পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৪৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীকাব্য-ভবানীশঙ্কর দাস–১৭৭৯ খৃষ্টাব্দ। S}^X মৃগেন্দ্র জিনিয়া কটি দেখিতে সুন্দর। করিকুম্ভ জিনি স্তন অতি মনোহর। মৃণাল জিনিয়া বাহু অতি সুলক্ষণ। গ্রীবায় নিন্দিছে পিতামহের বাহন (১)॥ বিম্বফল জিনিয়াছে অধরের বরণে। গজমতি জিনি জ্যোতিঃ করেছে দশনে॥ খগ-চঞ্চু জিনিছে সুন্দর নাসিকায়। লোচন দেখিয়া কুরঙ্গিণী নিন্দ পায়। অনঙ্গের গাওঁীব জিনি ভূব্ধর ভঙ্গিম। তার মাঝে শোভে বিন্দু সিন্দুর রঙ্গিম ৷ বড়ই উজ্জল দেহ জিনি পুষ্পাতসী। বদনের আভায় জিনিছে পূর্ণশশী। ভবানীশঙ্করে এই বাঞ্ছে মানসেতে। রূপ ভাবি প্রাণী মোর যাউক কালান্তেতে॥ পশু পশু পঙ্কজাজি আনন্দে। কনক মকর খাড় (২) সহিতে বাজিছে বুজ রু নূপুর বাজাছে পদারবিন্দে। কটিতে কিঙ্কিণী সাজে রুম্ন রুনু কুন্তু বাজে বাজু-মল তাড় বাহুপরি। এক করে শঙ্খ ধরে কঙ্কণ শোভে আর করে করাঙ্গুলে শোভে রত্ন-অঙ্গুরী॥ শ্রবণেত কর্ণফুল করিয়াছে ঝলমল গলে দোলে গজমতি-হারে। সুন্দর যে নাসিকায় বেশর শোভিছে তায় মুকুতা সহিতে দোলে অধরে॥ শিরে রত্ন-মুকুট তাহে শোভে জটাজুট কবরীতে চম্পকাদি ফুল। পুষ্পের সৌরভ পাইয়া উন্মত্ত প্রায় হইয়া অলিরাজ ভ্রমে হৈয়া ব্যাকুল ৷ (১) রাজহংস। (২) পায়ের বক্রাকৃতি এক প্রকার অলঙ্কার।