মুক

অনেক কথাই বলতে আমি চেয়েছি এই দেশে,
তার বদলে অনেক কথাই শুনে গেলাম এসে।

তোমারা জান বলতে কত কথা,
গড়তে জান কত রূপকথা
লে রূপকথা আমার কানে
মর্মভেদী বজ্র হানে,
কই নি কথা, মুক হয়ে সব সয়েছি দিনে রাতে
ব্যর্থ বেদনাতে।

তোমার সাথে আমার থাকে মিল,
যখন মোরা গড়ি কোন মিছিল
'অন্ন চাই বস্ত্র চাই' বলে;
আর তা না হলে,
তুমি শাসক, শোষিত আমি; তোমার হাতের দণ্ড
সমাজ জীবন করবে লণ্ডভণ্ড।

তাইতে তো আমি বিস্ময়ে নির্বাক,
পঙ্গু রুগ্ন অথবা যেন গলিত শবের পাঁক।