১৩৯

গুরুর দয়া যারে হয় সেই জানে।
যে রূপে সাঁইর লীলা-খেলা এ দেহ-ভুবনে॥
জলে ডিম্ব আগের উপর
অখণ্ড প্রলয়ের মাঝার
বিন্দুতে সিন্ধু তাহার
ধারা ত্রিগুণে॥
শহরে সহস্র পাড়া
ওই পথ তার এক মহড়া
আলেক ছায়ার পবন-ঘোড়া
ফিরছে সেইখানে॥
হাতের কাছে আলেক শহর
রূপে রূপের হচ্ছে লহর
সিরাজ সাঁই কয়, লালন রে তোর
সদাই ঘুরে মনে॥