উইকিসংকলন আলোচনা:বাংলার জীবন্ত ঐতিহ্য মুদ্রণ সংশোধন অভিযান ২০২৩/নিয়মাবলী

সাম্প্রতিক মন্তব্য: Ghazilenin কর্তৃক ১ বছর পূর্বে "১১ এবং ১৩ নং নিয়মের ব্যাখ্যা" অনুচ্ছেদে

১১ এবং ১৩ নং নিয়মের ব্যাখ্যা

সম্পাদনা

পাতার শেষে stanza বা স্তবক শেষ হলে, একটা খালি লাইন, তারপর আরেকটা লাইনে

টেমপ্লেট যোগ করতে হবে।

উইকিসম্পাদকের বর্ণমালায় বাংলা দাঁড়ি চিহ্নটি ভুল আছে, সেটি ব্যবহৃত হবে না; দেবনাগরী বর্ণমালা থেকে দাঁড়ি চিহ্ন নেওয়া যেতে পারে। ——— কবিতার ক্ষেত্রে nop টেমপ্লেট লাগছে না বোধ হয়? কেউ আলোচনা করবেন?

বর্ণমালায় সঠিক দাড়ি চিহ্ন কোনটি বা ভুলটিই কি? ‘।’ নাকি ‘৷ Ghazilenin (আলাপ) ১৬:০৭, ১৬ জুন ২০২৩ (ইউটিসি)উত্তর দিন

"বাংলার জীবন্ত ঐতিহ্য মুদ্রণ সংশোধন অভিযান ২০২৩/নিয়মাবলী" প্রকল্প পাতায় ফিরুন।