: আদ্যাশক্তি মোর মনে না হয় প্রত্যয়। শরস্তম্ভ বিদ্যা জান হেন মনে লয়॥ আছাশক্তি হও যদি নগেন্দ্র-নন্দিনী। তোমার চরণ বন্দি যোড় করি পাণি॥ যদি রূপ ধরগো প্রত্যয় ঘাই মনে। যেই রূপে লোকে তোমা পূজয়ে আশ্বিনে॥ এমন শুনিয়া চণ্ডী বীরের বচন। নিজ মূর্ত্তি ধরিতে চণ্ডিকা কৈল মন॥ মহিষমর্দ্দিনী রূপ ধরিলা চণ্ডিকা। চণ্ডীর স্বমূর্ত্তি ধারণ। অষ্ট দিকে শোভ করে অষ্ট নায়িকা (১)॥ সিংহ-পৃষ্ঠে আরোপিলা দক্ষিণ চরণ। মহিষের পৃষ্ঠে বাম পদ আরোপণ॥ বাম করে ধরিলেন মহিষের চুল। ডানি করে বুকে তার আরোপিলা শূল॥ বাম ভাগে লম্ববান শোভে জটাজুট। গগন মণ্ডলে লাগে মাথার মুকুট॥ অঙ্গদ-কঙ্কণ-যুত হৈল দশভূজা। যেই রূপে অবনীমণ্ডলে নিলা পূজা ৷ পাশাঙ্কুশ ঘণ্টা খেটক শরাসন। বাম পাচ করে শোভে পাচ প্রহরণ॥ অসি চক্র শূল শক্তি স্থশোভিত শর। পাচ অস্ত্রে শোভা করে ডানি পাচ কর॥ বামে শিখি-বাহন দক্ষিণে লম্বোদর। বৃষে আরোহণ শিব মস্তক উপর॥ দক্ষিণে জলধি সুতা বামে সরস্বতী। সম্মুখেতে দেবগণ করে নানা স্তুতি॥ তপ্ত কলধৌত (২) জিনি হৈল অঙ্গ শোভা। ইন্দীবর জিনি তিন লোচনের আভা ৷ শশিকল শোভে তার মস্তক-ভূষণ। সম্পূর্ণ শারদ চন্দ্র জিনিয়া বদন॥ (১) এখনকার দুর্গ-মূর্ত্তির সঙ্গে অষ্ট নায়িকা দেওয়া হয় না। (২) সুবর্ণ। 88