১০

জাগো জাগো তৃষ্ণা জাগো জাগো অন্ধকার
এই যে নির্মিতি আনে
বিষের বল্মীক, ভেঙে দাও তার পৌত্তলিক ছায়া
ফিরে যাক যা ছিল রাত্রির
জাগো জাগো ভাষা জাগো জাগো বালখিল্য মায়া
শৃঙ্খলের স্মৃতি যদি পাথর হয়েছে
ভাঙা মানুষের কাছে কখনো চেয়ো না আর রূপকের আয়
জাগো জাগো আগুন পতঙ্গভুক জাগো
জাগো ধীর প্রখর স্থপতি