পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ–কৃত্তিবাস জন্ম ১৩৮৫-১৪০০ খৃষ্টাব্দের মধ্যে। ○ >) লঙ্কাপুরে ঘরাঘরি উঠে যেই কথা। আগুনে পুড়িয়া মরিব শ্রীরামের সীতা॥ শুনি মাত্র সরমা কান্দেন উচ্চৈঃস্বরে। হেন কালে বিভীষণ গেলা নিজ ঘরে॥ উঠিয়া সরমা বলে কি শুনি বারতা। আগুনে মরিব নাকি শ্রীরামের সীতা॥ বিভীষণ বলে দুঃখে পুড়িছে অন্তর। নিদয় নিষ্ঠুর হল্যা প্রভু গদাধর। পাদপদ্মে ধরি সভে নিবেদন কৈল। তথাপি রামের দয়া সীতারে না হল্য ৷ পূর্ণলক্ষ্মী পুড়িবেন জলন্ত অনলে। বলিতে বলিতে রাজা ভাসে অশ্রুজলে॥ সরমা বলেন তবে মিছা দেহ ধরি। অগ্নিকুণ্ড কর পরিবার সহ মরি। বিভীষণ বলে শুন পরম রূপসী। এক দণ্ড থাক আমি পুনঃ দেখ্যে আসি ৷ কান্দিতে কান্দিতে রাজা গেলা পুনর্ব্বার। মৃগপক্ষ সভার লোচনে জলধার॥ দেখিয়া রাক্ষস-রাজ পাসরে আপনা। শ্রীরামের মুখ হেরি কান্দে সর্ব্বজন॥ হেন কালে সীতা দেবী যুড়ে দুই হাত। অভাগী বিদায় মাগে তোমার সাক্ষাৎ॥ অভাগী বিদায় মাগে তোমার চরণে। দয়া না ছাড়িহ প্রভু জনমে জনমে॥ জন্মে জন্মে রাম তুমি মোর স্বামী হয়। আর জন্মে হেন রূপে মোরে না ছাড়িহ॥ তোমার বালাই লয়্যা হব ছারখার। ব্রহ্মার বাঞ্ছিত পদ না দেখিব আর॥ তিন বার প্রদক্ষিণ কর্য রঘুনাখে। চলিলা জানকী লক্ষ্মী অনল পশিতে॥ সরমাএ গেলা লক্ষ্মী পদ দুই চারি। পুনর্ব্বার দাণ্ডাইল পাদপদ্ম হেরি।