উইকিসংকলন:লিপিশালা/মহাফেজখানা/৫
এই পাতাটি একটি সংগ্রহশালা। দয়া করে এটি সম্পাদনা করবেন না! এমনকি একটি পুরানো আলোচনা চালিয়ে যেতে, মূল পাতা ব্যবহার করুন। |
প্রতিযোগিতার টি-শার্ট ডিজাইন
উইকিসংকলন ১০ প্রতিযোগিতার টি-শার্টের রং এবং সামনে ও পেছনের ডিজাইন ঠিক করা প্রয়োজন। সকলের মতামত প্রয়োজন। ধন্যবাদ -- বোধিসত্ত্ব (আলাপ) ০৪:০৫, ৩১ ডিসেম্বর ২০১৬ (ইউটিসি)
- কালো টি-শার্ট, সামনের দিকে উইকিসংকলনের লোগো এবং পেছনে একটি শ্লোগান ছোট করে লেখা যেতে পারে Tameem Mahmud 007 (আলাপ) ১৬:৫৮, ২৭ জুলাই ২০১৭ (ইউটিসি)
- @Jayantanth: প্রতিযোগিতার টি-শার্ট ডিজাইন করেছেন। চিত্র দেখুন। - বোধিসত্ত্ব (আলাপ) ১৬:১৫, ২২ আগস্ট ২০১৭ (ইউটিসি)
সম্পাদনা টুলবার সমস্যা
মিনি টিটিটি তে বেশ কয়েকজন নতুন ব্যবহারকারী সম্পাদনা করার সময় সম্পাদনা টুলবার দেখতে পাচ্ছিলেন না। আমিও বেশ কয়েকদিন ধরে এই সমস্যাটির সম্মুখীন হচ্ছিলাম, কিন্তু আমার মনে হচ্ছিল আমার common.js এ অতিরিক্ত স্ক্রিপ্ট লোড করার ফলে আমার ক্ষেত্রে এই সমস্যা হচ্ছে, কিন্তু এখন দেখছি তা নয়, কারণ নতুন ব্যবহারকারীদের ক্ষেত্রেও একই সমস্যা হচ্ছে। এই সংক্রান্ত সমস্যা কি আর কারোর হচ্ছে, তাহলে বাগ রিপোর্ট করা দরকার। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৫২, ১৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- আমারও সেই একই সমস্যা হচ্ছে। এই সমস্যা আমার খেত্রে সাধারণত firfox এই হচ্ছে কিন্তু Chrome এ হচ্ছে না। যদি এই সমস্যা সমাধান হয় খুবই ভালো হয়। --Tatocha (আলাপ) ১৭:৫৯, ১৩ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- যতদূর মনে হচ্ছে, ক্রপটুল গ্যাজেটটির জন্য এই সমস্যা হচ্ছে। পছন্দসমূহে গিয়ে ক্রপটুল নিষ্ক্রিয় করলে এই সমস্যা থাকছে না। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:০৩, ১৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- @Bodhisattwa: আমার ক্রপটুল সক্রিয় আছে (যদিও আমি ব্যবহার করি না), এডিট টুলবারও আসছে। Hrishikes (আলাপ) ০৬:৫৬, ১৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- @Bodhisattwa:আমার ক্রপটুল সক্রিয় আছে,ব্যবহারও করি, এডিট টুলবারও আসছে। সমস্যাটা ব্রাউসার ভিত্তিকও হতে পারে। আমি ক্রোম ব্যবহার করি। বাগ রিপোর্ট করলে তার আগে ঠিক কি কি কারণে হচ্ছে সেটা জানা দরকার। আমার ও বোধির এক ওএস(উবুন্টু), তাই ওএস নির্ভর সমস্যা নয়। সুমিতা রায় দত্ত (আলাপ) ১৩:৫৪, ১৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- এটা ব্রাউজ়ার-ভিত্তিক নয়। আমি ক্রোম ও ফায়ারফক্স, ল্যাপটপ ও অ্যান্ড্রয়েড-এ এডিট টুলবার পাচ্ছি। গোলমালটা অন্য কোথাও। Hrishikes (আলাপ) ১৪:১৮, ১৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- আমার সরঞ্জাম দণ্ড, সম্পাদনা বাক্স সব ঠিক দেখাচ্ছে। (উল্লেখিত গ্যাজেটটি আমার সক্রিয় করা নেই) আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪০, ১৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- এই পরিবর্তন করার পর ক্রপটুল লোড করার পরেও মনে হচ্ছে সমস্যা হচ্ছে না, তবে @Jayantanth, Tatocha: নিশ্চিত করুন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০১, ১৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- আমার সরঞ্জাম দণ্ড, সম্পাদনা বাক্স সব ঠিক দেখাচ্ছে। (উল্লেখিত গ্যাজেটটি আমার সক্রিয় করা নেই) আফতাবুজ্জামান (আলাপ) ১৪:৪০, ১৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- এটা ব্রাউজ়ার-ভিত্তিক নয়। আমি ক্রোম ও ফায়ারফক্স, ল্যাপটপ ও অ্যান্ড্রয়েড-এ এডিট টুলবার পাচ্ছি। গোলমালটা অন্য কোথাও। Hrishikes (আলাপ) ১৪:১৮, ১৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- @Bodhisattwa:আমার ক্রপটুল সক্রিয় আছে,ব্যবহারও করি, এডিট টুলবারও আসছে। সমস্যাটা ব্রাউসার ভিত্তিকও হতে পারে। আমি ক্রোম ব্যবহার করি। বাগ রিপোর্ট করলে তার আগে ঠিক কি কি কারণে হচ্ছে সেটা জানা দরকার। আমার ও বোধির এক ওএস(উবুন্টু), তাই ওএস নির্ভর সমস্যা নয়। সুমিতা রায় দত্ত (আলাপ) ১৩:৫৪, ১৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- @Bodhisattwa: আমার ক্রপটুল সক্রিয় আছে (যদিও আমি ব্যবহার করি না), এডিট টুলবারও আসছে। Hrishikes (আলাপ) ০৬:৫৬, ১৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
- যতদূর মনে হচ্ছে, ক্রপটুল গ্যাজেটটির জন্য এই সমস্যা হচ্ছে। পছন্দসমূহে গিয়ে ক্রপটুল নিষ্ক্রিয় করলে এই সমস্যা থাকছে না। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৫:০৩, ১৪ জানুয়ারি ২০১৭ (ইউটিসি)
শীঘ্রই সব ভাষায় উইকিমিডিয়ার ভবিষ্যৎ আন্দোলন/কর্মপন্থার কৌশল নির্ধারণী আলোচনা শুরু হচ্ছে!
সুধী,
শুভেচ্ছা নেবেন। গত ১৬ বছরে উইকিমিডিয়া আন্দোলন ছোট একটি স্বেচ্ছাসেবী দল থেকে ধীরে ধীরে বড় ও বৈচিত্রময় একটি সম্প্রদায়ে পরিণত হয়েছে যা এখন অবদানকারী, ডেভেলপার, স্থানীয় শাখা, পাঠক, দাতা ও আরও অন্যান্য সহযোগীদের নিয়ে সংঘবদ্ধভাবে পরিচালিত হচ্ছে। আগামী ১৫ বছরে আমরা নিজেদেরকে কোথায় দেখতে চাই? এটি মানবতার কল্যাণে ভবিষ্যতে কি করতে পারে? মোটের উপর, ২০৩০ সালে আমরা আমাদেরকে কোথায় দেখতে চাই? আমাদের কি কি প্রয়োজন বা কোন কাজগুলো করা প্রয়োজন; এগুলো নিয়ে কয়েকদিনের মধ্যেই সারা পৃথিবীর সব উইকিমিডিয়া সম্প্রদায়গুলো তাদের নিজেদের সুবিধামত তাদের নিজেদের ভাষায় আলোচনা করবে। এ সব আলোচনার কেন্দ্রীয় স্থান হবে মেটা উইকি।
আমাদের বাংলা সম্প্রদায় থেকেও এই আলোচনায় অংশ নেব নিজেদের সুবিধাজনক স্থানে (এই আলোচনাসভা, বাংলা উইকিপিডিয়া আলোচনাসভা বা ফেইসবুক চ্যাট গ্রুপ অথবা হ্যাং আউটের মাধ্যমে)। আমার কাজ হলো, ছোট ও ক্রমবর্ধমাণ সম্প্রদায় হিসেবে আমাদের কথাগুলোও যাতে ফাউন্ডেশনের সেই ভবিষ্যৎ পরিকল্পনায় স্থান করে নেয় সেটি নিশ্চিত করা।
এ ব্যাপারে বিস্তারিত সামনের দিনগুলোতে জানানো হবে। তবে, এখন কেউ ইচ্ছে করলে বাংলা পাঠকদের জন্য এই মেটা পাতাসহ অন্যান্য উপপাতাগুলো অনুবাদে সাহায্য করতে পারেন। আপনাদের এই প্রক্রিয়া সম্পর্কে বা অন্য যেকোন প্রকার সাহায্যে আমাকে প্রশ্ন করতে পারেন আমার আলাপ পাতায় অথবা ইমেইলের মাধ্যমে। ধন্যবাদ। – NahidSultan (WMF) (আলাপ) ১৮:১২, ৯ মার্চ ২০১৭ (ইউটিসি)
Overview #2 of updates on Wikimedia movement strategy process
Note: Apologies for cross-posting and sending in English. This message is available for translation on Meta-Wiki.
As we mentioned last month, the Wikimedia movement is beginning a movement-wide strategy discussion, a process which will run throughout 2017. This movement strategy discussion will focus on the future of our movement: where we want to go together, and what we want to achieve.
Regular updates are being sent to the Wikimedia-l mailing list, and posted on Meta-Wiki. Each month, we are sending overviews of these updates to this page as well. Sign up to receive future announcements and monthly highlights of strategy updates on your user talk page.
Here is a overview of the updates that have been sent since our message last month:
- Update 7 on Wikimedia movement strategy process (16 February 2017)
- Development of documentation for Tracks A & B
- Update 8 on Wikimedia movement strategy process (24 February 2017)
- Introduction of Track Leads for all four audience tracks
- Update 9 on Wikimedia movement strategy process (2 March 2017)
- Seeking feedback on documents being used to help facilitate upcoming community discussions
More information about the movement strategy is available on the Meta-Wiki 2017 Wikimedia movement strategy portal.
Posted by MediaWiki message delivery on behalf of the Wikimedia Foundation, ১৯:৪৪, ৯ মার্চ ২০১৭ (ইউটিসি) • দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন • Get help
We invite you to join the movement strategy conversation (now through April 15)
- এই বার্তা, "আমরা আপনাকে আন্দোলন কৌশল আলোচনায় অংশ নেওয়ার অনুরোধ করছি (এখন থেকে ১৫ এপ্রিল পর্যন্ত)", গ্রেগরি ভারনোম কর্তৃক ২০১৭ সালের ১৫ ও ১৬ই মার্চ বিভিন্ন আলোচনাসভা, অ্যাফিলিয়েট আলাপ পাতা, আন্দোলনের মেইলিং লিস্ট ও গণবার্তা ব্যবহার করে পাঠানো হয়েছিল। একই ধরণের বার্তা নিকোল ইবর কর্তৃক ২০১৭ সালের ১৫ই মার্চ সংগঠিত দলসমূহের বিভিন্ন মেইলিং লিস্টে পাঠানো হয়েছে। বার্তার এই সংস্করণটি নথিভূক্ত ও অনুবাদ করার কাজে ব্যবহার করা যাবে
সুপ্রিয় উইকিমিডিয়ান/উইকিপিডিয়ান:
আজকে আমরা বিশ্বে উইকিমিডিয়ার ভবিষ্যৎ রুল ঠিক করার জন্য এবং সেই রুলটি বাস্তবায়ন করার জন্য একসাথে সম্প্রদায়ব্যাপী আলোচনা শুরু করেছি। আপনাকে আলোচনায় অংশ নেওয়ার জন্য সাদরে আমন্ত্রণ জানাচ্ছি।
আলোচনায় অংশ নেওয়ার বিভিন্ন পন্থা রয়েছে, আপনি ইতিমধ্যে শুরু হওয়া কোন আলোচনায় অংশ নিতে পারেন অথবা নিজেই একটি আলোচনা শুরু করতে পারেন।
ট্র্যাক এ (শুধুমাত্র সংগঠিত দলের জন্য): আপনার অ্যাফিলিয়েট, অন্য কোন কমিটি বা সংগঠিত দলের সাথে আলোচনা (এগুলো হল সংগঠিত দল যারা আন্দোলন পরিচালনা করছে)।
ট্র্যাক বি (সতন্ত্র অবদানকারী): মেটাতে বা আপনার স্থানীয় ভাষায় বা প্রকল্পে।
তিনটি ধাপের আলোচনার এটি প্রথম ধাপ এবং আলোচনা চলবে ১৫ই এপ্রিল পর্যন্ত। প্রথম ধাপের আলোচনার উদ্দেশ্য হল, উইকিমিডিয়া আন্দোলনের ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা ও দিকগুলো পর্যালোচনা করা। পরবর্তী ১৫ বছরে আমরা একসাথে কি গড়তে চাই বা কি অর্জন করতে চাই?
আমরা যেহেতু একসাথে আলোচনা শুরু ও প্রক্রিয়াটি তৈরি করেছি তাই আপনাকেও স্বাগতম ও আমরা বৈচিত্র্যময় অংশগ্রহণ আশা করছি।
বিনীত,
নিকোল ইবর (ট্র্যাক এ লিড), জ্যামি এন্সটি (ট্র্যাক বি লিড), এবং অ্যানগেইজমেন্ট সাপোর্ট দল০৫:০৯, ১৮ মার্চ ২০১৭ (ইউটিসি)
উইকিমিডিয়া আন্দোলনের কৌশল নির্ধারণী আলোচনা শুরু হয়েছে, আপনার মতামত প্রয়োজন!
সুপ্রিয় সবাই,
আপনারা ইতিমধ্যেই জানেন যে, ২০৩০ সাল পর্যন্ত আমরা উইকিমিডিয়া ও এর আন্দোলনকে কিভাবে দেখতে চাই সে সম্পর্কিত একটি আলোচনা বিভিন্ন ভাষায় শুরু হওয়ার কথা ছিল। আলোচনাটি শুরু হয়েছে এবং বাংলা সম্প্রদায়ের একজন হিসেবে আপনি উইকিমিডিয়া প্রকল্পকে আগামী ১৫ বছরে কিভাবে দেখতে চান সে সম্পর্কে মতামত দিতে পারেন বাংলা উইকিপিডিয়ার এই আলোচনা পাতায়। বিশ্বব্যাপী উইকিমিডিয়া সম্প্রদায়গুলো যে প্রশ্নের উত্তর অনুসন্ধান করছেন সেটি হল,
উপরের প্রশ্নের সম্ভাব্য উত্তর পাওয়া যেতে পারে নিচের প্রশ্নগুলোর মাধ্যমে:
- পরবর্তী ১৫ বছর একসাথে কাজ করতে আমাদের কি ধরণের চালিকা শক্তির প্রয়োজন?
- পরবর্তী ১৫ বছরে নিজেদের মধ্যে যোগাযোগ বৃদ্ধি ও কাজের উৎসাহের জন্য কি প্রয়োজন হতে পারে?
- আমাদের উন্নয়ন পরবর্তী ১৫ বছরে কিভাবে দ্রুততর করা যায়?
- পরবর্তী ১৫ বছরে আমরা কিসের মাধ্যমে সবচেয়ে বেশি পরিচিত হতে চাই?
