গরীয়সী

যুগ যুগ ধরে কত মণি মুক্তা রত্ন
এই দেশের মাটিতে ছড়ানো রয়েছে, তার হিসেব নেই!
এমন সোনার দেশ আর কোথাও আছে কিনা,
আমার জানা নেই।

সমুদ্রে অরণ্যে পাহাড়ে মাটিতে খনিতে সমৃদ্ধ
এই সোনা দেশের ধনী মেরুদণ্ডের বনেদি রূপরেখা
সারা পৃথিবীর বিস্মিত চোখে কী অদ্ভুত, কী সুন্দর!
আকাশে আকাশে নীলিমার স্নেহের আভাস
বাতাসে বাতাসে মুক্তিগানের আনন্দোচ্ছ্বাস
জীবনের অন্তস্তলে আনে সূর্যালোকের আশীর্বাদের ফোয়ারা।
এমন সোনার দেশ আর কোথাও আছে কিনা,
আমার জানা নেই।

এই মাটি দিয়েছে আমায় পা রাখবার স্থান,
এই মাটি দিয়েছে আমার ক্ষুধায় অন্ন জল,
এই মাটির বুকে জন্মেছি বেঁচেছি বেড়েছি;
এই মাটিই আমার জীবনে স্বর্গাদপি গরীয়সী!
আমার জীবনের শ্রেষ্ঠ ধনদৌলতের অফুরন্ত ভাণ্ডার,
আমার রাজকোষের সব হীরে পান্না জহরত,
আর আমার এই জীবন্ত প্রাণটার সব কটা টুকরো
এখানে এই মাটির বুকেই আমি কুড়িয়ে পেয়েছি।
এমন সোনার দেশ আর কোথাও আছে কিনা,
আমার জানা নেই।