কবিতাসংগ্রহ/আসন্ন, শুশ্রূষার বার্তা/৩২
(পৃ. ১০৩)
৩২
‘আমার সন্তান থাক দুধে-ভাতে’
এই কথা
রয়ে গেল খেয়াপারানির ছলোছলো
চোখে, যদি
পরিচয়হীন এই শ্রুতির প্রবাহ থেকে
কোনোদিন
উঠে আসে স্মৃতি, নৌকো ভ্রমণের
বলে যেয়ো
সান্ত্বনার ছলে: ‘শাকে-ভাতে থাকিবেক
তোমার ছাওয়াল!