উইকিমিডিয়া প্রকল্পের ভাষাসমূহের মধ্যে বাংলা একটি অন্যতম গুরুত্বপূর্ণ ভাষা। বাংলা সম্প্রদায়ের একজন হিসেবে আপনার মতামতও তাই উইকিমিডিয়া আন্দোলনে গুরুত্বপূর্ণ। আপনার এ বিষয়ে কোন প্রশ্ন থাকলে আমাকে ইমেইল করতে পারেন অথবা আমার আলাপ পাতার মাধ্যমে করতে পারেন। ধন্যবাদ। – NahidSultan (WMF) (আলাপ) ১৫:৫৪, ১৮ মার্চ ২০১৭ (ইউটিসি)
লাইসেন্স সম্পর্কে সাহায্য
আমার লাইইসেন্স সস্পর্কে দুটি প্রশ্ন ১ . অনুবাদ গ্রন্থের কপিরাইট মালিক কে? মুল লেখক না অনুবাদক। ২ . সিসি ৩.০ বা সিসি ৪.০ এই লাইসেন্সের আওতায় সংকলনে বই থাকতে পারে কি না। ইংরেজিতে কিন্তু আছে, বাংলার কোথাও এরকম দেখলাম না। আদরিনি আক্তার (আলাপ) ০৭:৩১, ৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)
- @আদরিনি আক্তার:, ১) অনুবাদ গ্রন্থের কপিরাইটের মালিক অনুবাদক, কিন্তু মূল লেখকের অনুমতি আবশ্যক। মূল লেখকের অনুমতি ব্যতীত কপিরাইটযুক্ত বইয়ের কোন রকম অনুবাদ করা যায় না। ২) সিসি ৩.০ বা সিসি ৪.০ এই লাইসেন্সের আওতাভুক্ত বই উইকিসংকলনে থাকতে পারে, কিন্তু অবশ্যই স্ক্যান বইয়ে এই সংক্রান্ত প্রমাণ থাকতে হবে। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৪, ৫ এপ্রিল ২০১৭ (ইউটিসি)
Please accept our apologies for cross-posting this message. This message is available for translation on Meta-Wiki.
On behalf of the Wikimedia Foundation Elections Committee, I am pleased to announce that self-nominations are being accepted for the 2017 Wikimedia Foundation Board of Trustees Elections.
The Board of Trustees (Board) is the decision-making body that is ultimately responsible for the long-term sustainability of the Wikimedia Foundation, so we value wide input into its selection. More information about this role can be found on Meta-Wiki. Please read the letter from the Board of Trustees calling for candidates.
The candidacy submission phase will last from April 7 (00:00 UTC) to April 20 (23:59 UTC).
We will also be accepting questions to ask the candidates from April 7 to April 20. You can submit your questions on Meta-Wiki.
Once the questions submission period has ended on April 20, the Elections Committee will then collate the questions for the candidates to respond to beginning on April 21.
The goal of this process is to fill the three community-selected seats on the Wikimedia Foundation Board of Trustees. The election results will be used by the Board itself to select its new members.
The full schedule for the Board elections is as follows. All dates are inclusive, that is, from the beginning of the first day (UTC) to the end of the last.
- April 7 (00:00 UTC) – April 20 (23:59 UTC) – Board nominations
- April 7 – April 20 – Board candidates questions submission period
- April 21 – April 30 – Board candidates answer questions
- May 1 – May 14 – Board voting period
- May 15–19 – Board vote checking
- May 20 – Board result announcement goal
In addition to the Board elections, we will also soon be holding elections for the following roles:
- Funds Dissemination Committee (FDC)
- There are five positions being filled. More information about this election will be available on Meta-Wiki.
- Funds Dissemination Committee Ombudsperson (Ombuds)
- One position is being filled. More information about this election will be available on Meta-Wiki.
Please note that this year the Board of Trustees elections will be held before the FDC and Ombuds elections. Candidates who are not elected to the Board are explicitly permitted and encouraged to submit themselves as candidates to the FDC or Ombuds positions after the results of the Board elections are announced.
More information on this year's elections can be found on Meta-Wiki. Any questions related to the election can be posted on the election talk page on Meta-Wiki, or sent to the election committee's mailing list, board-elections wikimedia.org.
On behalf of the Election Committee,
Katie Chan, Chair, Wikimedia Foundation Elections Committee
Joe Sutherland, Community Advocate, Wikimedia Foundation
Read-only mode for 20 to 30 minutes on 19 April and 3 May
অন্য আরেকটি ভাষায় এটি পড়ুন • দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন
উইকিমিডিয়া ফাউন্ডেশন ডালাসে অবস্থিত তার গৌন উপাত্ত কেন্দ্রটি পরীক্ষা করবে। এটি উইকিপিডিয়া এবং উইকিমিডিয়ার অন্যান্য উইকিসমূহকে একটি দুর্যোগের পরেও অনলাইনে থাকা নিশ্চিত করবে। সবকিছু কাজ করছে তা নিশ্চিত করতে, উইকিমিডিয়ার প্রযুক্তি বিভাগ একটি পরিকল্পিত পরীক্ষা পরিচালনা করবে। এই পরীক্ষাটি প্রদর্শন করবে যে তাঁদের নির্ভরযোগ্যভাবে একটি উপাত্ত কেন্দ্র থেকে অন্য উপাত্ত কেন্দ্রে পরিবর্তন করা যাবে কিনা। এটির জন্য অনেক দলকে পরীক্ষার জন্য প্রস্তুত করা প্রয়োজন এবং অপ্রত্যাশিত সমস্যা সমাধানের জন্য প্রস্তুত থাকা প্রয়োজন।
তারা নতুন উপাত্ত কেন্দ্রে ১৯ এপ্রিল ২০১৭, বুধবারে সকল ট্রাফিক নিয়ে যাবে। ৩ মে ২০১৭, বুধবারে, তাঁরা আবার প্রাথমিক উপাত্ত কেন্দ্রে ফিরে আসবে।
দুর্ভাগ্যবশত, মিডিয়াউইকির কিছু সীমাবদ্ধতার কারণে, ঐ দুটি পরিবর্তনের সময় সব সম্পাদনা অবশ্যই বন্ধ রাখতে হবে। এই ব্যাঘাত ঘটানোর জন্য জন্য আমরা ক্ষমাপ্রার্থী, এবং আমরা ভবিষ্যতে এটিকে হ্রাস করার জন্য কাজ করছি।
সব উইকিতে অল্প সময়ের জন্য, আপনি পড়তে সক্ষম হতে হবে, কিন্তু সম্পাদনা করতে পারবেন না।
- আপনি ১৯ এপ্রিল, বুধবার ও ৩ মে, বুধবারে প্রায় ২০ থেকে ৩০ মিনিট সম্পাদনা করতে পারবেন না। পরীক্ষাটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায় (১৪:০০ ইউটিসি)।
- এই সময়ে আপনি যদি সম্পাদনা বা সংরক্ষণ করার চেষ্টা করেন, তাহলে আপনি একটি ত্রুটির বার্তা দেখতে পাবেন। আমরা আশা করি যে কোন সম্পাদনা এই সময়ের মধ্যে নষ্ট হবে না, কিন্তু আমরা তার নিশ্চয়তা দিতে পারছি না। আপনি যদি ত্রুটির বার্তা দেখতে পান, তাহলে অনুগ্রহ করে অপেক্ষা করুন যতক্ষণ না সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরে আসছে। এরপর আপনি আপনার সম্পাদনা সংরক্ষণ করতে সক্ষম হবেন। কিন্তু, আমরা আপনাকে প্রথমে আপনার পরিবর্তনের একটি অনুলিপি করে রাখতে সুপারিশ করছি।
অন্যান্য প্রভাব:
- পটভূমির কাজ ধীর হবে এবং কিছু নাও কাজ করতে পারে। লাল লিঙ্ক স্বাভাবিকের মত দ্রুত হালনাগাদ নাও হতে পারে। আপনি যদি একটি নিবন্ধ তৈরি করেন যা ইতিমধ্যে অন্য কোথাও সংযুক্ত আছে, সেক্ষেত্রে লিংক স্বাভাবিকের চেয়ে বেশি সময় ধরে লাল থাকবে। কিছু দীর্ঘ চলমান স্ক্রিপ্ট বন্ধ করতে হবে।
- ১৭ এপ্রিল ২০১৭ ও ১ মে ২০১৭ এই দুই সপ্তাহের সময়কালীন একটি কোড বাধাদান থাকবে। কোন অ-অপরিহার্য কোড স্থাপন সঞ্চালিত হবে না।
যদি প্রয়োজন হয় তাহলে এই প্রকল্পটি স্থগিত করা হতে পারে। আপনি wikitech.wikimedia.org তে সময়সূচী পড়তে পারেন। যেকোনো পরিবর্তন সময়সূচীতে ঘোষণা করা হবে। এই সম্পর্কে আরো বিজ্ঞপ্তি দেয়া হবে। দয়া করে আপনার সম্প্রদায়কে এই তথ্যটি জানান। /User:Whatamidoing (WMF) (talk)
MediaWiki message delivery (আলাপ) ১৭:৩৩, ১১ এপ্রিল ২০১৭ (ইউটিসি)
শরৎচন্দ্রের গৃহদাহ
এই বইয়ের নির্ঘণ্ট পাতাটি অপসারিত হয়েছে কিন্তু তার ~৩৫০ পাতাগুলো রয়ে গেছে। আমার মনে হয় না যে ওদের থাকা উচিত নির্ঘণ্ট পাতা ছাড়া। মাহির২৫৬ (আলাপ) ০৩:১৭, ১৪ এপ্রিল ২০১৭ (ইউটিসি)
- করা হয়েছে --Jayantanth (আলাপ) ১৮:১৩, ১৪ এপ্রিল ২০১৭ (ইউটিসি)
পশ্চিমবঙ্গ ইউজার গ্রুপের বার্ষিক কার্যকলাপ
সুধী, ২০১৭-১৮ বর্ষের জন্য পশ্চিমবঙ্গ উইকিমিডিয়ান্স ইউজার গ্রুপের আগামী কার্যকলাপ ও প্রকল্পের জন্য অর্থ সংস্থানের জন্য এখানে আবেদন করা হয়েছে। এই আবেদন অনুযায়ী উইকিপিডিয়া দশম বার্ষিকী অনুষ্ঠানে অব্যবহৃত অর্থ এই কার্যকলাপের জন্য ব্যহার করা হবে। এই অংশে সকলের সুচিন্তিত মতামতসহ সমর্থন কামনা করি। পশ্চিমবঙ্গ উইকিমিডিয়ান্স ইউজার গ্রুপের পক্ষ থেকে শুভেচ্ছান্তে, বোধিসত্ত্ব (আলাপ) ১৩:৩৭, ২৮ এপ্রিল ২০১৭ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশন ট্রাস্টি বোর্ড নির্বাচনে যোগ্য ভোটারদের ভোট গ্রহণ শুরু হয়েছে।
উইকিমিডিয়া ফাউন্ডেশন বোর্ড অব ট্রাস্টি হল যুক্তরাষ্ট্রের উইকিমিডিয়া ফাউন্ডেশনের (৫০১(সি)(৩) স্বেচ্ছাসেবী সংস্থা) সর্বোচ্চ নীতিনির্ধারণী দল। উইকিমিডিয়া ফাউন্ডেশন উইকিপিডিয়া ও কমন্সসহ আরও অনেক বৈচিত্র্যময় প্রকল্প পরিচালনা করে থাকে।
ভোটিং ১লা মে ০০:০০ ইউটিসি থেকে শুরু হয়ে ১৪ই মে ২৩:৫৯ ইউটিসি পর্যন্ত চলবে। ভোট দেওয়ার জন্য এখানে ক্লিক করুন। নির্বাচনের প্রবেশদ্বারটি পাওয়া যাবে ২০১৭ বোর্ড অব ট্রাস্টি নির্বাচনের এই মেটা পাতায়।
নির্বাচন কমিশনের পক্ষ থেকে,
ক্যাটি চেইন, চেয়ার, উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন কমিশন
জো সাটারল্যান্ড, সম্প্রদায়ের উকিল, উইকিমিডিয়া ফাউন্ডেশন
১৯:১৪, ৩ মে ২০১৭ (ইউটিসি)
Beta Feature Two Column Edit Conflict View
আমি অনুবাদ:সমাজতন্ত্র কেন? পাতাটি ফিরিয়ে আনার অনুরোধ জানাচ্ছি। এটি ১৯৪৯ সালে প্রকাশিত Why Socialism?-এর অনুবাদ যা বর্তমানে পাবলিক ডোমেইনে। এটি ২০০৭ সালে ব্যবহারকারী:Frdayeen অনুবাদ করেন। আমি পরীক্ষা করে দেখেছি অনুবাদ কোথাও থেকে অনুলিপি করে আনা হয়নি। আর উইকিসংকলনের লাইসেন্স হচ্ছে সংরক্ষণের দ্বারা, আপনি এই বিষয়ে একমত হচ্ছেন যে, আপনার অবদান, ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন/শেয়ার-আলাইক লাইসেন্স ৩.০ এবং গনু ফ্রি ডকুমেন্টেশন লাইসেন্স (জিএফডিএল)-এর আওতাভুক্ত। যার মানে অনুবাদকারীর এই অনুবাদও পাবলিক ডোমেইনভুক্ত। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:৩২, ১০ মে ২০১৭ (ইউটিসি)
