পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৭৯২ কালিয় হ্রদে কৃষ্ণ। বঙ্গ-সাহিত্য-পরিচয়। সুকোমল তৃণে চরে গাভীগণে যমুনা-পুলিন-বনে। শিশু সঙ্গে করি চলিলা মুরারি কালি দলিবার মনে॥ কালিন্দীর কূলে কদম্বের মূলে উপনীত শু্যাম রায়। কদম্ব উপর উঠি গদাধর কালিদহ পানে চায় | কালি দলিবারে ভাবিল অন্তরে কালিয়া-সুন্দর হরি। কদম্বের ডালে বসি কুতূহলে দিঠে পীতাম্বর পরি। একে সে চিকণ কালিয়া বরণ তাহে নানা মণিহার। কত বিধুবর মুখ মনোহর নাশ করে অন্ধকার॥ পুরাণ-বচন শুনহ রাজন কহি যে তোমার স্থানে। গোবিন্দ-মঙ্গল কারুণ্য (১) কেবল শ্রীমুখ-নন্দন গানে॥ শুন রাজা পরীক্ষিত কহি যে তোমারে। কদম্বের আগডালে চড়ে নটবরে॥ চরণ নাচায় কৃষ্ণ দোলায় সুধীর। তাণ্ডব ক্রীড়ায় কৃষ্ণ পরম শরীর॥ নাচিতে নাচিতে কৃষ্ণ মারে এক লাফ। কৌতুকে পড়িল কালিদহে দিয়া বাপ॥ কমল-কেশর মধ্যে রহে শু্যামরায়। মনুষ্য বলিয়া সে ভূজঙ্গগণ ধায়॥ কমল-কেশরে নাচে সুন্দর গোপাল। আসিয়া কৃষ্ণেরে বেড়ে ভূজঙ্গম-জাল॥ (১) করুণরসপূর্ণ।