কবিতাসংগ্রহ/আসন্ন, শুশ্রূষার বার্তা/৩৫
(পৃ. ১০৪)
৩৫
গান, ধানের শৈশব থেকে উঠে এলে
প্রতিটি গুঞ্জনে
ভাবি, সেই মঞ্জরী ভোরের স্পর্শে
কবে জেগেছিল
আলো, মন-পবনের নৌকো নিয়ে
যদি এলে আজ
ঢেউয়ের উজানে, সুবচনী কনে-বউ
আনো ব্রতকথা থেকে
পাখি, যাও, বলো তাকে, নবান্নের গানে
জেগেছি আমিও