বনলতা সেন/মকরসংক্রান্তি প্রাণে

মকরসংক্রান্তি প্রাণে

মকরসংক্রান্তি প্রাণে
তুমি আমার মনে এলে।
বালুঘড়ি বিকল রাতের বেলা।
থেকে-থেকে পড়ছে মনে
সে কোন্ ধূসর বেবিলনে
কবের গ্রীসের অলিভবনে
তােমার সাথে সূর্যতীরে।
হয়েছিল খেলা।

জানি সবই ফুরিয়ে গেল অতল সনাতনে
থেকে-থেকে তাবা নদীর জলের উৎসারণে
জলদেবীর মতন জেগে জানিয়ে গেছ তুমি
চম্বা কনকবতী এখন সুধার মরুভূমি
মরুভূমি—মরীচিকা—মায়ামৃগের মেলা।

তবুও আবার সূর্য নিয়ে এক রজনী
আমার—তােমার—আধুনিকের
শতঘ্নী আঘাত
জননটের মতন নেচে-কবে
কী হারাল সে কার মনে রবে
তােমার—আমার—
সে কার অবহেলা।