পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৮৬৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ዓ8● বঙ্গ-সাহিত্য-পরিচয়। ভীমসেন-অৰ্জুনকে দিঞা আলিঙ্গন। দ্বার-অভ্যন্তর গেলা কমল-লোচন সহদেব নকুল প্রণাম করে তায়। দ্রৌপদী প্রণাম করে দেখি যড়রায়॥ অত্যন্ত প্রবেশি কৃষ্ণ স্বর্ণ-সিংহাসনে। হাসিঞ দ্রৌপদী কহে কৃষ্ণের চরণে॥ ধন্য ধন্ত পাণ্ডব সার্থক চিন্তা করে। স্মরণ করিতে যার আইলা চক্রধরে॥ ইষ্টদেব গোবিন্দ ভরসা সর্ব্বভাবে। নিবেদন করে রাজা গোবিন্দের আগে॥ ভাগ্যবান নাঞি আর আমার সোসর। সুহৃদ সম্পদ যার ত্রিদশ ঈশ্বর॥ যেহেতু করহ চিন্তা হঞা সজ্ঞানে। সেই ঙ্গে গোবিন্দ আইলা দেখে বিদ্যমানে॥ লাজ ভয় ছাড়িয়া স্বরূপ কহ বাত। কার্য্য-সিদ্ধি করিতে আইল জগন্নাথ॥ রাজা বলে গোবিন্দ আমার আদি মূল। কৃপাতে নিশাতে আইলা দেখিয়া ব্যাকুল ৷ সবাকুরে নিধন করিয়া পাপ-ভয়। কোন কর্ম্ম করিলে প্রভু পাপ ক্ষয় হয়। শাস্ত্র-বিধি আসিয়া কহিল ব্যাসমুনি। অশ্বমেধ-যজ্ঞের কহিল মোকে বাণী॥ শুনিলু যজ্ঞের কথা করিতে কক্কশ (১)। তোমা বিস্তু কোন কার্য্য না করি সাহস॥ অনুগ্রহ আপনে আইলা গুণনিধি। আগমনে তোমার হবেক সব সিদ্ধি৷ কৃষ্ণ বোলে নরপতি তুমি কৈলে মনে। নিশাকালে এথাতে আইলাঙ তে কারণে॥ অশ্বমেধ যজ্ঞ আজি কি পুছ আমায়। অশ্বমেধ-যজ্ঞ আজি করণে না যায়॥ (১) কঠোর।