- @Aftabuzzaman:, পুনরুদ্ধার করা হয়েছে । অযাচিত অপসারণের জন্য আন্তরিক ভাবে দুঃখিত। আমারই ভুল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৯:৪৩, ১০ মে ২০১৭ (ইউটিসি)
- @Bodhisattwa, Aftabuzzaman: মূল লেখাটি যে পাবলিক ডোমেন তা কিভাবে প্রতিষ্ঠিত হল? এটি আমেরিকায় প্রকাশিত; যদি পাবলিক ডোমেন হত, তবে ইংরেজি উইকিসংকলনে থাকতে পারত; তা না হওয়াতেই কানাডার Wikilivres-এ আছে (সেটাই রীতি)। ভারতে প্রকাশিত নয়, এই সাইটের সার্ভারও আমেরিকায়। কাজেই কিসের ভিত্তিতে লেখাটা পাবলিক ডোমেন হিসাবে বিবেচিত হচ্ছে? উইকিসংকলন:অনুবাদ অনুসারে A scan supported original language work must be present on the appropriate language wiki, where the original language version is complete at least as far as the English translation. An inter-wiki link to the original language work must be present on the English translation. ফলে মূল লেখা ইংরেজি উইকিসংকলনে না থাকলে অনুবাদ এখানে কিভাবে থাকতে পারে? Hrishikes (আলাপ) ০৬:৩৫, ২৬ মে ২০১৭ (ইউটিসি)
- @Hrishikes:দা, @Aftabuzzaman: যে মূল লেখাটি উইকিলিভ্রেতে আছে বলেছিল, সেটি আমি লক্ষ্য করিনি। সেই হিসেবে অবশ্য মূল লেখাটি পাবলিক ডোমেইনের অন্তর্গত নয়, অতএব অপসরণ না করে উপায় নেই। আবারো আমার ভুল। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:৩৫, ২৬ মে ২০১৭ (ইউটিসি)
- @Bodhisattwa, Aftabuzzaman: মূল লেখাটি যে পাবলিক ডোমেন তা কিভাবে প্রতিষ্ঠিত হল? এটি আমেরিকায় প্রকাশিত; যদি পাবলিক ডোমেন হত, তবে ইংরেজি উইকিসংকলনে থাকতে পারত; তা না হওয়াতেই কানাডার Wikilivres-এ আছে (সেটাই রীতি)। ভারতে প্রকাশিত নয়, এই সাইটের সার্ভারও আমেরিকায়। কাজেই কিসের ভিত্তিতে লেখাটা পাবলিক ডোমেন হিসাবে বিবেচিত হচ্ছে? উইকিসংকলন:অনুবাদ অনুসারে A scan supported original language work must be present on the appropriate language wiki, where the original language version is complete at least as far as the English translation. An inter-wiki link to the original language work must be present on the English translation. ফলে মূল লেখা ইংরেজি উইকিসংকলনে না থাকলে অনুবাদ এখানে কিভাবে থাকতে পারে? Hrishikes (আলাপ) ০৬:৩৫, ২৬ মে ২০১৭ (ইউটিসি)
A note about a future change
Hi everyone. Some of you have already noticed this in m:Tech News as it's been already mentioned twice, but I wanted to flag again that because of an upcoming change, there's some code that may need to be fixed on this wiki:
- Markup that looks like code for language variants might need to be fixed. Tech News wrote about this last week. If
-{
is used in transclusions or web addresses it has to be escaped appropriately. You can use-<nowiki/>{
for transclusions and%2D{
in web addresses. This is because of some code fixes to the preprocessor and affects all wikis. You can now see the full list of wikis with this problem and help fix them to avoid that things break later this month. You might find false positives. You can read more about what to fix. [১][২]
You can find the list of the pages you'll want to check in a table on mw.org. In most cases those are false positives (I have looked at some of those pages and looks like there are just several cases of bad OCR), and you only really need to fix as explained on mw.org when the "defective" syntax is inside a template or a wikilink, basically. When you have completed the checks, please edit the Notes field of the table accordingly! If you have questions, please reach the team on the talk page. Hope this helps, and thanks for your attention and your help, --Elitre (WMF) (আলাপ) ১০:৩৮, ১৬ মে ২০১৭ (ইউটিসি)
RevisionSlider
উইকিমিডিয়া ফাউন্ডেশনের মূল ও কার্যকরী কৌশলী দল প্রথম পর্বের আলোচনা থেকে প্রাপ্ত ১৮০০-এর বেশি থিমেটিক মন্তব্য পর্যালোচনা করে সেগুলোর প্রতিবেদন প্রকাশ করেছে। তারা এই আলোচনাগুলো থেকে ৫টি থিম নির্ধারণ করেছেন যেগুলো প্রায় সব সম্প্রদায়ের আলোচনাতেই উঠে এসেছে। এগুলো সর্বশেষ কৌশলী থিম মন্তব্য নয় তবে আলোচনা করার জন্য প্রধান কিছু ধারণা।
এই ৫টি থিমের উপর চলমান আলোচনায় অনলাইনে বা অফলাইনে বিতর্ক করতে আপনাকে স্বাগতম। এই পর্বের আলোচনাটি এখন থেকে জুনের ১২ তারিখ পর্যন্ত চলবে। আপনি এই ৫টির যেকোনটির উপর মতামত দিতে পারেন তবে আমরা আপনাকে আপনার জন্য সবচেয়ে উপযুক্ত থিমটির উপর মন্তব্য করতে অনুরোধ করছি।
এখানে ৫টি থিম মন্তব্য পাবেন, প্রতিটি থিমের জন্য মেটা উইকিতে আরও বিস্তারিত রয়েছে। এছাড়াও আপনি পাবেন কিভাবে প্রতিটি থিমের আলোচনা অংশ নিতে পারেন।
- স্বাস্থ্যকর, সর্বব্যাপী সম্প্রদায়
- উদ্দীপিত সময়
- একটি সত্যিকারের বৈশ্বিক আন্দোলন
- জ্ঞানের সর্বাধিক স্বীকৃত উৎস
- জ্ঞানের বাস্তুতন্ত্রে জড়িত হওয়া
মেটা উইকির আন্দোলন কৌশল পাতায় আপনি এই থিমসমূহ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন ও কিভাবে অংশগ্রহণ করবেন সেটিও জানতে পারবেন।
মিডিয়াউইকি বার্তা প্রদান সরঞ্জাম ব্যবহার করে বার্তাটি উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক প্রদান করা হয়েছে • দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন • সাহায্য২১:০৯, ১৬ মে ২০১৭ (ইউটিসি)
উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন কমিশনের পক্ষ থেকে আমরা আনন্দের সাথে জানাচ্ছি যে উইকিমিডিয়া ফাউন্ডেশনের ফান্ড ডিসেমিনেশন কমিটি ও ফান্ড ডিসেমিনেশন অববাডস পার্সনের জন্য প্রার্থীতা জমা নেওয়া হচ্ছে। দয়া করে ২০১৭ উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন প্রবেশদ্বারে উইকিমিডিয়া ফাউন্ডেশন কর্তৃক সরবরাহ করা পত্রটি পড়ুন।
ফান্ড ডিসেমিনেশন কমিটি
ফান্ড ডিসেমিনেশন কমিটি (এফডিসি) উইকিমিডিয়ার অনুদান সমূহ যোগ্য আবেদনকারীর জন্য বারদ্দ করার কাজটি করে থাকে। এই নির্বাচনে ৫টি পদে প্রার্থী নেওয়া হবে। আরও জানতে পড়ুন, এফডিসি নির্বাচন পাতা
ফান্ড ডিসেমিনেশন অমবাডসপার্সন
ফান্ড ডিসেমিনেশন অমবাডসপার্সন পুরো এফডিসি প্রক্রিয়ার উপর নজর রাখে এবং কোন নির্দিষ্ট অভিযোগ পেলে সেটি বোর্ড অব ট্রাস্টিদের হয়ে পর্যালোচনা করে বার্ষিক প্রতিবেদন প্রস্তুত করে। এই পদে একটি ফাঁকা আসনে প্রার্থী নেওয়া হবে। আরও জানতে দেখুন এফডিসি অমবাডসপার্সন নির্বাচন।
২৮শে মে (২৩:৫৯ ইউটিসি) পর্যন্ত প্রার্থীতা জমা দেওয়া যাবে।
এছাড়াও আমরা ২৮শে মে পর্যন্ত প্রার্থীদের কাছে করা বিভিন্ন প্রশ্ন গ্রহণ করবো। আপনি আপনার প্রশ্ন মেটাতে জমা দিতে পারেন। ২৮শে মে যখন প্রশ্ন জমাদান শেষ হবে তখন নির্বাচন কমিশন সব প্রশ্নগুলোকে একত্র করবে।
এই নির্বাচনের লক্ষ্য হল উইকিমিডিয়া ফাউন্ডেশনের ফান্ড ডিসেমিনেশন কমিটিতে সম্প্রদায় সদস্যদের ৫টি আসন ও অমবাডসপার্সনের একটি আসন পূর্ণ করা। নির্বাচনের ফলাফল ব্যবহার করে বোর্ড অব ট্রাস্টিগণ কমিটিতে নিয়োগ প্রদান করবেন।
এফডিসি নির্বাচন প্রক্রিয়র সময়সূচি নিচে দেওয়া হয়েছে। নিচের উল্লেখিত তারিখে শুরু হবে এবং উল্লেখিত তারিখে (ইউটিসি) শেষ হবে।
- মে ১৫ (০০:০০ ইউটিসি) – মে ২৮ (২৩:৫৯ ইউটিসি) – প্রার্থীতা জমাদান
- মে ১৫ – মে ২৮ – প্রার্থীদের কাছে প্রশ্ন করার সময়
- মে ২৯ – জুন ২ – প্রার্থীরা প্রশ্নের উত্তর দেবেন
- জুন ৩ – জুন ১১ – ভোটগ্রহণ শুরু
- জুন ১২–১৪ – ভোট চেক করা
- জুন ১৫ – নির্বাচনের ফলাফল ঘোষণার সম্ভাব্য তারিখ
এ বছরের নির্বাচন সম্পর্কে আরও তথ্য পাওয়া যাবে ২০১৭ উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন প্রবেশদ্বারে
আপনি চাইলে এই নির্বাচনের সংবাদ আপনার প্রকল্পের আলোচনাসভায় আলোচনা করতে পারেন। কোন প্রকার প্রশ্ন বা মন্তব্য মেটার নির্বচন পাতার আলাপ পাতায় করা যেতে পারে অথবা board-elections wikimedia.org ঠিকানায় নির্বাচন কমিশনকে মেইল করতে পারেন।
নির্বাচন কমিশনের পক্ষে,
ক্যাটি চ্যান, প্রধান, উইকিমিডিয়া ফাউন্ডেশন নির্বাচন কমিশন
জো সাটারল্যান্ড, কমিউনিটি অ্যাডভোকেট, উইকিমিডিয়া ফাউন্ডেশন
২১:০৬, ২৩ মে ২০১৭ (ইউটিসি)
লেখক:কাজী নজরুল ইসলাম অপসারণ?
লেখক:কাজী নজরুল ইসলাম কেন অপসারণ করা হল তা আমার বোধগম্য হল না। আমার জানা মতে উইকিসংকলনে এমন কোন নিয়ম নেই যে লেখকের লেখা এখনো কপিরাইভুক্ত থাকলে তার (লেখকের) পাতা উইকিসংকলনে যোগ করা যাবে না। আমি লেখকের পাতা ফিরিয়ে আনার অনুরোধ জানাচ্ছি। আফতাবুজ্জামান (আলাপ) ১৮:৫৮, ২৫ মে ২০১৭ (ইউটিসি)
- @Aftabuzzaman: নিয়মের জন্য এখানে দেখুন: সাহায্য:লেখকের পাতা। উইকিসংকলনে অন্তর্ভুক্ত বা অন্তর্ভুক্তিযোগ্য লেখা থাকলে তবেই লেখক পাতা থাকার নিয়ম। Hrishikes (আলাপ) ০২:১৭, ২৬ মে ২০১৭ (ইউটিসি)
- আচ্ছা। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৯, ২৬ মে ২০১৭ (ইউটিসি)
- Hrishikes তো কি দাঁড়ালো, সাহায্য:লেখকের পাতার ৩ নং মানদণ্ড অনুসারে এই লেখকের পাতা উইকিসংকলনে থাকার যোগ্য নয়? --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৪, ২৮ মে ২০১৭ (ইউটিসি)
- @Aftabuzzaman: ঐ নিয়মটা প্রশাসনের সুবিধার জন্য বানানো। নিয়ম-না-জানা ব্যবহারকারীরা যেসব লেখকের লেখকপাতা ও রচনা বার বার উইকিসংকলনে ঢোকাতে চাইবেন, এই নিয়মে সেই অতি-উল্লেখযোগ্য লেখকদের লেখকপাতা থাকতে পারে। তাতে en:Template:Copyright-until সতর্কবার্তা থাকবে, যাতে কেউ রচনা না ঢোকায়। নজরুল এই মানদণ্ডে পড়বেন বলেই আমার মনে হয় (আমার ব্যক্তিগত মত)। Hrishikes (আলাপ) ১৭:৩৩, ২৮ মে ২০১৭ (ইউটিসি)
- Hrishikes তো কি দাঁড়ালো, সাহায্য:লেখকের পাতার ৩ নং মানদণ্ড অনুসারে এই লেখকের পাতা উইকিসংকলনে থাকার যোগ্য নয়? --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০৪, ২৮ মে ২০১৭ (ইউটিসি)
- আচ্ছা। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:৩৯, ২৬ মে ২০১৭ (ইউটিসি)
লেখক পাতার আপডেট?
