পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৭৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহাভারত—নিত্যানন্দ ঘোষ—১৬শ শতাব্দীর পূর্বাৰ্দ্ধ। ৬৬১ স্রোতে ভাসে হস্তী ঘোড়া নর লক্ষ লক্ষ। শৃগাল কুকুরের খেলা দেখিতে অসংখ্য। শকুনি গৃধিনী করে অতি কলরব। ডাকিনী যোগিনী নাচে হাতে করে শব॥ মুণ্ডমালা গলে পরে প্রেত ভূত দানা (১)। কলসী ভরিয়া পীয়ে শোণিতের পান॥ নর-অন্ত্র বিদারিয়া কেহ খায় সুখে। তুরঙ্গ হস্তীর মাংস শোভে কার মুখে॥ রক্ত মাংস খেয়া (২) বুলে হাস্ত পরিহাসে। কেহো করে খেদাড়িয়া যায় অতি রোষে। কলহ করয়ে কোথায় ডাকিনী যোগিনী। ভূত-প্রেত-শব্দে কিছু শ্রবণে না শুনি॥ মেঘের নিনাদ যেন গভীর ভাষণ। তাহা শুনি নারীগণ ভয়ানক মন॥ মাংসের পসরা দিয়া রাক্ষস পিশাচ। বেচা কিনা করে কেহ মনে অভিলাষ॥ মহাঘোরতর শব্দ শুনিএ গান্ধারী। কাক চিল উড়ে কত বর্ণিতে না পারি॥ বধূগণ সঙ্গে রাণী মুকুলিত চুলে। দুর্য্যোধনে খুজিয়া বেড়ায় রণস্থলে॥ যুবতী ধাইয়া বুলে লাজ নাহি বাসে। ভয়হীন হৈল্য পতি-দরশন-আশে॥ কার কার পতির না হইল্য দরশন। মুক্তকেশে রণভূমে করএ ভ্রমণ॥ হস্তপদহীন কেহ আছয়ে পড়িয়া। কেহো পতি বিনে বুলে উদ্দেশ করিয়া॥ মাংস খায় কাক চিল গৃধিনী কুকুর। মহাকোলাহল করে শব্দ যায় দূর॥ ভয় তেজি কুরুবধু যত নারীগণ। মৃত পতি কোলে করি করয়ে রোদন॥ (১) দানব। (২) খাইয়া।