ভাইবোন্

“আমায় একটা দেনা, দিদি?” বোন্‌ ছাদে উঠিবার সিঁড়ির কোণে বসিয়া কমলালেবু খাইতেছিল। ভুরু কুঞ্চিত করিয়া বলিয়া উঠিল “যাঃ—এখান থেকে চলে যা বল্‌ছি।”

ভাই মুখ ভার করিয়া চলিয়া যাইতেছিল। “যাচ্ছিস্ কোথা আবার? দাঁড়া।” বোন্ ভাইকে কোলের কাছে টানিয়া লইয়া কমলার কোষগুলি ভাল করিয়া ছাড়াইয়া একটি করিয়া ভা’য়ের মুখে আবার একটি নিজের মুখে তুলিয়া দিতেছিল।