সম্প্রতি সাহায্য:লেখকের পাতা-র ব্যাপক আপডেট হয়েছে। ইংরেজি উইকিসংকলনে লেখক শীর্ষকের অধিকাংশ তথ্য (জন্ম-মৃত্যুসাল, ছবি, অন্য সাইটের লিংক) উইকিডাটা থেকে আসে। বাংলায় সেই ব্যবস্থা কিছুটা হয়েছে, কিন্তু জন্ম-মৃত্যুসাল নিয়ে করা হয়েছে কি? আপডেট থেকে মনে হচ্ছে করা হয়েছে। সেক্ষেত্রে যাবতীয় লেখক পাতা থেকে বট/AWB দিয়ে অপ্রয়োজনীয় প্যারামিটারগুলির দূরীকরণ, লেখক শীর্ষক প্রাক্-লোডের উপযুক্ত আপডেট, উইকিডাটায় এখানে থাকা সব লেখকের পাতা থাকা নিশ্চিত করা এবং সেগুলির প্রয়োজনীয় আপডেট করা প্রয়োজন। এই কাজগুলি না করে সাহায্য পাতা পালটে দিলে ব্যবহারকারীরা কাজ করতে গিয়ে সমস্যায় পড়বে। @Aftabuzzaman, Bodhisattwa, Jayantanth: Hrishikes (আলাপ) ১৪:০২, ২৭ মে ২০১৭ (ইউটিসি)
- Hrishikes একটু ধৈর্য ধরুন, সাহায্য:লেখকের পাতা আমার অনুবাদ করা ইচ্ছা আছে। আমি ভালভাবেই অবগত আছি কোথায় কি পরিবর্তন করতে হবে। যখন প্রয়োজন হবে তখন প্রয়োজনীয় টেমপ্লেট নিশ্চয়ই হালনাগাদ করব। --আফতাবুজ্জামান (আলাপ) ১৫:২৪, ২৭ মে ২০১৭ (ইউটিসি)
- @Aftabuzzaman: আপনি পরের কাজটা আগে করে আগের কাজটার জন্য ধৈর্য ধরতে বলছেন। সাহায্য পাতা থেকে ব্যবহারকারীরা এই মুহূর্তে সাহায্য পেয়ে থাকে, ভবিষ্যতে নয়। তাই আপনাকে অনুরোধ, দয়া করে কাজগুলি সঠিক ক্রমে করুন, সাহায্য পাতায় ভবিষ্যৎ পরিস্থিতিকে বর্তমান হিসাবে চিহ্নিত করে দয়া করে ব্যবহারকারীদের অসুবিধা ঘটাবেন না। Hrishikes (আলাপ) ১৬:২৫, ২৭ মে ২০১৭ (ইউটিসি)
- Hrishikes সামান্য বিষয় নিয়ে আমার আলোচনা লম্বা করার ইচ্ছা নেই। গত ৯০ দিনে এই সাহায্য:লেখকের পাতাটি ০ জন দেখেছেন। আমি আসলে নিশ্চিত না, আমার এই সামান্য পরিবর্তনে গত ১ দিনে আমি কতজন ব্যবহারকারীর অসুবিধা সৃষ্টি করে ফেলেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০২, ২৭ মে ২০১৭ (ইউটিসি)
- @Aftabuzzaman: সেটা হয়ত ঠিক। কেউ দেখেনি, কেউ দেখছে না, কেউ দেখবে না, তাহলে যে কোন রকম সম্পাদনা করলে অসুবিধা কোথায়? এই সংখ্যাতত্ত্বের যুক্তিটা প্রসারিত করলে বলা যায়, দুই বাংলার ইন্টারনেট ব্যবহারকারী জনসংখ্যার কত শতাংশই বা দেখে বাংলা উইকিসংকলন। কি দরকার তাহলে এই সাইটে সম্পাদনা করে? কজনই বা দেখে, তাই আমরা তো বেকারই খাটছি, তাই না? কেউ যখন দেখেনি বা দেখছেও না, তাহলে আপনার সম্পাদনা করেই বা কার কি সাহায্য হল? সাহায্য পাতাটা রেখেই বা লাভ কি? ডিলিট করে দিলেই বা কার কি অসুবিধা? এখানে আমরা সেই তত্ত্বে কাজ করি না। সংখ্যাতত্ব চালালে এই সাইটটা তো থাকারই কথা নয়। এখানে ব্যবহারকারীও অল্প, তাই অসুবিধা প্রমাণে দশজনের কোরামের দরকার নেই। একজনও যদি বলে কোন একটা সম্পাদনা অসুবিধাজনক, তাহলে সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত; সম্পাদনাটিকে "সামান্য" বলে ঘোষণা করা এবং কুযুক্তির অবতারণা (= করেছি তো কি হয়েছে, কেউ তো দেখেনি) করা উচিত নয়। Hrishikes (আলাপ) ০২:১৪, ২৮ মে ২০১৭ (ইউটিসি)
- Hrishikes সংখ্যাতত্ব কেন গণনায় ধরবেন না? ঠিকই তো, একটা জিনিস কেউ যখন দেখছেই না সেখানে খ নং কাজ ক নংয়ের আগে করার কিবা আসে যায় বিশেষ করে সেটা যখন ২-৩ দিনের ব্যবধানে ঠিক করা সম্ভব। যখন কোন অসুবিধাই নেই তাহলে এত কথা বলছেন কেন? একজনের সমস্যা বলতে যদি আপনারই সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানান আপনি কি সমস্যায় পড়েছেন? সাহায্য:লেখকের পাতার আগের ও বর্তমান সংস্করণের মধ্যে পার্থক্য হচ্ছে বর্তমান সংস্করণে বলা হয়েছে লেখকের জন্ম ও মৃত্যুর তারিখ উইকিউপাত্ত থেকে আসবে। এই একটি কথায় আপনার কি অসুবিধা হয়ে গেল? আপনি যখন দেখছেন ও বুঝতে পারছেন এই তথ্যটি এই ভুল (এই মুহুর্তে) তাহলে ঠিক করে দিচ্ছেন না কেন? --আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৫৪, ২৮ মে ২০১৭ (ইউটিসি)
- @Aftabuzzaman: এটাই আশ্চর্য যে আপনি প্রশ্ন করছেন আমি এত কথা বলছি কেন, কিন্তু এত কথার পরেও বুঝতে পারছেন না যে আমি কি বলতে চাইছি: ভুলটা ভুলই, সেটা ২-৩ দিনের ব্যবধানে ঠিক করা সম্ভব হলেই ঔচিত্য পায় না। আমি ঠিক করে দিই নি কারণ আপনি ঐ পাতায় সক্রিয় সম্পাদনা চালাচ্ছিলেন। এখন আপনি বললেন, তাই আমি একটু সম্পাদনা করেছি। আপনার বঙ্গানুবাদটা ছিল অত্যন্ত আক্ষরিক ও আড়ষ্ট, তাই আমি একটু পরিমার্জনা করেছি। লক্ষ্য করলে দেখবেন, আপনার তৃতীয় মানদণ্ডের অনুবাদটা ভুল ছিল, সঠিক অনুবাদ অনুযায়ী নজরুলের লেখক পাতা ঔচিত্য পেতে পারে। Hrishikes (আলাপ) ১৬:২৬, ২৮ মে ২০১৭ (ইউটিসি)
- Hrishikes আমি তো বুঝেছি আমার আগে টেমপ্লেটগুলি ঠিক করে সাহায্য পাতাটি ধরা উচিত ছিল। কিন্তু আপনি এই সামান্য বিষয়কে এমন বলছেন যেন এই ভুলে আমি শত শত ব্যবহারকারী কাজে সমস্যায় সৃষ্টি করেছি, উইকিসংকলনের বিরাট ক্ষতি করে ফেলেছি, উইকিসংকলন অচল করে দিয়েছি (আপনার মন্তব্য দেখে তাই মনে হল), এটিকে আমার অতি গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত ছিল। যখন আপনি দেখলেন ওখানে লেখা ছিল জন্ম ও মৃত্যুর তারিখ উইকিউপাত্ত থেকে আসবে তখন যদি আপনি ঠিক করে দিতেন তাহলে এই আলোচনার শুরু করার দরকারই ছিল না। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০০, ২৮ মে ২০১৭ (ইউটিসি)
- @Aftabuzzaman: এটাই আশ্চর্য যে আপনি প্রশ্ন করছেন আমি এত কথা বলছি কেন, কিন্তু এত কথার পরেও বুঝতে পারছেন না যে আমি কি বলতে চাইছি: ভুলটা ভুলই, সেটা ২-৩ দিনের ব্যবধানে ঠিক করা সম্ভব হলেই ঔচিত্য পায় না। আমি ঠিক করে দিই নি কারণ আপনি ঐ পাতায় সক্রিয় সম্পাদনা চালাচ্ছিলেন। এখন আপনি বললেন, তাই আমি একটু সম্পাদনা করেছি। আপনার বঙ্গানুবাদটা ছিল অত্যন্ত আক্ষরিক ও আড়ষ্ট, তাই আমি একটু পরিমার্জনা করেছি। লক্ষ্য করলে দেখবেন, আপনার তৃতীয় মানদণ্ডের অনুবাদটা ভুল ছিল, সঠিক অনুবাদ অনুযায়ী নজরুলের লেখক পাতা ঔচিত্য পেতে পারে। Hrishikes (আলাপ) ১৬:২৬, ২৮ মে ২০১৭ (ইউটিসি)
- Hrishikes সংখ্যাতত্ব কেন গণনায় ধরবেন না? ঠিকই তো, একটা জিনিস কেউ যখন দেখছেই না সেখানে খ নং কাজ ক নংয়ের আগে করার কিবা আসে যায় বিশেষ করে সেটা যখন ২-৩ দিনের ব্যবধানে ঠিক করা সম্ভব। যখন কোন অসুবিধাই নেই তাহলে এত কথা বলছেন কেন? একজনের সমস্যা বলতে যদি আপনারই সমস্যা হয়ে থাকে তাহলে আমাকে জানান আপনি কি সমস্যায় পড়েছেন? সাহায্য:লেখকের পাতার আগের ও বর্তমান সংস্করণের মধ্যে পার্থক্য হচ্ছে বর্তমান সংস্করণে বলা হয়েছে লেখকের জন্ম ও মৃত্যুর তারিখ উইকিউপাত্ত থেকে আসবে। এই একটি কথায় আপনার কি অসুবিধা হয়ে গেল? আপনি যখন দেখছেন ও বুঝতে পারছেন এই তথ্যটি এই ভুল (এই মুহুর্তে) তাহলে ঠিক করে দিচ্ছেন না কেন? --আফতাবুজ্জামান (আলাপ) ১৩:৫৪, ২৮ মে ২০১৭ (ইউটিসি)
- @Aftabuzzaman: সেটা হয়ত ঠিক। কেউ দেখেনি, কেউ দেখছে না, কেউ দেখবে না, তাহলে যে কোন রকম সম্পাদনা করলে অসুবিধা কোথায়? এই সংখ্যাতত্ত্বের যুক্তিটা প্রসারিত করলে বলা যায়, দুই বাংলার ইন্টারনেট ব্যবহারকারী জনসংখ্যার কত শতাংশই বা দেখে বাংলা উইকিসংকলন। কি দরকার তাহলে এই সাইটে সম্পাদনা করে? কজনই বা দেখে, তাই আমরা তো বেকারই খাটছি, তাই না? কেউ যখন দেখেনি বা দেখছেও না, তাহলে আপনার সম্পাদনা করেই বা কার কি সাহায্য হল? সাহায্য পাতাটা রেখেই বা লাভ কি? ডিলিট করে দিলেই বা কার কি অসুবিধা? এখানে আমরা সেই তত্ত্বে কাজ করি না। সংখ্যাতত্ব চালালে এই সাইটটা তো থাকারই কথা নয়। এখানে ব্যবহারকারীও অল্প, তাই অসুবিধা প্রমাণে দশজনের কোরামের দরকার নেই। একজনও যদি বলে কোন একটা সম্পাদনা অসুবিধাজনক, তাহলে সেটাকে গুরুত্ব দিয়ে বিবেচনা করা উচিত; সম্পাদনাটিকে "সামান্য" বলে ঘোষণা করা এবং কুযুক্তির অবতারণা (= করেছি তো কি হয়েছে, কেউ তো দেখেনি) করা উচিত নয়। Hrishikes (আলাপ) ০২:১৪, ২৮ মে ২০১৭ (ইউটিসি)
- Hrishikes সামান্য বিষয় নিয়ে আমার আলোচনা লম্বা করার ইচ্ছা নেই। গত ৯০ দিনে এই সাহায্য:লেখকের পাতাটি ০ জন দেখেছেন। আমি আসলে নিশ্চিত না, আমার এই সামান্য পরিবর্তনে গত ১ দিনে আমি কতজন ব্যবহারকারীর অসুবিধা সৃষ্টি করে ফেলেছি। --আফতাবুজ্জামান (আলাপ) ১৭:০২, ২৭ মে ২০১৭ (ইউটিসি)
- @Aftabuzzaman: আপনি পরের কাজটা আগে করে আগের কাজটার জন্য ধৈর্য ধরতে বলছেন। সাহায্য পাতা থেকে ব্যবহারকারীরা এই মুহূর্তে সাহায্য পেয়ে থাকে, ভবিষ্যতে নয়। তাই আপনাকে অনুরোধ, দয়া করে কাজগুলি সঠিক ক্রমে করুন, সাহায্য পাতায় ভবিষ্যৎ পরিস্থিতিকে বর্তমান হিসাবে চিহ্নিত করে দয়া করে ব্যবহারকারীদের অসুবিধা ঘটাবেন না। Hrishikes (আলাপ) ১৬:২৫, ২৭ মে ২০১৭ (ইউটিসি)
প্রশাসকদের সরাসরি বৈধকরণের অতিরিক্ত ক্ষমতা
সুধী, সম্প্রতি উইকিসংকলনের প্রশাসকদের অতিরিক্ত ক্ষমতা প্রদান করা হয়েছে, যেখানে প্রশাসকরা চাইলে মুদ্রণ সংশোধন হয়নি এমন পাতাকে সরাসরি বৈধকরণ করতে পারেন। এই ধরণের ক্ষমতা ১-২ জন সক্রিয় ব্যবহারকারী যুক্ত ছোট উইকিসংকলনের ক্ষেত্রে আলোচনা সাপেক্ষে কার্যকরী হলেও মাঝারি বা বড় উইকিসংকলনের ক্ষেত্রে কার্যকরী করা উচিত নয় বলে আমার ব্যক্তিগত মতামত। যেহেতু প্রত্যেক পাতা আমরা অন্ততঃ দুইজন ভিন্ন ব্যক্তি দ্বারা যাচাই করে তবেই বৈধকরণ করে থাকি, সেক্ষেত্রে এই অতিরিক্ত ক্ষমতা সেই কর্মপন্থাকে বিনষ্ট করে। প্রশাসকদের ক্ষেত্রেও এত উচ্চ ক্ষমতা দেওয়া উচিত নয় বলে মনে করি, কারণ এতে ক্ষমতার অপব্যবহার বেরে যাওয়ার সম্ভাবনা থাকে। আমার প্রস্তাবনা -
- বাংলা উইকিসংকলন থেকে প্রশাসকদের এই ক্ষমতা সরিয়ে দেওয়া হোক।
- এই ধরণের ক্ষমতা যদি দিতেই হয়, তবে তার জন্য একটি নতুন দল তৈরি করা হোক। কোন ব্যবহারকারীকে কোন প্রশাসক এই ক্ষমতা দিতে পারবে না। সম্প্রদায়ের আলোচনা ও ঐক্যমত্য সাপেক্ষে বিশেষ পরিস্থিতিতে নির্দিষ্ট সময়ের জন্য বৈশ্বিক প্রশাসক বা স্টুয়ার্ডরা দিতে পারবে। অনির্দিষ্টকালের জন্য এই ক্ষমতা কাউকে দেওয়া হবে না।
সকলের সুচিন্তিত মতামত কামনা করি। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:১৫, ৯ জুন ২০১৭ (ইউটিসি)
- সমর্থন আমার মতে এই ক্ষমতাটা থাকা উচিত নয়। Hrishikes (আলাপ) ১৬:০৮, ৯ জুন ২০১৭ (ইউটিসি)
- সমর্থন মাহির২৫৬ (আলাপ) ১৬:৫৯, ৯ জুন ২০১৭ (ইউটিসি)
মন্তব্য - ইংরেজি উইকিসংকলনে এই বিষয়ে আলোচনা লক্ষ্যণীয়। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৪:৪১, ১০ জুন ২০১৭ (ইউটিসি)
বিরোধিতা: এই বৈধকরণের অতিরিক্ত ক্ষমতা প্রশাসকদের একটি অনেক ক্ষমতার মধ্যে একটি। এটি ProofreadPage এর একটি অংশ। এটা দিয়ে সিস্টেমের কোনো ক্ষতি হবে না। মাঝারি বা বড় উইকিসংকলনের ক্ষেত্রে কার্যকরী করা উচিত নয় একান্তই ব্যক্তিগত মত। কারন যদি তাই হত, তাহলে তো ফ্রেঞ্চ ও ইন্রেজি সংকলনের ক্ষেত্রে এটা করা হত না। প্রশশকদের অনেক দায়িত্ববান ও আস্থা রাখা হয়। এই প্রস্তাবনা ( ক্ষমতার অপব্যবহার বেরে যাওয়ার সম্ভাবনা থাকে। )পড়ে মনে হচ্ছে, উইকিমিডিয়া জগতে সকল প্রশাকদের উপর আস্থার রাখা হচ্ছে না, বা তাদের সন্দেহের চোখে দেখা শুরু হয়েছে। এই ধরনের মানসিকতা উইকির প্রথম যুগে ছিল, প্রশাসক করলে যদি ক্ষমতার অপব্যবহার করে নিবন্ধ ডিলিট করেদেন? তাই নতুন প্রশাসক করা হত না। সেই মানসিকতা থেকে আমরা অনেক দুরে চলে এসেছি। আর এখানে আলচনা করে কোনো লাভ নেই। কারন এখানের মতামতের উপর এই টুলের থাকা বা বন্ধ হওয়া নির্ভর করবে না। প্রত্যেক পাতা আমরা অন্ততঃ দুইজন ভিন্ন ব্যক্তি দ্বারা যাচাই করে তবেই বৈধকরণ করে থাকি ব্যাপারটা এই টুল সক্রিয় থাকলেও থাকবে, কারন প্রশাসক রা প্রুফরিড বা ভ্যালিডেট যে কোনো একটি করতে পারবেন। প্রশাসক নিশ্চিত হলে ভ্যালিডেট করবেন, না হলে দ্বিতীয় ব্যক্তির জন্য প্রুফরিড করে ছেড়ে দেবেন। এটা জানা দরকার উইকি ব্যাবস্থাতে কোনো কিছুইতেই কিছু ক্ষতি হয় না, যে কোন ভুল কাজ ফিরিয়ে আনা যায়। তাই এইটা নিয়ে এতো প্যানিক করার কোনো কারন দেখি না।Jayantanth (আলাপ) ১৫:০৫, ১০ জুন ২০১৭ (ইউটিসি)
উপপাতা
সুধী, বাম পাশের স্তম্ভে একটি লিঙ্ক থেকে যে কোন মূল নামস্থান পাতার উপপাতাসমূহ পাওয়া যাবে। এই বৈশিষ্ট্য সক্রিয় করতে আপনার পছন্দসমূহে গ্যাজেট অংশে উপপাতা বৈশিষ্ট্যটি ক্লিক করুন। ধন্যবাদ -- বোধিসত্ত্ব (আলাপ) ২৩:২৩, ১৮ জুন ২০১৭ (ইউটিসি)
কলকাতায় উইকিমিডিয়া আন্দোলনের কৌশল আলোচনা
সুধী,
উইকিমিডিয়া ফাউণ্ডেশন মুভমেন্ট স্ট্র্যাটেজির ওপর আলোচনা করার একটা প্রস্তাব জানিয়েছিল। ভারতের কিছু স্থানে এইটি হচ্ছে বা হবে আশা রাখি। কলকাতায় একটি আলোচনা স্ট্র্যাটেজি হ'লে ভালো। কিন্তু সমস্যা ছিল এই যে আবেদন করার শেষ দিন পেরিয়ে গেছিল। এ'ক্ষেত্রে আমরা রবি এবং জনের সাথে কথা বলেছি, এবং প্রাথমিক ভাবে পজিটিভ রিপ্লাই পেয়েছি। আমরা এইটি করতে ইচ্ছুক। দিন কয়েক আগে পশ্চিম বাংলা মেইলিং লিস্টে পোস্ট করা হয়েছিল। অল্প কিছু রিপ্লাই পেয়েছি।
আমাদের তিনটি বিষয় মাথায় রাখতে হবে।
- প্রথমতঃ, আমাদের দিন এবং স্থান ঠিক করতে হবে।
- দ্বিতীয়তঃ আমাদের আলোচনার বিষয় বস্তু ঠিক করতে হবে।
- অন্ততঃ, আমাদের সুনিষ্ঠভাবে দায়িত্ব বন্টন করতে হবে।
৩ নম্বর দিয়ে শুর করি। কয়েকটা বিষয় গুরুত্বপূর্ণ,
- কে বা কারা ইভেন্ট প্ল্যানিং-এর দায়িত্বে থাকবেন?
