কবিতাসংগ্রহ/আসন্ন, শুশ্রূষার বার্তা/১৬
(পৃ. ৯৮)
১৬
এই তো বিষাদ-সিন্ধু এই তো আজন্ম শ্লেষ
এই রাত্রির প্রণয়, এই খরার শাসন।
এই অনির্বচনীয়, এই তো সহজ পাঠ
এই ভ্রম, এই যাত্রাপথ
জলের রূপকে আর আগুন-প্রতীকে সব
মিশে যাচ্ছে দ্রুত
মাটির ভূমিকা কতটুকু, অন্ধজন
জানে কী কখনো?
আজ, খুলে দেখি ভাষার কোরক
কতদূর গেছে।
ক্ষয়, আঁধি, গোপন সন্ত্রাস!