পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৩১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—শু্যামদাস —১৬শ শতাব্দী ৷ bيخ 6 سي রাধিকার বারমাস্তা। ভাদ্রমাসে হরিজন্ম ভূভার-তারণে। ভব বিরিঞ্চির ভাব করিতে পালনে॥ ভাগ্যবন্ত লন্দ-গৃহে দেখি শুাম রায়। ভাব কৈলু ভজিব কৃষ্ণের রাঙ্গা পায়। উদ্ধব, ভরম ভাঙ্গিল। (১) ভকত-বত্সল হরি মথুরায় রহিল। আশ্বিনে অম্বিকী-পূজা এই তিন পুরে। আমরা আরোপি ঘট যমুনার তীরে। অখণ্ড শ্রীফল-দল অগুরু চন্দনে। অনেক আরতি কৈন্তু গৌরী ত্রিলোচনে॥ উদ্ধব, অনেক ভাগ্যের ফলে। অম্বর হরিয়া আজ্ঞা দিলা গোপীকুলে। কার্ত্তিকেতে কল্পতরু মূলে চিন্তামণি। কুঞ্জত্রীড়া-কৌতুক কহিতে নাহি জানি॥ কত রঙ্গ জানে কৃষ্ণ কিশোর শরীর। কষ্ট দিলে যেন দহে কমল শিশির॥ উদ্ধব হে, কহ কি করি উপায়। কমললোচন কুষ্ণ কৃপা করে যায়॥ মার্গেতে গহন বনে প্রিয়ার বিচ্ছেদে। আকুল হইয়া বুলি শোক গদগদে॥ আপনি আপনাগুণে প্রিয়া দিলা দেখা। অনঙ্গ-সাগরে হে আমরা পান্থ রক্ষা॥ উদ্ধব, আর কি গোকুলে। আশা পূর্ণ করি কিবা দেখিব গোপালে। পৌষে প্রবল শীত পবন প্রবলে। পাতিয়া পঙ্কজপত্র শুতি মহীতলে ৷ প্রভুর পরিতি প্রেম মনে মনে গণি। প্রতি বোলে পুড়ে মোরে পাপ ননদিনী। (১) আমার ভ্রম ভাঙ্গিয়া গেল, কৃষ্ণ আসিলেন না। Y ~ *