- মেটা পেজ, এবং গ্র্যান্টের এপ্লাই কারা করবেন?
- ফান্ড ম্যানেজমেন্ট কে বা করবেন?
- স্থানীয় আয়োজক হিসেবে কে থাকবেন?
- রিপোর্টিং-এর দায়িত্বে কারা থাকবেন? [এ'টি গুরুত্বপূর্ণ]
আপনি কোন কোন দলে থাকতে ইচ্ছুক, বা মনে করেন কে কোনো দলে ভালো কাজ করতে পারেন, জানান। মনে রাখুন এক বিভাগে একাধিক ব্যক্তি কাম্য, এবং একজন একাধিক বিভাগে থাকতে পারেন। আমি মেটা পেজ ম্যনেজমেন্ট, ইভেন্ট প্ল্যানিং দলে (একক ভাবে নয়), এবং রিপোর্টিং বিভাগে থাকতে পারি। আমি ফান্ড ম্যানেজমেন্টে থাকবো না।
২ নম্বর- আলোচনার বিষয়বস্তু, এতে বিস্তারিত আলোচনার প্রয়োজন। আশা করি ২ তারিখের স্থানীয় কলকাতার মিট-আপে আলোচনা হবে।
১ নম্বর- দিন এবং স্থান- স্থান বোধ হয় কলকাতারই কোথাও হবে। প্রারম্ভিক ভাবে প্রস্তাব, অগাস্ট মাসের প্রথম বা তৃতীয় সপ্তাহান্তের (মানে ৫, ৬, ১২, ১৩ অগাস্ট) এক বা দুই দিনে (এক বা দুই দিন কোনটি হবে, সেইটি আলোচনা সাপেক্ষ) অনুষ্ঠান হবে।
অনুগ্রহপূর্বক মতামত জানান। ধন্যবাদান্তে, --Titodutta (আলাপ) ১২:৩৫, ২৮ জুন ২০১৭ (ইউটিসি)
- @Titodutta:, সমর্থন খুবই ভালো উদ্যোগ। আগস্ট মাসের ৬ তারিখ করা যেতে পারে। আমি ইভেন্ট ম্যানেজমেন্টে তোমাকে সাহায্য করতে পারি। বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৪২, ২৮ জুন ২০১৭ (ইউটিসি)
- ধন্যবাদ বোধি,
আপডেট ১
নমস্কার,
এত অবধি যে সকল ধারনা তথা অভিমত পেয়েছি, তাতে বোধ করি-
- অনুষ্ঠানটি হচ্ছে, এবং দিন হচ্ছে ৬ অগাস্ট ২০১৭ রবিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যে ৬ টা (যদি এই দিন আপনার অসুবিধা হয়, বিশেষানুগ্রহপূর্বক ২ জুলাই মধ্যাহ্নের মধ্যে জানান। অতঃপর গ্র্যান্ট আদি কাজ শুরু করতে হবে।)
- কর্মসূচী নিয়ে ২ তারিখের আলোচনাসভায় প্রণিধান করা হবে ।
- স্থান নিয়ে ২ তারিখের পর থেকে প্রচেষ্টা শুরু হবে। কলকাতা শহরেই হবে।
- গ্র্যান্ট জুলাই মাসের ৩ তারিখ থেকে ৫ তারিখের মধ্যে আবেদিত হবে। এ'মতাবস্থায় ঠিক রয়েছে অনন্যা ফাণ্ড রক্ষণ তথা বন্টন করবেন। আপনি যদি দায়িত্ব নিতে জানান শীঘ্র জানান।
- অনুষ্ঠান পরিকল্পনাতে বোধি, সুমিত সুরাই সবিশেষ আগ্রহ দেখিয়েছেন। আপনার অংশগ্রহণ একান্ত কাম্য। অনুগ্রহপূর্বক ব্যক্ত করুন আপনি কোন কোন দলে (পূর্বোল্লিখিত) সহায়তা করতে পারেন। --Titodutta (আলাপ) ০৫:২৬, ৩০ জুন ২০১৭ (ইউটিসি)
- @Titodutta:বাংলাদেশ থেকে কি অংশগ্রহণ করা যাবে? Tameem Mahmud 007 (আলাপ) ১০:১৬, ৩০ জুন ২০১৭ (ইউটিসি)
- @Tameem Mahmud 007:, বাংলাদেশ থেকে অংশগ্রহণ করলে অবশ্যই স্বাগতম, কিন্তু অংশগ্রহণের জন্য ভিসা সংক্রান্ত সাহায্য বা স্কলারশিপের ব্যবস্থা করা সম্ভব হবে না। আপনাকে নিজ দায়িত্বে ও খরচেই আসতে হবে। তবে আশা করি, বাংলাদেশেও এই ধরণের কৌশলগত আলোচনা হচ্ছে, সবচেয়ে ভালো বলতে পারবেন @NahidSultan:। ওনাকে একবার জিজ্ঞেস করে দেখতে পারেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:০০, ৩০ জুন ২০১৭ (ইউটিসি)
- আচ্ছা ধ্যন্যবাদ। Tameem Mahmud 007 (আলাপ) ১২:৩১, ৩০ জুন ২০১৭ (ইউটিসি)
- গত তিন মাসে বেশ কয়েকটি মিটআপ ও অনলাইন মিটিং-এ বাংলাদেশে আমরা এই আলোচনা করেছি। এখন যেহেতু আলোচনার তৃতীয় পর্ব শুরু হয়েছে সেহেতু এই পর্বেও সামনে কিছুদিনের মধ্যে একটি উইকিমিটআপের মাধ্যমে তৃতীয় পর্ব নিয়ে আমরা বাংলাদেশে আলোচনা করবো।--যুদ্ধমন্ত্রী (আলাপ) ২০:৪৩, ১ জুলাই ২০১৭ (ইউটিসি)
- আচ্ছা ধ্যন্যবাদ। Tameem Mahmud 007 (আলাপ) ১২:৩১, ৩০ জুন ২০১৭ (ইউটিসি)
- @Tameem Mahmud 007:, বাংলাদেশ থেকে অংশগ্রহণ করলে অবশ্যই স্বাগতম, কিন্তু অংশগ্রহণের জন্য ভিসা সংক্রান্ত সাহায্য বা স্কলারশিপের ব্যবস্থা করা সম্ভব হবে না। আপনাকে নিজ দায়িত্বে ও খরচেই আসতে হবে। তবে আশা করি, বাংলাদেশেও এই ধরণের কৌশলগত আলোচনা হচ্ছে, সবচেয়ে ভালো বলতে পারবেন @NahidSultan:। ওনাকে একবার জিজ্ঞেস করে দেখতে পারেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১২:০০, ৩০ জুন ২০১৭ (ইউটিসি)
আপডেট
নমস্কার,
উইকিমিডিয়া স্ট্র্যাটেজি মিটিং (পশ্চিমবঙ্গ) যা সম্পর্কে আমরা পূর্বে আলোচনা করেছি, আগামী ৬ অগাস্ট ২০১৭ তারিখে কলকাতার বিধান নগর/সল্ট লেক-স্থিত এন এউ জে এস (West Bengal National University of Juridical Sciences, No.12, LB Block, Sector III, Salt Lake City, Kolkata, West Bengal 700098) এ অনুষ্ঠিত হবে। কার্যক্রম সকাল ১০ ঘটিকায় শুরু হবে এবং ৫ ঘটিকা অবধি চলবে। দ্বিপ্রহরীয় আহারাদির ব্যবস্থা করা হবে।
উল্লেখ্য, বোধ করি স্ট্র্যাটেজি মিটিং ২:৩০ ঘটিকা অবধি সুসম্পন্ন হবে। এর পরের দুই আড়াই ঘণ্টা সময় পশ্চিমবঙ্গ উইকিমিডিয়া প্রকল্পের বিভিন্ন বিষয় সম্পর্কে আলোচনা হবে। এই সময় যে সকল বিষয়ে আলোচনা হবে সে বিষয়ে জয়ন্তনাথ, বোধি প্রমুখকে আলোকপাত করতে অনুরোধ করি।
অনুষ্ঠান তথ্য জানুন এবং অংশগ্রহন নথিবদ্ধ করুন এখানে।
সাইকেল ৩ সম্পর্কে জানুন এখানে।
প্রুফরিডিং প্রতিযোগিতা সম্পর্কে
প্রতিযোগিদের অনেকেই নামমাত্র মুদ্রণ করেই {মুদ্রণ সংশোধন করা হয়েছে} বলে চালিয়ে দিচ্ছে। বানান এবং যাবতীয় ভুল ত্রুটি সংশোধন করছে না। যদি এভাবে চলতে থাকে তাহলে প্রতিযোগিতা শেষে কিছু অপঠনযগ্য বই ছাড়া কিছুই পাওয়া যাবে না। এ সকল প্রতিযোগিদের বিরুদ্ধে নিয়মানুসারে ব্যবস্থা গ্রহন করা হোক। সকলের এ বিষয়ে মতামত আশা করছি। Tameem Mahmud 007 (আলাপ) ১৭:১৫, ২৮ জুন ২০১৭ (ইউটিসি)
- @Tameem Mahmud 007:, দয়া করে সেইরকম সম্পাদনা চিহ্নিত করে উল্লেখ করলে সংগঠকদের সুবিধা হয়। এরকম সম্পাদনার ক্ষেত্রে পূর্বেও ব্যবস্থা নেওয়া হয়েছে। ধন্যবাদ -- বোধিসত্ত্ব (আলাপ) ০৪:৪৪, ২৯ জুন ২০১৭ (ইউটিসি)
ক্যাটালগ
সুধী, বেশ কিছুদিন ধরে উইকিসংকলন গ্রন্থাগারের স্বয়ংক্রিয় ক্যাটালগ সিস্টেম বানানোর কাজ করছি, যার মূল কাঠামো বর্তমানে অনেকটাই তৈরি হয়ে গেছে। এই ক্যাটালগ সিস্টেম বিভিন্ন বিষয়শ্রেণীর ওপর ভিত্তি করে নির্মিত। পূর্বে এই বিষয়শ্রেণীগুলিতে ম্যানুয়ালি তথ্য দিতে হত, যা এখন আর আলাদা করে দিতে হয় না। এখন লেখক পাতা, লেখা বা নির্ঘণ্টে ঠিকমত মেটাডাটা বসালেই সেগুলি স্বয়ংক্রিয় ভাবে বিভিন্ন বিষয়শ্রেণীতে সাজিয়ে ফেলে। ক্যাটালগ সিস্টেমটি নীচে দিলাম। এটিকে কি ভাবে আরও উন্নত করা যায় তা সম্পর্কে সকলের মতামত কাম্য। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:২৬, ২ জুলাই ২০১৭ (ইউটিসি)
হেডার ও ফুটার
সুধী, বর্তমানে কোন পাতার হেডার ও ফুটার অংশ দেখতে হলে পছন্দসমূহে গিয়ে সম্পাদনা অংশে গিয়ে হেডার ও ফুটার সক্রিয় করতে হয়। নতুন ব্যবহারকারীরা এই প্রক্রিয়াটি বেশির ভাগ সময় জানেন না বলে মুদ্রণ সংশোধনের সময় ত্রুটি দেখা দেয়। তাই যাতে হেডার ও ফুটার প্রথম থেকেই দেখা যায়, সেই রকম ব্যবস্থা করতে চাইছি। এই বিষয়ে সকলের মতামত কাম্য। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৩:৪৯, ৩ জুলাই ২০১৭ (ইউটিসি)
- সমর্থন -- এটা ডিফল্ট নেই নাকি? না থাকলে অবশ্যই করে দেওয়া উচিত। Hrishikes (আলাপ) ০৪:৫১, ৩ জুলাই ২০১৭ (ইউটিসি)
- অবশ্যই সমর্থন মাহির২৫৬ (আলাপ) ০৫:০৮, ৩ জুলাই ২০১৭ (ইউটিসি)
- করা হয়েছে -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:২৭, ২৪ জুলাই ২০১৭ (ইউটিসি)
উইকিসংকলনে হাগল সক্রিয়করণ
সুধী, উইকিসংকলনে হাগল সক্রিয়করণের জন্য ফ্যাব্রিকেটরে রিপোর্ট করা হয়েছে। এর সাহায্যে সম্পাদনাগুলিকে সহজে পর্যালোচনা করা সম্ভব হবে, অবাঞ্ছিত সম্পাদনা দ্রুত চিহ্নিত ও পূর্বাবস্থায় ফেরত আনা সম্ভব হবে। বিশদে জানতে এই পাতা দেখুন। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:১৬, ৩ জুলাই ২০১৭ (ইউটিসি)
নির্ঘণ্ট পাতায় একাধিক লেখক
সুধী, কোন বইয়ে একটি মাত্র স্থানে একাধিক লেখক বা অনুবাদক বা সম্পাদক থাকলে নির্ঘণ্ট পাতায় স্থান দিতে সমস্যা তৈরি হচ্ছিল, এতে মেটাডাটা ও ক্যাটালগ বিষয়শ্রেণী তৈরিতেও সমস্যা হচ্ছিল। এখন থেকে নির্ঘণ্ট পাতায় ৩ জন লেখক, ৩ জন অনুবাদক ও ৩ জন সম্পাদকের জন্য আলাদা জায়গা তৈরি করা হল। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৪:৩১, ৪ জুলাই ২০১৭ (ইউটিসি)
গ্রন্থাগার শ্রেণীকরণ ( Library Classification)
বাংলায় গ্রন্থাগার বিদ্যার বইয়ের শ্রেণীকরণের উপর কোনও নির্দেশিকা নেই, বা থাকলেও আমার জানা নেই। আপনাদের কারুর কি কিছু জানা আছে? ইংরেজি ও অন্যানা উইকিগুলি Library of Congress Classification ফলো করে। যেটা আমি এখানে প্রবেশদ্বার:নির্ঘণ্ট, কপি করেছিলাম মাত্র। আমাদের একটি মান সন্মত শ্রেণীকরণ তোইরই করা দরকার। আমি একটি পেয়েছি, West Bengal Public Library Network তে যেখানে তারা কিছুটা Library of Congress Classification কে ফলো করেছে মাত্র। অনেকটা নিচের মত ।
- 000 Generalities সাধারণ বিষয়
- * 0.1 Dictionaries অভিধান
- * 0.25 Library and Information Science
- * 0.2 Encyclopedias বিশ্বকোষ
- * 0.3 Journalism (Mass Media) গনমাধ্যম
- * 0.4 Serial Publication সাময়িক পত্রপত্রিকা
- * 0.5 Bibliography
- 100 Philosophy & Psychology দর্শনশাস্ত্র ও মনোবিজ্ঞান
- * 1.1 Philosophy দর্শনশাস্ত্র
- * 1.2 Metaphysics অধিবিদ্যা
- * 1.3 Paranormal Phenomena অলৌকিক ঘটনা
