কবিতাসংগ্রহ/আসন্ন, শুশ্রূষার বার্তা/১২
(পৃ. ৯৬)
১২
কিছু নেই যা প্রকৃত মাটি ও আকাশের। কেন যে
অপেক্ষা করে তবু বৃষ্টি, আলো
যত-না স্পন্দন ছিল তারও চেয়ে বেশি আকাঙক্ষায়
এই স্ফুরণ ঘটেছে। অন্য কোনো স্পর্শে
বিভোর হয়েছে বীজ। তবুও অঙ্কুরে খুঁজি
মাটি ও আকাশের দ্বৈত মহালয়া!