সুকুমার রায় সমগ্র রচনাবলী (দ্বিতীয় খণ্ড)/কবিতাগুচ্ছ/আবোল তাবোল

আবোল তাবোল

এক যে ছিল রাজা—( থুড়ি,
রাজা নয় সে ডাইনিবুড়ি )!
তার যে ছিল ময়ুর—( না না,
ময়ূর কিসের? ছাগলছানা )।
উঠোনে তার থাকত পোতা—
—( বাড়িই নেই, তার উঠোন কোথা )?
শুনেছি তার পিসতুতো ভাই—
—( ভাই নয়তো, মামা-গোসাই )।
বলত সে তার শিষ্যটিরে—
—( জন্মবোবা, বলবে কিরে )!
যাহোক, তারা তিনটি প্রাণী—
—( পাচটি তারা সবাই জানি )!
থোও না বাপু খ্যাচার্থেচি!
( আচ্ছা বল, চুপ করেছি )।
তার পরে সেই সন্ধ্যাবেলা,
যেমনি না তার ওষুধ গেলা,
আমনি তেড়ে জটায় ধরা—
—( কোথায় জটা? টাক যে ভরা )!
হোক-না টেকো, হোক-না বুড়ো,
ধরব ঠেসে টটির চুড়ো;
হোক-না বামুন, হোক-না মুচি,
কাটব তেড়ে–কুচিকুচি
পিটব তারে হাড়ে মাসে,
দে দমাদম আড়ে পাশে।
এখন বাছা পালাও কোথা?
গল্প বলা সহজ কথা?

সন্দেশ-জ্যৈষ্ঠ, ১৩২৪