পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫১৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
ধর্ম্মরাজের গীত—রূপরাম—খৃঃ ১৫শ শতাব্দী।
৩৮৯

নয়ানী সুন্দরী বলে বেলা অবশেষ।
কালি তোমার সহিত যাইব গৌড়দেশ॥
এই দেশের প্রকৃতি আমি ভাল জানি।
আজি বিলম্ব কর ময়নার গুণমণি॥
ঘরে নিব টাকা কড়ি প্রবাল কাঞ্চন।
তোমারে সকলই দিব শুন প্রাণধন॥
তরুলতা হইয়া থাকিব এক ঠাঁই।
নিকুঞ্জ কাননে জেন চঞ্চল কানাই॥
বড় সুখে রজনী বঞ্চিব বাস-ঘরে।
কোপুর হইবেক আমার সাধের দেয়রে[১]
সাধ করি সদাই বলিব প্রিয়বাণী।
খেতে দিব ক্ষীর খণ্ড ওলা লাড়ু[২] চিনি॥
কুসুম-শয়নে তুমি পোহাইবে নিশি।
আইস্য গিয়া দুই জনে বিরলেতে বসি॥
অহল্যার মতন আমি দুশ্চারিণী নই।
সাধ যায় বিরলে বসিয়া কথা কোই॥
তুমি আমার ধন প্রাণ কুল শীল।
তোমা বিনে প্রাণ না রাখিব এক তিল॥
ইহা শুনি লাউসেন কর্ণে দিল হাত।
রাম রাম স্মরণ করে জগন্নাথ॥
কি করিব পাণ গুয়া শীতল চন্দন।
গৃহস্থের বাড়ী আমি না যাই কখন॥
শিশুকাল হৈতে আমি ধর্ম্মের তপস্বী।
শুক্রবার দিনে মোর ধর্ম্ম-একাদশী॥
শনিবারে পারণাতে ভক্ষ্য ভোজ্য খাই।
ধর্ম্মের সেবক হয়্যা সুখ নাহি চাই॥
বৈশ্য-বাসের কুলে নাই আমিষ্য ভোজন।[৩]
ধর্ম্ম বিনা অধর্ম্ম আমি না করি কখন॥
আপনার জনমে কভু তৈল নাই মাখি।
নিশিযোগে দুই ভাই কদম-তলে থাকি॥

  1. দেবর।
  2. মিছরীর নাড়ু।
  3. বৈশ্যগণের কুলে আমিষ ভোজনের প্রথা নাই। এই অর্থ ঠিক হইলে, এখানে লাউসেন নিজকে বৈশ্য বলিয়া প্রচার করিতেছেন।