সঞ্চয়িতা/আমার একটি কথা বাঁশি জানে

আমার একটি কথা বাশি জানে, বাঁশিই জানে।
ভরে রইল বুকের তলা, কারো কাছে হয় নি বলা,
কেবল বলে গেলেম বাঁশির কানে কানে।

আমার চোখে ঘুম ছিল না গভীর রাতে,
চেয়ে ছিলেম চেয়ে থাকা তারার সাথে।
এমনি গেল সারা রাতি, পাই নি আমার জাগার সাথি—
বাঁশিটিরে জাগিয়ে গেলেম গানে

শান্তিনিকেতন
ভাদ্র [১৩২২]