কবিতাসংগ্রহ/আসন্ন, শুশ্রূষার বার্তা/২১
(পৃ. ৯৯)
২১
মৃত্যুকে যে বুকে নিয়ে এল সে-ই নচিকেতা
পথে-পথে ছড়িয়ে পড়েছে তার গোপন কৌতুক
কোথাও রয়েছে কোনো বিধুর আশ্লেষ
কোথাও ছিল কী কারো প্রতিশ্রুতি?
সব পথ আজ নিরালোক, দিগন্তে বিলীন
পথিকেরা শুধু জেনে নেয়
কতটা গভীরে আছে স্মৃতির কুহক, আর
রক্তরেখা থেকে
কতখানি দুরে পড়ে রইল অহল্যা-পাথর!