২৭

নেই হারানোর মতো সুখ, নেই
দুঃখ পাওয়ার বন্ধুতা

কাগুজে উপমা থেকে সরে এল
খোঁড়াদের আয়ুষ্কাল

মেধা নেই দাহ নেই শুধু শুকনো খাতে
পড়ে আছে ভুল ভাষাবোধ

এই তো জীবন, মহাশয়, কায়াতরু থেকে
পাঁচখানা ডাল যায় পাঁচ দিকে

নেই হারানোের মতো সুখ, নেই
দুঃখ পাওয়ার বন্ধুতা