- * 1.4 Parapsychology পরামনোবিদ্যা
- * 1.5 Astrology জ্যোতিষশাস্ত্র
- * 1.6 Spiritualism আধ্যাত্মবাদ
- * 1.7 Naturalism স্বভাববাদ
- * 1.8 Materialism বস্তুবাদ
- * 1.91 Dialectical Materialism দ্বন্দ্বমূলক বস্তুবাদ
- * 1.92 Psychology মনোবিজ্ঞান
- * 1.93 Logic যুক্তিবিদ্যা
- * 1.94 Oriental Philosophy প্রাচ্য দর্শন
- * 1.95 Indian philosophy ভারতীয় দর্শন
- * 1.96 Western Philosophy পাশ্চাত্য দর্শন
- 200 Religion ধর্ম
- * 2.1 Christianity খ্রীষ্ট ধর্ম
- * 2.2 Bible বাইবেল
- * 2.3 Hinduism হিন্দুধর্ম
- * 2.4 Gita গীতা
- * 2.5 Mahabharata মহাভারত
- * 2.6 Purana পুরাণ
- * 2.7 Ramayana রামায়ন
- * 2.8 Upanishada উপনিষদ
- * 2.91 Veda বেদ
- * 2.92 Sikhism শিখধর্ম
- * 2.93 Buddhism বৌদ্ধধর্ম
- * 2.94 বৌদ্ধ ধর্মগ্রন্থ
- * 2.95 Jainism জৈনধর্ম
- * 2.96 জৈন ধর্মগ্রন্থ
- * 2.97 Islam ইসলাম ধর্ম
- * 2.98 Koran কোরান
- * 2.991 Other Religion অন্যান্য ধর্ম
- 300 Social Sciences সমাজ বিজ্ঞান
- * 3.1 Sociology সমাজতত্ব
- * 3.2 Social Interaction সামাজিক ভাব বিনিময়
- * 3.3 Social Groups সামাজিক জনগোষ্ঠী
- * 3.4 Statistics পরিসংখ্যান
- * 3.5 Political Science রাষ্ট্রবিজ্ঞান
- * 3.6 Economics অর্থনীতি
- * 3.7 Law আইন
- * 3.8 Public Administration জন প্রশাসন
- * 3.91 Social problems সামাজিক সমস্যা
- * 3.92 Education শিক্ষা
- * 3.93 Commerce ব্যবসা বানিজ্য
- * 3.94 Communications যোগাযোগ ব্যবস্থা
- * 3.95 Customs, Folklore সামাজিক প্রথা, লোকসাহিত্য
- 400 Language ভাষা
- * 4.1 Linguistics ভাষাবিজ্ঞান
- * 4.2 English Language ইংরাজি ভাষা
- * 4.3 Bengali language বাংলা ভাষা
- * 4.4 Hindi Language হিন্দি ভাষা
- * 4.5 Other Language অন্যান্য ভাষা
- 500 Natural Sciences & Mathematics প্রাকৃতিক বিজ্ঞান ও গণিতশাস্ত্র
- * 5.1 Natural Science প্রাকৃতিক বিজ্ঞান
- * 5.2 Mathematics গণিতশাস্ত্র
- * 5.3 Astronomy জ্যোতির্বিজ্ঞান
- * 5.4 Physics পদার্থবিজ্ঞান
- * 5.5 Chemistry রসায়ন
- * 5.6 Eearth Science ভূ-বিজ্ঞান
- * 5.7 Life Science জীবন বিজ্ঞান
- * 5.8 Botany উদ্ভিদ বিজ্ঞান
- * 5.91 Zoology প্রাণীবিজ্ঞান
- 600 Engineering প্রযুক্তিবিদ্যা
- * 6.0 Technology প্রযুক্তি
- * 6.1 Medical Science চিকিৎসা বিজ্ঞান
- * 6.2 Engineering কারিগরিবিদ্যা
- * 6.3 Agriculture কৃষিবিজ্ঞান
- * 6.4 Home Science গার্হস্থ্যবিদ্যা
- * 6.5 Management ব্যবস্থাপনা
- * 6.6 Chemical Engineering রাসায়নিক কারিগরিবিদ্যা
- * 6.7 Manufacturing শিল্পোৎপাদন
- * 6.8 Manufacturing for Specific Use নির্মানশিল্প
- * 6.91 Building গৃহনির্মান
- 700 Arts শিল্পকলা
- * 7.1 Arts শিল্পকলা
- * 7.2 Fine Atrs ললিতকলা
- * 7.3 Architecture স্থাপত্যশিল্প
- * 7.4 Sculpture ভাষ্কর্য্য
- * 7.5 Drawing and Decorative Arts অঙ্কনশিল্প
- * 7.6 Paintings চিত্রাঙ্কন
- * 7.7 Photography আলোকচিত্র
- * 7.8 Music সঙ্গীত
- * 7.91 Recreational Arts বিনোদন
- 800 Literature and Rhetoric সাহিত্য ও অলঙ্কারশাস্ত্র
- * 8.1 Rhetoric Collection সাহিত্য ও অলঙ্কারশাস্ত্র সংকলন
- * 8.92 Bengali Literatureবাংলা সাহিত্য
- * 8.93 Bengali Poetry বাংলা কবিতা ও কাব্য
- * 8.94 Bengali Drama বাংলা নাটক ও নাট্যসাহিত্য
- * 8.95 Bengali Fiction বাংলা গল্প ও উপন্যাস
- * 8.96 Bengali Essay বাংলা গদ্যসাহিত্য ও প্রবন্ধ
- * 8.97 Bengali Satire and Humour বাংলা রম্যরচনা
- * 8.98 Bengali Translation Work বাংলা অনুবাদ সাহিত্য
- * 8.991 Bengali Letters বাংলা পত্রসাহিত্য
- * 8.992 Sanskrit Literature সংস্কৃত সাহিত্য
- * 8.993 Other Literature অন্যান্য সাহিত্য
- 900 Geography, Travel and History ভুগোল, ভ্রমণবৃত্তান্ত ও ইতিহাস
- * 9.1 Geography and Travelভুগোল ও ভ্রমণ
- * 9.2 Biography জীবনী
- * 9.3 History ইতিহাস
- * 9.4 Ancient World History প্রাচীন বিশ্বের ইতিহাস
- * 9.5 India ভারত
- * 9.6 China চীন
- * 9.7 Egypt মিশর
- * 9.8 Europe ইউরোপ
- * 9.91 Greece গ্রীস
- * 9.92 Modern World Historyআধুনিক বিশ্বের ইতিহাস
- * 9.93 British Island ব্রিটিশ দ্বীপপুঞ্জ
- * 9.94 Germany জার্মানী
- * 9.95 France ফ্রান
- * 9.96 Europe ইউরোপ
- * 9.97 India ভারত
- * 9.98 China চীন
- * 9.991 Japan জাপান
- * 9.992 America আমেরিকা
- Government Publications
- * Gazetteers
- * Other Publications
আমরা কোনটাকে গ্রহণ করব, সেটা আলোচনা দরকার। Jayantanth (আলাপ) ১৭:০৫, ২৭ অক্টোবর ২০১৬ (ইউটিসি)
- @Jayantanth:, আমি আজ আসানসোল বি বি কলেজের লাইব্রেরিয়ানের সাথে কথা বললাম। উনি আমাকে ডিউয়ি দশমিক শ্রেণীকরণের লিঙ্ক দিলেন, যা আন্তর্জাতিক ভাবে স্বীকৃত। আমার যতদূর মনে হচ্ছে, West Bengal Public Library Network এর শ্রেণীকরণ ডিউয়ি শ্রেণীবিভাগের অতি সংক্ষিপ্ত রূপ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৮:৩৭, ৮ জুলাই ২০১৭ (ইউটিসি)
QR code
সুধী,
উইকিসংকলনকে আরও মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্দেশ্যে এই সাইটে QR code প্রচলন করতে চাইছি। যে কোন রচনার QR code তৈরি করে আমরা সেগুলি লাইব্রেরি বা অন্য উপায়ে সাধারণ পাঠকের নিকট ছড়িয়ে দিয়ে উইকিসংকলন ওয়েবসাইটের প্রদর্শন বাড়াতে পারি। এই প্রসঙ্গে বেশ কয়েকটি মিডিয়াউইকি এক্সটেনশন রয়েছে, নজরে পড়ল। দুর্ভাগ্যবশতঃ সেগুলির বর্তমান অবস্থা এখনো জানা যাচ্ছে না।
- Extension:QrCode - এটি এখন অব্যবহৃত।
- Extension:QRLite - এটি অপেক্ষাকৃত নতুন।
- Quick Extension:Response - এটি একটু পুরোন এবং কোন তথ্য পেলাম না।
এক্ষেত্রে ফ্যাব্রিকেটরে এদের মধ্যে কোন একটি এক্সটেনশন যোগ করার জন্য অনুরোধ করতে চাইছি। সেই বিষয়ের সকলের মতামত কাম্য। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:২৫, ৯ জুলাই ২০১৭ (ইউটিসি)
- ভাল প্রস্তাব। পরে একটা মোবাইল অ্যাপ্লিকেশান বানালে কেমন হয় ? সুমিতা রায় দত্ত (আলাপ) ০৯:৫১, ৯ জুলাই ২০১৭ (ইউটিসি)
- খুব ভালো প্রস্তাব এবং উদ্যোগ। --Atudu (আলাপ) ০৫:০০, ১০ জুলাই ২০১৭ (ইউটিসি)
- সমর্থন -- Hrishikes (আলাপ) ০৭:৩৫, ১০ জুলাই ২০১৭ (ইউটিসি)
- সমর্থন -- খুব ভালো একটা পরিকল্পনা এবং প্রস্তাব Tatocha (আলাপ)
- সমর্থন মাহির২৫৬ (আলাপ) ০৫:০৯, ১১ জুলাই ২০১৭ (ইউটিসি)
- সমর্থনTameem Mahmud 007 (আলাপ) ১৭:১৪, ১৯ জুলাই ২০১৭ (ইউটিসি)
- খুব ভালো প্রস্তাব এবং উদ্যোগ। --Atudu (আলাপ) ০৫:০০, ১০ জুলাই ২০১৭ (ইউটিসি)
Improved search in deleted pages archive
দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন
During Wikimedia Hackathon 2016, the Discovery team worked on one of the items on the 2015 community wishlist, namely enabling searching the archive of deleted pages. This feature is now ready for production deployment, and will be enabled on all wikis, except Wikidata.
Right now, the feature is behind a feature flag - to use it on your wiki, please go to the Special:Undelete
page, and add &fuzzy=1
to the URL, like this: https://test.wikipedia.org/w/index.php?title=Special%3AUndelete&fuzzy=1. Then search for the pages you're interested in. There should be more results than before, due to using ElasticSearch indexing (via the CirrusSearch extension).
We plan to enable this improved search by default on all wikis soon (around August 1, 2017). If you have any objections to this - please raise them with the Discovery team via email or on this announcement's discussion page. Like most Mediawiki configuration parameters, the functionality can be configured per wiki.
Once the improved search becomes the default, you can still access the old mode using &fuzzy=0
in the URL, like this: https://test.wikipedia.org/w/index.php?title=Special%3AUndelete&fuzzy=0
Please note that since Special:Undelete is an admin-only feature, this search capability is also only accessible to wiki admins.
আপনাকে ধন্যবাদ! CKoerner (WMF) (talk) ১৮:৩৯, ২৫ জুলাই ২০১৭ (ইউটিসি)
Accessible editing buttons
You can see and use the old and new versions now. Most editors will only notice that some buttons are slightly larger and have different colors.
-
Buttons before the change
-
Buttons after the change
However, this change also affects some user scripts and gadgets. Unfortunately, some of them may not work well in the new system. If you maintain any user scripts or gadgets that are used for editing, please see mw:Contributors/Projects/Accessible editing buttons for information on how to test and fix your scripts. Outdated scripts can be tested and fixed now.
