পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৫১৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
৩৯২
বঙ্গ-সাহিত্য-পরিচয়।

ভৃশবার একাকার নদনদী খাতং।
মেঘ সব করে রব সুখোচিত চিতং॥
হৃদি মাঝে ধর্ম্মরাজ পদ পুণ্ডরীকং।
সদা ভণে ভাবি মনে দ্বিজ মাণিকং॥

কালু সরদারের নিকট গৌড়াধিপের ভাট।

বাহির মহলে বসেছে বীর[১]
ধরণী উপরে ধনুক তীর॥
শিরে রণটোপ সুচেল[২] গাএ।
খাসা মকমলী পাদুকা পাএ॥
ঘন গোঁফে তারা ঘুরাএ আখি।
পদ্মপত্রে যেন খঞ্জন পাখী॥
মুখে ঘোরতর গভীর ডাক।
ভয়েতে না সরে ভাটের বাক্‌॥
করে কলস্বরে কবিতা পাঠ।
বলে রাজ্য গৌড়ে ঘর রাজার ভাট॥
আছেন যেখানে অনন্তরূপা।
কালু বীরে কালী করুন কৃপা॥
বিরলে বলিব বিশেষ কথা।
শুনে সিংহ কালু নুয়াল[৩] মাথা॥
পুনরপি ভাট প্রবন্ধ ভাষে।
নিঃশঙ্ক হইয়ে নিকটে বসে॥
বসিতে আসন দিলেক বীর।
যথাবিধি হেতু জিজ্ঞাসে বীর॥
চিত্ত নিরমল শ্রবণে হিত।
মাণিক রচিল মধুর গীত॥

  1. কালু ডোম।
  2. সুন্দর বস্ত্র।
  3. ময়নাগড়ের অধিপতি লাউসেন গৌড়েশ্বরের অধীনস্থ রাজা। লাউসেনের সেনাপতি কালু ডোম এই জন্যই গৌড়াধিপের নাম শুনিয়া মাথা নোয়াইল।