১৭

খোলো। কথার বয়ন খোলো। মিশে যাক
স্বপ্নহীন ভাষ্যহীন
সন্ধ্যার আকাশে যা-কিছু রূপক যা-কিছু প্রতীক।
খোঁজো শান্ত উচ্চারণ।
খোললা গ্রন্থি। খোলো ছন্দলয়। কৃতির আবহে
আনো উৎসে-ফেরা মোহানার
গভীর বয়ন। প্রবাহে বিধুর এই দূরত্বের বোধ
মুছে দিয়ে খোলো শেষ প্রতিভাস