This change will probably reach this wiki on Tuesday, 1 August 2017. Please leave a note at mw:Talk:Contributors/Projects/Accessible editing buttons if you need help.দ্বিভাষিক বই
সুধী, উইকিসংকলনে যে সমস্ত দ্বিভাষিক বইয়ে একটি পাতায় অ-বাংলা ভাষায় লেখা ও পরের পাতায় বাংলায় তার অনুবাদ থাকলে, এবার থেকে পরিলেখন করার সময় মূল লেখা ও অনুবাদ পাশাপাশি রাখা যাবে। এই কাজের জন্য {{দ্বিভাষিক}} টেমপ্লেটটি তৈরি করা হয়েছে। উদহারণ স্বরূপ এই দ্বিভাষিক বইয়ে ১৫ নং পাতায় বাংলা ও পরের পাতা অর্থাৎ ১৬ নং পাতায় ঐ লেখার ইংরেজি অনুবাদ রয়েছে। এখন {{দ্বিভাষিক}} ব্যবহার করে এই পাতাটি বানানো হল, যেখানে পাশাপাশি মূল লেখা ও অনুবাদ রয়েছে।
{{দ্বিভাষিক}} ব্যবহারে আপাতত চারটি প্যারামিটার রয়েছে -
- 1: নির্ঘণ্ট পাতার নাম যোগ করতে হবে (যেমন- Dialogues, Intended to Facilitate the Acquiring of the Bengali Language.djvu)
- 2: পাতা জোড়ার প্রথম পাতার সংখ্যা
- 3: পাতা জোড়ার প্রথম পাতার সংখ্যার পরিবর্তে যে সংখ্যা প্রদর্শিত হবে
- 4: section বা বিভাগ (যদি পরিচ্ছেদ ভাগ করতে ##13## বসানো হয়, তবে প্যারামিটার হবে 13)
ইংরেজি উইকিসংকলনে @Inductiveload: এই দ্বিভাষিকটি বইটির ওপর কাজের সুবিধার জন্য এই বিশেষ টেমপ্লেটটি তৈরি করেন, যা শুধুমাত্র এই বইয়েই কাজ করবে (দেখুন)। তাঁর কাজের ওপর ভিত্তি করে এই জাতীয় যে কোন দ্বিভাষিক বইয়ের জন্য {{Bilingual}} টেমপ্লেটটি তৈরি করা হল। ইংরেজি উইকিসংকলনে এই বিষয়ে অগ্রগতি নজরে আনার জন্য @Hrishikes:দাকে অসংখ্য ধন্যবাদ। এরকম আরও অনেক নতুন নতুন কার্যকরী চিন্তাভাবনায় সমৃদ্ধ হয়ে উঠুক। ধন্যবাদ - বোধিসত্ত্ব (আলাপ) ১৯:২৮, ২৮ জুলাই ২০১৭ (ইউটিসি)
- বাংলা সংখ্যা সম্পর্কিত সমস্যা ঠিক করা হয়েছে। --আফতাবুজ্জামান (আলাপ) ২০:০০, ২৯ জুলাই ২০১৭ (ইউটিসি)
গণহারে পাতা স্থানান্তরণের স্বয়ংক্রিয় ব্যবস্থা
সুধী, কোন বইয়ের পাতা ওসিআর বা মুদ্রণ সংশোধন করার পরে যদি বইয়ের মাঝে বেশ কিছু পাতা যোগ করতে হয়, তবে ওসিআর কৃত লেখা বা মুদ্রণ সংশোধিত বা বৈধকৃত লেখাগুলিকে সংশ্লিষ্ট পাতায় স্থানান্তরের প্রয়োজন পড়ে। সেই কাজে সুবিধার জন্য আমাদের অনুরোধে @Tshrinivasan: একটি পাইথন স্ক্রিপ্ট তৈরি করে দিয়েছেন, যা হোম ফোল্ডারে ডাউনলোড করে extract করার পরে config.ini ফাইলে প্রয়োজনীয় পরিবর্তন করে সংরক্ষণ করুন।
wiki_username = আপনার ব্যবহারকারী নাম wiki_password = আপনার পাসওয়ার্ড wikisource_language = bn
book_name = Page:বইয়ের নাম.pdf start_page_number = শুরুর পাতার সংখ্যা end_page_number = শেষ পাতার সংখ্যা increment_order = কতগুলি পাতার পার্থক্য থাকবে, তার সংখ্যা
এরপর Ctrl+T টিপে টার্মিনাল খুলে নিম্নের কোড দিন
cd tools-for-wiki-master cd move-pages-bn-wikisource python move-pages.py
এর ফলে শেষের পাতা থেকে পাতা স্থানান্তর হতে থাকবে। শুধুমাত্র প্রশাসকরাই এই স্ক্রিপ্ট ব্যবহার করতে পারবেন। -- বোধিসত্ত্ব (আলাপ) ২০:১১, ১২ আগস্ট ২০১৭ (ইউটিসি)
- বর্তমানে সারাংশ ইংরেজিতে, বাংলা করতে
move-pages.py
স্ক্রিপ্টে যেয়ে ১১৭ নং লাইনের লেখাpage.move( new_pagename, reason = "পাতা স্থানান্তর", noredirect=True)
কেpage.move( new_pagename, reason = "Moved page", noredirect=True)
করতে হবে। --আফতাবুজ্জামান (আলাপ) ২১:৪২, ১২ আগস্ট ২০১৭ (ইউটিসি)
উইন্ডোজ়-এ কাজটি করার প্রক্রিয়া।
- পাইথন 2.7 ইন্স্টল করুন। (https://www.python.org/downloads/windows/)
- নোটপ্যাড++ ইন্স্টল করুন। (https://notepad-plus-plus.org/download/v7.5.6.html)
- গিটহাবে (https://github.com/tshrinivasan/tools-for-wiki) গিয়ে সবুজ রঙের clone or download বোতাম থেকে tools-for-wiki-master.zip ডাউনলোড করে extract করুন; extracted folder থেকে move-pages-bn-wikisource বাদে বাকি ফোল্ডারগুলি ডিলিট করে দিন। এবার tools-for-wiki-master ফোল্ডারটি C:\Windows\System32 ফোল্ডারে স্থানান্তরিত করুন।
- config.ini ফাইলটিকে right click করে Edit with Notepad++ টিপুন এবং প্রয়োজনীয় পরিবর্তন করুন। (wiki_username = আপনার ব্যবহারকারী নাম -- wiki_password = আপনার পাসওয়ার্ড -- wikisource_language = bn বা যা উপযুক্ত)। তৎসহ এর ফুটার অংশ থেকে গিটহাবের কপিরাইট লাইনটি বাদ দিয়ে দিন। (Regular Notepad দিয়ে করবেন না, তাতে ফাইলের শুরুতে Byte Order Mark এসে যাবে)
- Start বোতাম টিপে search box-এ sysdm.cpl খুঁজুন এবং সেটিকে right click করে Run as Administrator টিপে খুলুন। "Advanced" মেনুতে Environment Variables-এ যান; System variables তালিকার "Path" variable-এ Python27 এবং Python27\Scripts ফোল্ডারদুটি সঠিক ঠিকানাসহ যোগ করুন।
- Start বোতাম টিপে search box-এ cmd.exe খুঁজুন এবং সেটিকে right click করে Run as Administrator টিপে খুলুন। এতে command দিন: pip install wikitools এবং pip install poster.
- সংশ্লিষ্ট উইকিসংকলনে নিজের user group-এ bot user যোগ করুন।
- এবার cmd.exe-তে পরপর command দিন: cd tools-for-wiki-master -- cd move-pages-bn-wikisource -- python move-pages.py
- সংশ্লিষ্ট বইটিতে শুধু পরপর পাতা নামস্থানে পাতা আছে, মাঝে কোন ফাঁক নেই, এমন অংশগুলিকেই একবারে স্থানান্তরিত করা যাবে।
- প্রতিবার পাতা স্থানান্তরণের আগে config.ini-তে settings পাল্টান: book_name = Page:বইয়ের নাম.pdf (বা djvu) -- start_page_number = শুরুর পাতার সংখ্যা -- end_page_number = শেষ পাতার সংখ্যা -- increment_order = কতগুলি পাতার পার্থক্য থাকবে, তার সংখ্যা
- বর্তমানে সারাংশ ইংরেজিতে দেয়, বাংলা করতে move-pages-bn-wikisource ফোল্ডারের
move-pages.py
স্ক্রিপ্টে যেয়ে ১১৭ নং লাইনের লেখাpage.move( new_pagename, reason = "Moved page", noredirect=True)
কেpage.move( new_pagename, reason = u"পাতা স্থানান্তর", noredirect=True)
করতে হবে। (উদ্ধৃতির আগে u লাগাতে ভুলবেন না, নইলে ASCII codec এটি পড়তে পারবে না)
Requesting OCR help at mr.wikisource
Hi,
Sorry for using english language.
At Marathi language mr.wikisource we have planned a student workshop tomorrow. We are looking for OCR/unicodification support from people using linux operating system. Since our usual voluntters to are not around.
- Book that need OCR support is अनुक्रमणिका:Arth shastrachi multatve cropped.pdf (word अनुक्रमणिका stands for Index namespace.)
- Book link on Wikimedia commons commons:File:Arth shastrachi multatve cropped.pdf
- As per info on Marathi Wikisource help page one needs to use Linux operating sytem.
- OCR4Wikisoource programme -is written using python- needs to be downloaded from (https://github.com/tshrinivasan/OCR4wikisource)
- Steps
- Step 1: Download & install OCR4Wikisoource
- Step 2: Google API
- Step 3: API Enable
- step 4: Change file config.ini fill URL link of the book to be OCRed then wikisource log in and pass word.
- Step 5: use OCR4wikisource
Thanks & Regards
উইকিসংকলন ১০ প্রতিযোগিতার ফলাফল
সকলের জ্ঞাতার্থে, উইকিসংকলন ১০ মুদ্রণ সংশোধন প্রতিযোগিতার ফলাফল ঘোষিত হয়েছে এবং পুরষ্কার প্রাপকদের ঠিকানা সংগ্রহের কাজ শুরু হয়েছে। সকল অংশগ্রহণকারীকে জানাই অশেষ ধন্যবাদ। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৬:১২, ২২ আগস্ট ২০১৭ (ইউটিসি)
আন্তঃপ্রকল্প পরাভুক্তি
সুধী, @Alex brollo: একটি নতুন স্ক্রিপ্ট তৈরি করেছেন যার সাহায্যে আপনাকে অন্যান্য ভাষার উইকিসংকলন পাতাগুলিকে বাংলা উইকিসংকলন প্রকল্পে প্রদর্শনে অনুমতি দেবে। মূল নামস্থান, নির্ঘণ্ট, পাতা, উইকিসংকলন ... ইত্যাদি প্রধান প্রধান নামস্থান পাতাগুলি আসল পাতাগুলির মতই দেখা যাবে। শুধুমাত্র বিশেষ পাতা ও বিষয়শ্রেণীগুলিকে দেখা যাবে না। উইকিসংকলনে এই স্ক্রিপ্ট গ্যাজেট হিসেবে সক্রিয় করে রাখা হয়েছে।
স্ক্রিপ্টটিকে সক্রিয় করতে পাতার আসল নামের আগে (language)wikisource:
কোড দিন, যেখানে (language) হল উইকিসংকলনের ভাষা কোড। যেমন, ইটালিয়ান উইকিসংকলনের এই পাতা প্রদর্শনের জন্য Itwikisource:Georgiche লিখুন বা ল্যাটিন উইকিসংকলনের এই নির্ঘণ্ট পাতা প্রদর্শনের জন্য Lawikisource:Liber:Agricola_De_re_metallica.djvu লিখুন। "oldwikisource" থেকে পাতা পেতে Mulwikisource:
কোড দিন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৫:০৬, ২৮ আগস্ট ২০১৭ (ইউটিসি)
পাতার অবস্থা বোতামগুলির আকস্মিক অনুপস্থিতি
আজ সকাল থেকে পাতা নামস্থানে সম্পাদকীয় বাতায়নে পাতার অবস্থা-নির্দেশক বোতামগুলি গায়েব হয়ে গেছে। ফলে পাঠশোধন, বৈধকরণ ইত্যাদি করা যাচ্ছে না। ফ্যাব্রিকেটরে বাগ দেওয়া হয়েছে, আশু সমাধান অপেক্ষিত। ততক্ষণ পাঠশোধনের জন্য নিচের পদ্ধতি অনুসরণ করতে পারেন:
https://sourceforge.net/projects/autowikibrowser/ থেকে অটো-উইকি-ব্রাউজ়ার ডাউনলোড করুন। Zip ফাইল খুলে একটা ফোল্ডারে রাখুন। AutoWikiBrowser.exe ফাইলটি খুলুন। বাতায়নের একেবারে নিচে দেখবেন en.wikipedia এবং user (লাল রঙে) লেখা আছে। en.wikipedia-তে ক্লিক করে সেটিকে bn.wikisource করুন। এরপর user-এ ক্লিক করে লগ ইন করুন। যে পাতাটি প্রুফরিড করতে চান, তার নাম আপনার সাধারণ ব্রাউজ়ার থেকে কপি করুন, যথা পাতা:তিতাস একটি নদীর নাম.djvu/৭৪। AWB বাতায়নের বাঁ দিকে দেখবেন make list লেখা আছে। তার নিচে একটা খালি লাইন আছে, যার ডান দিকে + চিহ্ন দেওয়া আছে। সেই লাইনে পাতার নামটি paste করুন এবং + টিপুন। নিচে নামটি আবার আসবে, সেখানে select করুন। পাশের খোপে গিয়ে start menu খুলুন এবং start বোতাম টিপুন। তখন পাতাটি পাশের edit window-তে খুলবে। পাতার ওপরের অংশে <noinclude><pagequality level="1" user="" /> দেখবেন। 1-কে 3 করুন এবং উদ্ধৃতি চিহ্নের মাঝে নিজের user name বসান। পাতার ওপরে edit summary লাইনে clean up লেখা থাকবে, সেটা মুছে ঠিকভাবে ভরুন। এবার বাঁ-দিকের খোপে গিয়ে save টিপুন। AWB আপত্তি জানাবে যে আপনি make list-এ তালিকা তৈরি করেন নি। সেটা পাত্তা দেওয়ার দরকার নেই। আপনার সাধারণ ব্রাউজ়ারে পাতাটিকে refresh করুন। দেখবেন প্রুফরিডের হলুদ রং চলে এসেছে। Hrishikes (আলাপ) ১০:২৯, ৮ সেপ্টেম্বর ২০১৭ (ইউটিসি)
Adding content namespaces to search results
দয়া করে আপনার ভাষায় অনুবাদ করতে সাহায্য করুন
Hello,
Currently, when you search on this wiki, the search results only return certain namespaces. It has recently been noticed that the "main content namespaces" list doesn't match the "default search namespaces" list on this wiki. (phab:T170473)
Currently this wiki's search returns the main namespace only. The content namespaces লেখক, প্রবেশদ্বার, and অনুবাদ are also available if the community thinks that adding these namespaces are appropriate.
Would this community like to discuss adding লেখক, প্রবেশদ্বার, and অনুবাদ to the search results? I am more than happy to help make the change however the community decides.
আপনাকে ধন্যবাদ! CKoerner (WMF) (আলাপ) ১৪:১৩, ৪ অক্টোবর ২০১৭ (ইউটিসি)
- সমর্থন-- বোধিসত্ত্ব (আলাপ) ০৬:১২, ৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)
- সমর্থন --আফতাবুজ্জামান (আলাপ) ১৬:১২, ৬ অক্টোবর ২০১৭ (ইউটিসি)
- সমর্থন ----Jayantanth (আলাপ) ১৫:৪৪, ৭ অক্টোবর ২০১৭ (ইউটিসি)
কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পাঠ্যক্রম
সুধী, বেশ কিছুদিন আগে সরশুনা কলেজের বাংলা বিভাগের অধ্যাপক @Dr. Bir: এর সঙ্গে একটি আড্ডায় একটি নতুন প্রকল্পের সম্ভাবনার ব্যাপার উঠে আসে - সেটি হল কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পাঠ্যক্রমে যে সমস্ত রচনা রয়েছে, উইকিসংকলনে সেগুলির মুদ্রণ সংশোধনের কাজ করে প্রতিটি রচনার QRCode তৈরি করে ছাত্রছাত্রীদের মধ্যে সেই কোড বিতরণ করা। এতে যেমন ছাত্রছাত্রীরা খুব সহজে তাদের পাঠ্যক্রমের রচনাগুলি বিনাব্যয়ে সহজে সম্পূর্ণ পড়তে পারবেন, অন্যদিকে উইকিসংকলনের পাঠকসংখ্যাও বৃদ্ধি পাবে এবং কলেজ বিশ্ববিদ্যালয়ে উইকিসংকলনের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে। এই প্রকল্প সফল হলে অন্যান্য বেশ কিছু বিশ্ববিদ্যালয় থেকে একই ধরণের প্রকল্পের সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে সকলের সুচিন্তিত মতামত কাম্য। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্সের পাঠ্যক্রম পাওয়া যাবে এখানে। ধন্যবাদ। -- বোধিসত্ত্ব আলাপ ) ০৭:০৪, ১৩ অক্টোবর ২০১৭ (ইউটিসি)
- যে সমস্ত বই নিয়ে কাজ করতে হবে সেগুলি হল -
- দ্বিতীয় পত্র
- চণ্ডীমঙ্গল (মুকুন্দরাম চক্রবর্তী)
(বহিঃস্ক্যান:
- কবিকঙ্কণ চণ্ডী - মুকুন্দরাম চক্রবর্ত্তী
- কবিকঙ্কণ চণ্ডী (প্রথম খণ্ড) - দীনেশচন্দ্র সেন
- কবিকঙ্কণ চণ্ডী (দ্বিতীয় খণ্ড) - দীনেশচন্দ্র সেন
- সচিত্র কবিকঙ্কণ চণ্ডী - মুকুন্দরাম চক্রবর্ত্তী
- ৪,
- ১,
- তৃতীয় পত্র
- চন্দ্রশেখর
- শ্রীকান্ত (প্রথম পর্ব) করা হয়েছে
- শেষের কবিতা
- চতুর্থ পত্র
- একেই কি বলে সভ্যতা? করা হচ্ছে...
