পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭১৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রামায়ণ—জগদ্রাম—খৃঃ ১৮শ শতাব্দীর মধ্যভাগ।
৫৯১

নহিলে কেনে তোমার সনে
ফিরিছে দানবগুলা॥
কিসের ভাবে দেবতা সবে
চরণ দুটা পূজে।
বুঝ্‌তে নেল্যাম ভেবে মল্যাম
পুড়িল এ সব লাজে॥
শিব-নিন্দা।কোন্‌ দেবতা এমত কথা
বার করিবেক মুখে।
সেবক ন্যাশা[১] থাকিবে বস্যা
কি বলিব তাকে॥
এমত ধারা নহিলে কারা
কালকূট বিষ খায়।
বৃদ্ধ হয়্যা সিদ্ধি খেয়্যা
কুচনীপাড়া যায়॥
হেন নহিলে সব খোয়াল্যে
কাঁধে করিলে ঝুলি।
ভেক করিয়া ভিক মাগিয়া
ফিরিছ কুলি কুলি[২]
ক্ষণেতে রোষ ত্বরিত দোষ
দোষ গুণ সমজ্ঞান।
শ্মশান-বাস সদা উদাস
উপহাস নাহি মান॥
আচার বিচার নাহিক তোমার
যার তার ঘরে খাও।
বদন-বাদ্য বরিলে সদ্যঃ
তখনি ভুল্যে যাও॥
শুন প্রভু কই বেলপাত দুই
যদি তোমায় দেয়।
তাতেই ভুলি যাও হে শূলী
সেই সে কিনে লেয়॥
বগলবাদ্য করিলে সদ্যঃ
চতুর্ব্বর্গ দাও।

  1. নাশিয়া = বিনাশ করিয়া।
  2. গলি গলি।