পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৬৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

রামায়ণ–দ্বিজ দয়ারাম–১৭শ শতাব্দী। Q8ぶ。 রামের রমণী হয়্যা বনে বড়ি দুঃখ পায়্যা কেনে মোরে তেজিলা শ্রীরাম॥ উচ্চৈঃস্বর করি কন্দে শোকে বুক নাঞি বান্ধে শুনিএ বাল্মীক তপোধন। শিষ্য সহিতে মুনি সীতার ক্রনন শুনি আসিয়া দিলেন দরশন॥ বাল্মীকির আগমন। কৃষ্ণ-পদারবিন্দ মধু-পানে মত্ত ভৃঙ্গ শুনি ভেল ঘনশ্রাম দাস। নতুন মঙ্গল গাথা জৈমিনি ভারত পুতা ভকত জনার অভিলাষ॥ সশিষ্য সহিতে মুনি কাষ্ঠের কারণে। যজ্ঞ-হেতু কাননে আইলা তপোধনে॥ একাকিনী কাননে দেখিয়া মুনি তারে। পরিচয়। কণর কন্যা কার নারী সত্য কহ মোরে। বিম্বফল জিনি তোমার অধর সুরঙ্গ। দেখিয়া বদন শশী লাজে দিল ভঙ্গ॥ মৃণাল বিহিত বাহু ভুরু রামধনু। পদ কর সরসিজ হরি-মধ্য জনু॥ অলকা অমৃত কত অলি-কুল ঘট। দশন মুকুতা হাস্ত বিদ্যুতের ছটা। একাকিনী কেনে মাত কানন-ভিতর। শুনিয়া জানকী তারে কহেন উত্তর॥ তোমার চরণে প্রণমিঞে মহামুনি। ঐরামের নারী আমি জনক-নন্দিনী॥ আমি অভাগিনী মোর দৃষ্টি হৈল হীনে। তেজিলেন রাম মোরে বনে তে কারণে॥ দ্বিজ দয়ারাম রচিত তরণীসেনের যুদ্ধ। দ্বিজ দয়ারাম-কৃত রামায়ণের দুই শত বৎসরের পুথি হইতে সংগৃহীত। গ্রন্থকারের অন্ত কোন বিবরণ পাওয়া গেল না। উপহার পুত্রের নাম দেবীদাস ছিল শুধু এইটুকু জানা গিয়াছে।