- বুড় সালিকের ঘাড়ে রোঁ
- মুক্তধারা করা হয়েছে
- পঞ্চম পত্র
- ষষ্ঠ পত্র
- সপ্তম পত্র
- কমলাকান্তের দপ্তর করা হচ্ছে...
- ছিন্নপত্র করা হচ্ছে...
- অষ্টম পত্র
- সাহিত্য করা হয়েছে
বৈশিষ্ট্য অনুযায়ী লেখা
সুধী, এবার থেকে কোন লেখার সঙ্গে উইকিউপাত্তের সংযোগ করে genre (P136) প্রপার্টি যোগ করলে স্বয়ংক্রিয় ভাবে উইকিসংকলনের লেখাগুলি বিভিন্ন বৈশিষ্ট্য অনুসারে বিষয়শ্রেণীভুক্ত হয়ে যাবে। যেমন, বড়দিদি উপন্যাসটির উইকিউপাত্ত আইটেম Q16345874, সেখানে P136 প্রপার্টির সাপেক্ষে উপন্যাস বা novel (Q8261) যোগ করা হয়েছে, সেই অনুসারে বড়দিদি উইকিসংকলনে উপন্যাস বিষয়শ্রেণীর অন্তর্ভুক্ত হয়েছে। -- বোধিসত্ত্ব (আলাপ) ০৪:১৭, ১৫ অক্টোবর ২০১৭ (ইউটিসি)
উইকিমিডিয়া কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তন সম্পর্কে অন্যান্য ব্যবহারকরীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
এই সপ্তাহের পরিবর্তনসমূহ
- ২০১৭ সম্প্রদায়ের ইচ্ছা তালিকার জরিপ ৬ নভেম্বরে শুরু হবে। আপনি ১৯:০০ ইউটিসি থেকে ১৯ নভেম্বর পর্যন্ত প্রস্তাবনা জমা দিতে পারবেন।
- মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ৭ নভেম্বর থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ৮ নভেম্বর থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ৯ নভেম্বর থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
সভা
- আপনি IRC-তে প্রযুক্তিগত পরামর্শ সভায় যোগ দিতে পারেন। সভায় স্বেচ্ছাসেবক উন্নয়নকারীরা পরামর্শ পেতে প্রশ্ন করতে পারেন।। সভাটি ৮ নভেম্বর তারিখে ১৬:০০ টায় (ইউটিসি) অনুষ্ঠিত হবে। জানুন কিভাবে যোগ দিতে হয়।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
- উইকিমিডিয়ার উইকিসমূহে অনুচ্ছেদের সাথে যুক্ত অ-লাতিন লিপির ইউআরএলগুলি
https://ru.wikipedia.org/wiki/Википедия#История
-এর পরিবর্তেhttps://ru.wikipedia.org/wiki/Википедия#.D0.98.D1.81.D1.82.D0.BE.D1.80.D0.B8.D1.8F
দেখায়। এটি শীঘ্রই সংশোধন করা হবে। পুরানো লিঙ্কগুলিও কাজ করবে। [৪][৫]
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৮:৪৫, ৬ নভেম্বর ২০১৭ (ইউটিসি)
উইকিমিডিয়া কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তন সম্পর্কে অন্যান্য ব্যবহারকরীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
এই সপ্তাহের পরিবর্তনসমূহ
- আপনি পাতার দুটি ভিন্ন সংস্করণ তুলনা করার জন্য যে পার্থক্য দেখেন তা MediaWiki.org ও টেস্ট উইকিতে পরিবর্তিত হয়েছে। এটি স্থানান্তরিত অনুচ্ছেদে লেখা সহজে খুঁজে পেতে করা হয়েছে। আশা করা হচ্ছে শীগ্রই এটি আরো উইকিতে আসবে। আপনি ফ্যাব্রিকেটরে সমস্যার প্রতিবেদন জানাতে পারেন। [৬]
- কমন্সের একটি নতুন ব্যবহারকারী দল এমপি৩ ফাইল আপলোড করতে সক্ষম হবেন। ১৭ নভেম্বর থেকে এই ব্যবহারকারী দল সৃষ্টি করার পরিকল্পনা করা হয়েছে। [৭]
- Flagged Revisions ব্যবহার করা উইকিগুলি সাম্প্রতিক পরিবর্তনের পাতায় পূর্বনির্ধারিতভাবে সম্পাদনা পর্যালোচনার জন্য নতুন ছাঁকনি পাবে। ব্যবহারকারীগণ তাঁদের পছন্দসমূহ থেকে এটি নিষ্ক্রিয় করতে পারবেন। [৮]
- মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ১৪ নভেম্বর থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ১৫ নভেম্বর থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ১৬ নভেম্বর থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
সভা
- আপনি IRC-তে প্রযুক্তিগত পরামর্শ সভায় যোগ দিতে পারেন। সভায় স্বেচ্ছাসেবক উন্নয়নকারীরা পরামর্শ পেতে প্রশ্ন করতে পারেন।। সভাটি ১৫ নভেম্বর তারিখে ১৬:০০ টায় (ইউটিসি) অনুষ্ঠিত হবে। জানুন কিভাবে যোগ দিতে হয়।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
- উইকিমিডিয়া কমন্সে আপলোড করার এবং দেখার জন্য ত্রিমাত্রিক মডেলের সমর্থন শীঘ্রই আসছে। এই বৈশিষ্ট্যটি .STL ফাইল বিন্যাস সমর্থন করবে। আপনি টেস্ট উইকিতে একটি উদাহরণ দেখতে পারেন। [৯]
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৯:১৯, ১৩ নভেম্বর ২০১৭ (ইউটিসি)
উইকিমিডিয়া কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তন সম্পর্কে অন্যান্য ব্যবহারকরীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- আপনি যদি অ্যান্ড্রয়েডে ক্রোম ওয়েব ব্রাউজার ব্যবহার করেন, আপনি মোবাইল ওয়েবসাইটে একটি ডাউনলোড আইকন দেখতে পাবেন। তাতে ক্লিক করে আপনি একটি বিন্যাসিত পিডিএফ ডাউনলোড করতে পারবেন। এটি ভবিষ্যতে অন্য মোবাইল ব্রাউজারেও কাজ করবে। [১০]
- অপব্যবহার ছাঁকনির এখন
get_matches
নামক ফাংশন আছে। আপনি রেগুলার এক্সপ্রেশন থেকে মিলগুলি সংরক্ষণ করতে এটি ব্যবহার করতে পারেন - প্রতিটি ক্যাপচার গ্রুপে একটি করে। আপনি ফ্যাব্রিকেটরে আরো পড়তে পারেন।
সমস্যাসমূহ
- একটি ডেটাবেস ক্র্যাশের কারণে গত সপ্তাহের মিডিয়াউইকির সংস্করণ সব উইকিপিডিয়াতে আসেনি। ২০ নভেম্বরে এটি সবকটি উইকিতে আসবে। [১১][১২][১৩]
এই সপ্তাহের পরিবর্তনসমূহ
- এই সপ্তাহে কোন নতুন মিডিয়াউইকি সংস্করণ প্রকাশিত হবে না।
সভা
- আপনি সম্পাদক দলের সঙ্গে পরবর্তী সভায় যোগ দিতে পারেন। সভাকালীন, আপনি যে সমস্যাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তা উন্নয়নকারীদেরকে জানাতে পারেন। সভাটি ২১ নভেম্বর তারিখে ১৯:৩০ টায় (ইউটিসি) অনুষ্ঠিত হবে। জানুন কিভাবে যোগ দিতে হয়।
- আপনি IRC-তে প্রযুক্তিগত পরামর্শ সভায় যোগ দিতে পারেন। সভায় স্বেচ্ছাসেবক উন্নয়নকারীরা পরামর্শ পেতে প্রশ্ন করতে পারেন।। সভাটি ২২ নভেম্বর তারিখে ১৬:০০ টায় (ইউটিসি) অনুষ্ঠিত হবে। জানুন কিভাবে যোগ দিতে হয়।
ভবিষ্যতের পরিবর্তনসমূহ
- ভাষা রূপান্তরকারী সিনট্যাক্স আর বাহ্যিক সংযোগগুলির ভিতরে কাজ করবে না।
http://-{zh-cn:foo.com; zh-hk:bar.com; zh-tw:baz.com}-
এর মত উইকিপাঠ্য অবশ্যই প্রতিস্থাপন করতে হবে। এর পরিবর্তে আপনাকে-{zh-cn: http://foo.com ; zh-hk: http://bar.com ; zh-tw:http://baz.com }-
লিখতে হবে। এটি শুধুমাত্র ভাষা রূপান্তরকারী সক্ষম করা ভাষাগুলিকে প্রভাবিত করবে। এই ধরনের ভাষাগুলির উদাহরণ হল চীনা এবং সার্বীয়। এটি পরের সপ্তাহে ঘটবে। [১৪][১৫]
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
১৯:১৮, ২০ নভেম্বর ২০১৭ (ইউটিসি)
New print to pdf feature for mobile web readers
New print to pdf feature for mobile web readers
The Readers web team will be deploying a new feature this week to make it easier to download PDF versions of articles on the mobile website.
Providing better offline functionality was one of the highlighted areas from the research done by the New Readers team in Mexico, Nigeria, and India. The teams created a prototype for mobile PDFs which was evaluated by user research and community feedback. The prototype evaluation received positive feedback and results, so development continued.
For the initial deployment, the feature will be available to Google Chrome browsers on Android. Support for other mobile browsers to come in the future. For Chrome, the feature will use the native Android print functionality. Users can choose to download a webpage as a PDF. Mobile print styles will be used for these PDFs to ensure optimal readability for smaller screens.
The feature is available starting Wednesday, Nov 15. For more information, see the project page on MediaWiki.org.
আপনাকে ধন্যবাদ!
উইকিমিডিয়া কারিগরি সম্প্রদায় থেকে প্রকাশিত সাম্প্রতিক প্রযুক্তি সংবাদ। অনুগ্রহ করে এই পরিবর্তন সম্পর্কে অন্যান্য ব্যবহারকরীদের জানান। সকল পরিবর্তন আপনাকে প্রভাবিত করবে না। আরও অনুবাদ উপলব্ধ রয়েছে।
সাম্প্রতিক পরিবর্তনসমূহ
- আপনি এখন mediawiki.org তে নতুন উন্নত অনুসন্ধান ফাংশন বিটা বৈশিষ্ট্য পরীক্ষা করতে পারবেন। এটি কিছু বিশেষ অনুসন্ধানের ফাংশন ব্যবহার করা সহজ করে তোলে যা বেশিরভাগ সম্পাদকেরা জানেনই না যার অস্তিত্ব আছে। এটি এই সপ্তাহে জার্মান ও আরবি উইকিপিডিয়ায় আসবে। এটি পরে আরো উইকিতে আসবে। [১৬]
- আপনি এখন ইন্টারনেট আর্কাইভ আপলোড সরঞ্জাম দিয়ে বৃহৎ ফাইল আপলোড করতে পারবেন। পূর্বে ১০০ মেগাবাইটের বড় ফাইল আপলোড করা যেত না। [১৭]
- আপনি এখন সকল উইকিতে টাইমলেস আবরণ ব্যবহার করতে পারবেন। আপনি বিশেষ:পছন্দ#Appearance-এ যেয়ে আবরণ পছন্দ করতে পারবেন। [১৮]
এই সপ্তাহের পরিবর্তনসমূহ
- মিডিয়াউইকির নতুন সংস্করণ টেস্ট উইকি এবং MediaWiki.org সাইটে ২৮ নভেম্বর থেকে উপলব্ধ হবে। অ-উইকিপিডিয়া ও কিছু উইকিপিডিয়ায় এটি ২৯ নভেম্বর থেকে উপলব্ধ হবে। সকল উইকিতে এটি ৩০ নভেম্বর থেকে উপলব্ধ হবে (পঞ্জিকা)।
সভা
- আপনি সম্পাদক দলের সঙ্গে পরবর্তী সভায় যোগ দিতে পারেন। সভাকালীন, আপনি যে সমস্যাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে মনে করেন তা উন্নয়নকারীদেরকে জানাতে পারেন। সভাটি ২৮ নভেম্বর তারিখে ১৯:৩০ টায় (ইউটিসি) অনুষ্ঠিত হবে। জানুন কিভাবে যোগ দিতে হয়।
- আপনি IRC-তে প্রযুক্তিগত পরামর্শ সভায় যোগ দিতে পারেন। সভায় স্বেচ্ছাসেবক উন্নয়নকারীরা পরামর্শ পেতে প্রশ্ন করতে পারেন।। সভাটি ২৯ নভেম্বর তারিখে ১৬:০০ টায় (ইউটিসি) অনুষ্ঠিত হবে। জানুন কিভাবে যোগ দিতে হয়।
প্রযুক্তি সংবাদ লেখক দ্বারা প্রস্তুতকৃত ও বট দ্বারা প্রকাশিত প্রযুক্তি সংবাদ • অবদান রাখুন • অনুবাদ করুন • সাহায্য পান • মতামত জানান • গ্রাহকত্ব পরিচালনা করুন।
২০:৩০, ২৭ নভেম্বর ২০১৭ (ইউটিসি)
চিত্র স্থানান্তর করা
@Bodhisattwa, Jayantanth: শুভ বড়দিন!
- চিত্র:Dhaka torture bengali.pdf → "চিত্র:নির্যাতনের বিরুদ্ধে কনভেনশন.pdf"
- চিত্র:Dhaka conventionsonthepoliticalrightsofwomen bengali.pdf → "চিত্র:নারীর রাজনৈতিক অধিকার বিষয়ক চুক্তি.pdf"
- চিত্র:Dhaka conventiononwomen bengali.pdf → "চিত্র:নারীর প্রতি সকল প্রকার বৈষম্য বিলোপ কনভেনশন.pdf"
- চিত্র:Dhaka intlconvenantoncivilpoliticalrights bengali.pdf → "চিত্র:নাগরিক ও রাজনৈতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি.pdf"
- চিত্র:Dhaka intlcovenantoneconomicsocialculturalrights bengali.pdf → "চিত্র:অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অধিকার বিষয়ক আন্তর্জাতিক চুক্তি.pdf"
- চিত্র:Dhaka imageandreality bengali.pdf → "চিত্র:ধারণা ও বাস্তবতা.pdf"
- চিত্র:MDGs 2007 bengali.pdf → "চিত্র:সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য (সহজ পাঠ).pdf"
- চিত্র:Dhaka 25yearsofinformationservices bengali.pdf → "চিত্র:তথ্য সহযোগিতার ২৫ বছর.pdf"
- চিত্র:Dhaka uncharteratyourfingertips bengali.pdf → "চিত্র:অল্প কথায় জাতিসংঘ সনদ.pdf"
- চিত্র:Dhaka everythingyoualwayswantedtoknow bengali.pdf → "চিত্র:জাতিসংঘ সম্পর্কে তোমরা যা জানতে চাও.pdf"
- চিত্র:Climate change 2007 bengali.pdf → "চিত্র:দেশে দেশে জলবায়ুর পরিবর্তন.pdf"
- চিত্র:Dhaka discoveringtheUN bengali.pdf → "চিত্র:জাতিসংঘ কি — জেনে নাও.pdf"
মাহির২৫৬ (আলাপ) ০২:২৮, ২৫ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)
- @Mahir256:, করা হয়েছে , শুভ বড়দিন। -- বোধিসত্ত্ব (আলাপ) ১৭:৩৬, ২৫ ডিসেম্বর ২০১৭ (ইউটিসি)