এরাও মানুষ/দ্বাদশ পরিচ্ছেদ

দ্বাদশ পরিচ্ছেদ

 গভীর রাত্রি···যন্ত্রণায় বাতোয়ালার চোখ বুজে গিয়েছে···সে স্পষ্ট দেখছে, সে চলেছে সেই সবুজ-ঝোপে-ঢাকা পথ দিয়ে না-চাইতে-সব-পাওয়ার দেশে।

 এমন সময় কিসের যেন শব্দ হলো···তার শিকারী মন নিমেষে তাকে জাগিয়ে দিলো···শুকনো পাতার ওপর খস্ খস্ শব্দ···ওঠো, জাগো বাতোয়ালা শিকার এসেছে! বাতোয়ালা চোখ খুলে দেখে, চাঁদের আলোয় ইয়াসীগুইন্দজা বিসিবিংগুইএর সঙ্গে চলেছে···

 বাতোয়ালা গর্জন করে ওঠে···কিন্তু শুধু একটা ঘড়্ ঘড়্ আওয়াজ হয়···হাত ছুঁড়ে কি যেন খোঁজে···তারপর, বর্শার অভাবে নিজের মুমূর্ষু দেহকে বর্শার মতন করে নিজেই নিক্ষেপ করে।

 এতদিন ধরে যে বন্য শক্তিকে সে নিরুদ্ধ নিঃশ্বাসে সঞ্চয় করে রেখেছিল, দেহ-নিক্ষেপের সঙ্গে সঙ্গে তা নিঃশেষিত হয়ে গেল।

 অন্তিম মুহূর্তের অন্ধকারে শুধু কানে আসে শুকনো পাতার ওপর দিয়ে ছুটি মানুষের চলে-যাওয়ার শব্দ···

 ঘুমাও বাতোয়ালা!


সমাপ্ত