পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা হয়েছে, কিন্তু বৈধকরণ করা হয়নি।
রামায়ণ—রঘুনন্দন—জন্ম ১৭৮৫ খৃষ্টাব্দ।
৫৯৭

তারা আপনা পরে দৃষ্টি না করে
একমুখে[১] ধাইতেছে॥
তবে ছাড়িয়া থানা পলায় সেনা
দেখিয়া ধূম্রাক্ষ বীর।
সেহ ভরিয়া কোপে টানিয়া চাপে
বরিষণ করে তীর॥
সেহ কাটিয়া ফেলে কাহারো গলে
কাহার চরণ করে।
কিবা কাহারো ভুজে কাহারো লেজে
কারো বুকে জঠরে॥
আর মুদ্‌গর ধরি কারেও মারি
ফেলায় ধরণী-তলে।
কিবা কারেও দণ্ডে করিয়া খণ্ডে
ছোরা ছুরি মারি বলে॥
সেই প্রহারে তার করে চীৎকার
যাবত বানরগণ।
কেহ শমন-পুরে গমন করে
হারাইয়া স্ব জীবন॥
কেহ হইয়া ছিন্ন কেহ বা ভিন্ন
ভূমে গড়াগড়ি যায়।
কেহ রুধিরে রঙ্গ সমরে ভঙ্গ
দিয়া পলাইয়া ধায়॥

হেন কপির গতি দেখি মারুতি
হইয়া কুপিত মন।
এক বিপুল শিলা ধরিয়া লীলা
করি কৈলা আগমন॥
তারে ধূম্রাক্ষ দেখি মনেতে রোখি[২]
কহিতেছে করি দাপ।
ওরে পবন-পুত্ত্র মরিতে অত্র
কেন আলি তুই পাপ॥

  1. বরাবর একদিকে।
  2. রুখিয়া।