কবিতাসংগ্রহ/আসন্ন, শুশ্রূষার বার্তা/১৮
(পৃ. ৯৮)
১৮
আদিম মাতা, তোমার লোল-জিহ্বা প্রতিদিন চেটে-পুটে
খাচ্ছে রক্তমজ্জামেধা, আমি কী প্রণত হব তার কাছে?
তুমি এই ভারত-গাথায় ক্রমাগত উগরে দিচ্ছ কালো রাত
আর তার সঙ্গে পাল্লা দিয়ে খধ্বলিয়ে উঠছে ব্রাত্য দিন
এই দিন-রাত্রি থেকে তোমার কমণ্ডলুতে ভরে নিচ্ছ বিষ
আদিম মাতা, তোমাকে নমস্কার আর স্বাগত জানিয়ে লিখছি।
মানুষ-জন্মের আজব বৃত্তান্ত, নতুন ভাবে শুরু করছি নিজের মাংসে
বৈরি-হওয়া হরিণীর কথা, তোমার কাছেই খুলে দিচ্ছি নিজের করোটি
আদিম মাতা, তোমার লোলজি খেয়ে নিক রক্তমজ্জামেধা