পাতা:Vanga Sahitya Parichaya Part 1.djvu/৯৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ভাগবত—কবিশেখর—১৭শ শতাব্দী। b-S)6: একে ত ভীষ্মক-স্থত রণেতে পারগ। পুনঃ সম্বন্ধেতে হৈল তোমার শুালক ৷ মুক্ত করি দিল রাম ভীষ্মক-কুমারে। যাহ নিজালয় দুঃখ না ভাব অন্তরে॥ বরঞ্চ মরণ ভাল ছিল কৃষ্ণ-বাণে। মরণ অধিক হইল শ্রীরাম তোষণে॥ রুক্মী-সঙ্গে ছিল এক অক্ষৌহিণী সেনা। কৃষ্ণ সব বিনাশিল নাহি এক জন॥ কেবল একক রুক্মী লজ্জায় আতুর। প্রতিজ্ঞা নিমিত্তে নাই গেলা নিজ পুর। বসতি করিল গিয়া ভোজকট দেশে। এখানেতে জয়ী হৈয়ে রাম হৃষীকেশে॥ রণজয়ী বাদ্য বাজে কৃষ্ণ জয় জয়। রুক্মিণী সহিত কৃষ্ণ চলে নিজলয়॥ নৃপতি সকল গেল নিজ নিজ পুরে। শিশুপাল গেল যেন চোর যায় ঘরে॥ যত যদুদল-সঙ্গে প্রবেশিল পুরী। চরণে শরণ মাগে দাস নরহরি॥ কবিশেখরের কৃষ্ণ-মঙ্গল। শ্রীকৃষ্ণ-বিরহে গোপিকাগণের বিলাপ ও কৃষ্ণ অন্বেষণ। এতেক বিলাপ করি বিরহ-সন্তাপে। সব তরু লতা দেখি পুছয়ে প্রলাপে ৷ জাতী যুঁই মালতী সেউতি মালী কুন্দে। তরুলতার নিকটে বিরহিণী গোপীরে কি হাস নানা ছন্দে॥ প্রশ্ন। হের একে একে করি সভার (১) বন্দন। কহ কে দেখিলা মোর নন্দের নন্দন॥ মাধবী তুলসী সহ তোমারে স্বধাই। তোমা সভা অগোচর না যাব কানাই॥ (১) সবার = সকলের।