কবিতাসংগ্রহ/আসন্ন, শুশ্রূষার বার্তা/৩৩
(পৃ. ১০৩)
৩৩
এখনো শিকড়ে শুনি জলের বন্দনা
জ্বলে-পুড়ে
খাক হচ্ছে চৈত্রদিন, তাকে বলি
পূর্বমেঘ
এই তো আসন্ন, শুশ্রুষার বার্তা নিয়ে
যদি আসে
গাঁয়ের বউয়েরা, তাদের সিঁথিতে দিয়ো
এয়োতি-সিঁদুর
কাঞ্চন-কন্যার জল-ভরা দেখে ওরা গাইবে
মঙ্গল-গীতিকা
ওগো চৈত্রদিন, এল ওই নির্মাণের ঋতু
তাই শুনি
প্রতিটি শিকড়ে আজ জলের বন্দনা