পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫০১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

চণ্ডীকাব্য—জয়নারায়ণ সেন—১৮শ খৃষ্টাব্দের প্রথমাৰ্দ্ধ। ←ᎸᏄ শ্রাবণেতে নিত্য নিত্য মেঘে করে ঝড়। দেশে যাইতে উচিত না হয় প্রাণেশ্বর॥ আমি চাতকিনী-নারীর জন্মিছে পিপাসা। কাদম্বিনী রূপে মোর পূর্ণ কর আশা॥ ভাদ্র মাসে হেথা থাকি কর নানা রঙ্গ। সুথের সময়ে মুখ কেন কর ভঙ্গ॥ আশ্বিনেতে আনন্দে ভবানী কর পূজা। মশানেতে তোমারে রক্ষা কৈলেন দশভুজা॥ তাহান উৎসব কর আনন্দিত মনে। চিন্তা না করিও কান্ত রাজ্যের কারণে॥ শিথীশ্বর (১) মাসে সুখে বঞ্চ প্রাণকান্ত। দাসী প্রায় তুয়া পদ সেবিব নিতান্ত। আমি বহি (২) জনকের পুত্র নাহি আর। তোমারে করিবে নৃপ সিংহলাধিকার॥ ঘোষা (৩) বাক্য শুনি সাধু দিলেক উত্তর। চণ্ডিকা ভাবিয়া গায় দাস শ্রীশঙ্কর॥ জয়নারায়ণ সেনের চণ্ডী-কাব্য। জয়নারায়ণ সেন বিক্রমপুরান্তর্গত জপস-গ্রাম-নিবাসী ছিলেন। ইনি প্রসিদ্ধ কবি এবং রাজ রাজবল্লভের নিকট জ্ঞাতি ও সমসাময়িক। ইহার সম্বন্ধে বিস্তৃত বিবরণ বঙ্গভাষা ও সাহিত্যের ৬০৮–৬১৮ পৃষ্ঠায় দ্রষ্টব্য। ইহার রচিত স্ববৃহৎ হরি-লীলা কাব্যের পরিচয় আমরা পরে প্রচুর পরিমাণে প্রদান করিৰ। মহেশ করিতে জয় রতিপতি সাজিল। দামামা ভ্রমর-রব সঘনে বাজিল ৷ নব কিশলয়েতে পতাকা দশ দিশেতে। উড়িল কোকিল-সেনা সব চারি পাশেতে॥ ত্রিগুণ পবন হয় যোগ গতি বেগেতে। ফুলধনু পিঠে ফুলশর কর-পরেতে॥ ভ্রমাইয়া ভাঙ্গে আড় হেরি অঁখি-কোণেতে। কুসুমের কবচ হাতে কিৰীট সাজে শিরেতে। (১) কার্ত্তিক। (২) বিনা ৷ (৩) স্ত্রীর। 8V